বন্ধু নাদালকে ফেদেরারের আবেগঘন বিদায়ী বার্তা
১৯ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম
২০২২ সালে রজার ফেদেরার যখন বিদায় নিয়েছিলেন তখন লেভার কাপে জুটি বেধেছিলেন রাফায়েল নাদালের সাথে। এবার সময় হয়েছে নাদালের বিদায় নেওয়ার। বিদায়ী টুর্নামেন্টে নামার আগে একসময়ের কোর্টের প্রতিদ্বন্দী কিন্তু মাঠের বাইরের বন্ধু টেনিসের আরেক কিংবদন্তি ফেদেরারের কাছ থেকে আবেগঘন বার্তা পেয়েছেন স্প্যানিশ এই তারকা।
১৯ থেকে ২৪ নভেম্বর নিজের দেশ স্পেনের হয়ে ডেভিস কাপে শেষবারের জন্য কোর্টে নামছেন নাদাল। ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকার বিদায়ের ক্ষণ ছুঁয়ে গেছে এক সময়ের প্রতিদ্বন্দ্বী ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরারকে। এক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘রাফা, তুমি যখন তৈরি হচ্ছ টেনিস থেকে গ্র্যাজুয়েট হতে, আমি কিছু শেয়ার করতে চাই, যেটা আবেগঘনও হতে পারে। তুমি আমাকে অনেকবার হারিয়েছ, যতবার তোমায় হারিয়েছি তার থেকেও বেশি। আমার খেলায় তুমি এত প্রভাব ফেলেছো, যে কখনও মনে হত ক্লে কোর্টে একটু তোমার পিছনে পাঠাতে পেরেছি, পরক্ষণেই আমায় খেলা বদলাতে হত। এমনকি আমার টেনিস ব্যাট হেডের সাইজ বদলাতে হয়েছে, যদি কোনও টাচ লাগে।’
‘আমি খুব একটা কুসংস্কারাচ্ছন্ন মানুষ নয়, কিন্তু তুমি সেটাকে অন্য পর্যায় নিয়ে গেছ। সব ধরণের বিষয় যেগুলো তুমি মানতে যেমন জলের বোতল গুলোকে সাজিয়ে রাখা, চুল ঠিক করা। সব কিছু তুমি লুকিয়েই করতে, বিষয়টা সকলের কাছেই অবাক করার মতো। তবে আমি বিষয়টা ভালোবাসতাম। তুমি না আমায় খেলাটা আরও বেশি করে উপভোগ করিয়েছো। যখন আমি ২০০৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতলাম, আমি ১ নম্বর হলাম। এরপর সেই স্থানেই ছিলাম। কিন্তু মিয়ামি একটা লাল হাত কাটা গেঞ্জি পড়ে তুমি ঢুকলে, আর আমায় সহজেই হারিয়ে দিলে, তখন থেকেই বুঝলাম যে মায়োর্কার ছেলেটা কিছু করে দেখাবে।’
‘১৪টা ফরাসি ওপেন জিতে তুমি তোমার দেশ স্পেনকে গর্বিত করেছো। একই সঙ্গে গোটা টেনিস বিশ্বকেও গর্বিত করেছ। আমি আমাদের স্মৃতিগুলো মনে রাখি যেখানে আমরা এই খেলাকে প্রমোট করেছি, কখনও দঃ আফ্রিকায় গেছি। আমি কৃতজ্ঞ তোমার কাছে যে ২০১৬ সালে মালোরকাতে রাফা নাদাল অ্যাকাদেমির উদ্বোধনে আমায় ডাকায়। ২০২২ সালে লেভার কাপে আমার পার্টনার হিসেবে তোমার থাকা, আর দুজনের চোখের জল সারাজীবন মনে থাকবে। তোমায় ভবিষ্যৎতে জন্য অনেক শুভেচ্ছা।’
নাদালের বিপক্ষে ৪০ ম্যাচ খেলেছেন ফেদেরার। যেখানে ২৪-১৬ ব্যবধানে এগিয়ে নাদাল। গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে দুজনের ৯ বারের লড়াইয়ে নাদাল জিতেছেন ৬ বার। দুজনের ২০০৮ উইম্বলডনের ফাইনালকে টেনিস ইতিহাসের সেরা ম্যাচগুলোর একটি হিসেবে বিবেচনা হয়।
রেকর্ড ১৪ বার ফরাসি ওপেন জিতেছেন নাদাল। এক সময়ে তিনিই ছিলেন ছেলেদের এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের মালিক। পরে তাকে টপকে ২৪ গ্র্যান্ড স্ল্যামের চূড়ায় ওঠেন আরেক কীংবদন্তি নোভাক জোকোভিচ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
থানাকে জনগণের আস্থার জায়গায় পরিণত করতে হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা
এবার প্রকাশ্যে কুবি শিবিরের সভাপতি- সেক্রেটারি
আশুলিয়ায় যুবলীগের ব্যানারে 'ছাত্রলীগের' মিছিল, গ্রেপ্তার ৫
ছাত্রলীগের তাণ্ডব ও তিতুমীর কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে তফাৎ কোথায়?
বর্জ্য ব্যবস্থাপনার ১২২ কোটি টাকার প্রকল্প ভেস্তে যেতে বসেছে
ইবিতে র্যাগিংকাণ্ডে ৫ জনকে জেল হাজতে প্রেরণ
উগ্রতা সৃষ্টিতে সন্ত্রাসী ইসকনকে নিষিদ্ধ করে নেতাকর্মীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে সমাবেশ
"বিশ্ব টয়লেট দিবসে যে বার্তা দিলেন মেগাস্টার শাকিব খান"
সিঙ্গাপুরের নাগরিক দাবি করে সুরক্ষা চাইলেন এস আলম
মেজর জলিলের সমাধিতে জাগপা’র শ্রদ্ধা
বিরাজনীতিকরণের চেষ্টা রুখে দিবে জনগণ: নাজমুল হাসান
উত্তরা মনসুর আলী মেডিকেল হাসপাতালে সন্ত্রাসী হামলা
বিদেশে পাঠানোর নামে ময়মনসিংহে স্বামী-স্ত্রীর প্রতারণা
কুষ্টিয়া শহরের প্রধান সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
ব্র্যাক ইউনিভার্সিটিতে নারী উদ্যোক্তাদের সাফল্য উদযাপন
অবিলম্বে তারেক রহমানের মামলা প্রত্যাহার করতে হবে -বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম
সিলেট ভোলাগঞ্জ-বিছনাকান্দি-জাফলং পাথর কোয়ারী খুলে দিতে হাইকোর্টের রায়, দুই ইউএনওকে অপসারণের দাবী
আরও তিন মেডিকেল কলেজের নাম পরিবর্তন
ইবির বাসচাপায় বৃদ্ধের মৃত্যু, গণধোলাই খেয়ে চালক হাসপাতালে
আশুগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু