অলিম্পিয়ান রাফি’র ৩ নতুন রেকর্ড
১১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ১১ নভেম্বর ২০২৪, ১২:০২ এএম
দেশসেরা সাঁতারু মো. সামিউল ইসলাম রাফি। যিনি থাইল্যান্ডের ফুকেটে আন্তর্জাতিক সাঁতার ফেডারেশনের (ফিনা) বৃত্তি নিয়ে বিশেষায়িত অনুশীলন করছেন। সবশেষ প্যারিস অলিম্পিক গেমসেও দেশের হয়ে খেলেছেন এই সাঁতারু। স্বাভাবিকভাবেই চলমান ম্যাক্স গ্রুপ জাতীয় সাঁতার প্রতিযোগিতায় তার আধিপত্য রয়েছে। আগের দিন একটি নতুন রেকর্ড গড়লেও গতকাল প্রতিযোগিতার দ্বিতীয় রাফি গড়লেন আরও দুই জাতীয় রেকর্ড। জাতীয় প্রতিযোগিতায় এখন পর্যন্ত চারটি ইভেন্টে স্বর্ণ জিতেছেন তিনি। যার মধ্যে তিনটিতেই নতুন জাতীয় রেকর্ড গড়েন রাজবাড়ির এই সন্তান। কাল পুরুষ বিভাগে দিনের শেষ ইভেন্ট ছিল ১০০ মিটার ফ্রি স্টাইল। এই ইভেন্টকে ঘিরে মিরপুর সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সের সব দর্শক চেয়ে ছিলেন সামিউল ইসলাম রাফির দিকে। বাংলাদেশ নৌ বাহিনীর এই সাঁতারু ১০০ মিটার ফ্রি স্টাইলে রেকর্ড গড়বেন কিনা? তা দেখার কৌতুহল ছিল দর্শকদের মাঝে। এই ইভেন্টে রাফি সোনা জিতলেন ঠিকই কিন্তু শেষ পর্যন্ত রেকর্ড গড়া হয়নি তার। তবে আগেই দুই রেকর্ড গড়ে ছাড়িয়ে যান সেনাবাহিনীর দুই রেকর্ডধারী নারী সাঁতারু রোমানা আক্তারকে। তবে দিনের শুরুতে দু’টি রেকর্ড গড়তে পারায় দিন শেষে খুব বেশি রাজবাড়ীর এই সাঁতারু। কাল সকালে ২০০ মিটার ইনডিভিজুয়াল মিডলেতে রেকর্ড গড়ে সোনা জিতে দিনের শুরু করেন রাফি। রেকর্ড গড়তে তিনি সময় নেন দুই মিনিট ৯.৯৯ সেকেন্ড। গত বছর কাজল মিয়ার দুই মিনিট ১০.৭৭ সেকেন্ডের রেকর্ড ভাঙেন রাফি। এরপর ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের গড়া রেকর্ড ভেঙ্গে নতুন করে গড়েন তিনি। এই ইভেন্টে সেরা হতে সময় নেন দুই মিনিট ১০.৮৭ সেকেন্ড। গত বছর রাফি রেকর্ড গড়ে সোনা জিততে সময় নিয়েছিলেন দুই মিনিট ১১.৮৬ সেকেন্ড।
ফুকেটের থানিয়াপুরা স্পোর্টস অ্যান্ড হেলথ রিসোর্টে রাশিয়ান কোচ আলেকজান্ডার তিখনভের অধীনে অনুশীলন করেন রাফি। এই অনুশীলনের কারণেই দিনকে দিন তার টাইমিংয়ের উন্নতি ঘটছে। জাতীয় আসরে সাফল্য পেয়ে মিরপুর সুইমিং পুলে দাঁড়িয়ে রাফি সেই কথাগুলো শোনালেন,‘অবশ্যই আমার টাইমিংয়ের উন্নতি হয়েছে। ফ্রান্স অলিম্পিক থেকে এসে দেশে বেশ কিছু দিন ছিলাম। ওই সময়ে অনুশীলনের অভাবে পিছিয়ে পড়ি। এরপর আবারও থাইল্যান্ড গিয়ে তাদের সঙ্গে তাল মেলাতে গিয়ে সমস্যা হচ্ছিল। এক মাস হতাশায় ভুগেছিলাম। যখন জাতীয় সাঁতারের দিনক্ষণ ঘোষণা করা হয় তখন আরও চিন্তায় পড়ি। তবে কোচ বললেন সমস্যা নেই, সব ঠিক হয়ে যাবে।’ পুরোটা সময় রাফি তখন অনুশীলন করেছেন বলে জানান, ‘আমাকে কোচ দুই মাস কঠোর ট্রেনিং করিয়েছেন। দিনে প্রায় ১৬-১৭ হাজার মিটার সুইমিং করতে হয়েছে। সঙ্গে এক্সারসাইজ, জিম, ড্রাই ল্যান্ডে ট্রেনিং। গত দুই মাস আমার ওপর দিয়ে অনেক ঝড় গেছে। এই পরিশ্রমের ফল পাচ্ছি। আমি খুব খুশি।’
এদিকে আগের দিন একটি রেকর্ড গড়লেও কাল আরেকটি ইভেন্টে রেকর্ড গড়ে সোনা জেতেন সেনাবাহিনীর রোমানা আক্তার। এদিন সকালে মেয়েদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ২.৫১:৩৫ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েন তিনি। নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন রোমানা। গত বছর এই ইভেন্টে তিনি সময় নিয়েছিলেন দুই মিনিট ৫১.৯০ সেকেন্ড।
দ্বিতীয় দিন পর্যন্ত ১৭টি স্বর্ণ, ১৩ রূপা ও ৬টি ব্রোঞ্জপদক নিয়ে তালিকার শীর্ষে আছে বাংলাদেশ নৌবাহিনী। ৪ স্বর্ণ, ৮ রৌপ্য ও ১২টি ব্রোঞ্জপদক জিতে সেনাবাহিনী দ্বিতীয় এবং বিকেএসপি তিনটি ব্রোঞ্জপদক জিতে আছে তৃতীয় স্থানে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
দাউদকান্দিতে চালকদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ইয়াবা সম্রাট আহত, জীবননাশের হুমকিতে এলাকাবাসী
দেবহাটায় ইট বোঝাই ট্রলিচাপায় স্কুল ছাত্রী নিহত
‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি: ক্ষতিগ্রস্ত নগরবাসী
আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
মাউশির নতুন ডিজি হলেন ড. এহতেসাম উল হক
সেই মাওলানারা ক্ষমা চাইলেন নারী ফুটবলারদের কাছে
উপকূলে ভেসে আসা ২০ মরদেহ লিবিয়াতেই দাফন
শিক্ষার্থীরা ‘ব্লকেড টু নর্থ সিটি’ কর্মসূচি শিথিল করলেন
বৈষম্যবিরোধীর কমিটি থেকে ছাত্রদলের ৬ কর্মীর একযোগে পদত্যাগ
ইসরায়েলি কারাগারে অমানবিক নির্যাতনের শিকার মুক্তি প্রাপ্ত ফিলিস্তিনি বন্দিরা
'হাসিনার ডাস্টবিন দেখে শাওনের ক্ষোভ, নতুন স্বাধীনতাকে- এমেজিং মেটিকুলাসলি ডিজাইনড আখ্যা'
বাঁশ দিয়ে তিতুমীরের সামনের রাস্তা আটকে দিলেন শিক্ষার্থীরা
মানিকগঞ্জে আফরোজা খান রিতাকে আহ্বায়ক করে জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠিত
কমলনগরে অর্ধেকেরও কম জনবল দিয়েই চলছে স্বাস্থ্য সেবা
রামগঞ্জে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
সুদানে কাঁচাবাজারে হামলায় নিহত অন্তত ৫৬
ট্রাম্পের শুল্ক নীতির অনিশ্চয়তায় ক্ষুদ্র ব্যবসায়ীদের উদ্বেগ
আগারগাঁয়ে জুলাই বিপ্লবে আহতদের বিক্ষোভ, মিরপুর রোডে যান চলাচল বন্ধ
অস্ত্রসহ ৩ দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করেছেন কোস্ট গার্ড