বন্ধু নাদালকে ফেদেরারের আবেগঘন বিদায়ী বার্তা
১৯ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম | আপডেট: ১৯ নভেম্বর ২০২৪, ০৬:১৩ পিএম
২০২২ সালে রজার ফেদেরার যখন বিদায় নিয়েছিলেন তখন লেভার কাপে জুটি বেধেছিলেন রাফায়েল নাদালের সাথে। এবার সময় হয়েছে নাদালের বিদায় নেওয়ার। বিদায়ী টুর্নামেন্টে নামার আগে একসময়ের কোর্টের প্রতিদ্বন্দী কিন্তু মাঠের বাইরের বন্ধু টেনিসের আরেক কিংবদন্তি ফেদেরারের কাছ থেকে আবেগঘন বার্তা পেয়েছেন স্প্যানিশ এই তারকা।
১৯ থেকে ২৪ নভেম্বর নিজের দেশ স্পেনের হয়ে ডেভিস কাপে শেষবারের জন্য কোর্টে নামছেন নাদাল। ২২ গ্র্যান্ড স্ল্যামজয়ী তারকার বিদায়ের ক্ষণ ছুঁয়ে গেছে এক সময়ের প্রতিদ্বন্দ্বী ২০ বারের গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরারকে। এক সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘রাফা, তুমি যখন তৈরি হচ্ছ টেনিস থেকে গ্র্যাজুয়েট হতে, আমি কিছু শেয়ার করতে চাই, যেটা আবেগঘনও হতে পারে। তুমি আমাকে অনেকবার হারিয়েছ, যতবার তোমায় হারিয়েছি তার থেকেও বেশি। আমার খেলায় তুমি এত প্রভাব ফেলেছো, যে কখনও মনে হত ক্লে কোর্টে একটু তোমার পিছনে পাঠাতে পেরেছি, পরক্ষণেই আমায় খেলা বদলাতে হত। এমনকি আমার টেনিস ব্যাট হেডের সাইজ বদলাতে হয়েছে, যদি কোনও টাচ লাগে।’
‘আমি খুব একটা কুসংস্কারাচ্ছন্ন মানুষ নয়, কিন্তু তুমি সেটাকে অন্য পর্যায় নিয়ে গেছ। সব ধরণের বিষয় যেগুলো তুমি মানতে যেমন জলের বোতল গুলোকে সাজিয়ে রাখা, চুল ঠিক করা। সব কিছু তুমি লুকিয়েই করতে, বিষয়টা সকলের কাছেই অবাক করার মতো। তবে আমি বিষয়টা ভালোবাসতাম। তুমি না আমায় খেলাটা আরও বেশি করে উপভোগ করিয়েছো। যখন আমি ২০০৪ সালে অস্ট্রেলিয়ান ওপেন জিতলাম, আমি ১ নম্বর হলাম। এরপর সেই স্থানেই ছিলাম। কিন্তু মিয়ামি একটা লাল হাত কাটা গেঞ্জি পড়ে তুমি ঢুকলে, আর আমায় সহজেই হারিয়ে দিলে, তখন থেকেই বুঝলাম যে মায়োর্কার ছেলেটা কিছু করে দেখাবে।’
‘১৪টা ফরাসি ওপেন জিতে তুমি তোমার দেশ স্পেনকে গর্বিত করেছো। একই সঙ্গে গোটা টেনিস বিশ্বকেও গর্বিত করেছ। আমি আমাদের স্মৃতিগুলো মনে রাখি যেখানে আমরা এই খেলাকে প্রমোট করেছি, কখনও দঃ আফ্রিকায় গেছি। আমি কৃতজ্ঞ তোমার কাছে যে ২০১৬ সালে মালোরকাতে রাফা নাদাল অ্যাকাদেমির উদ্বোধনে আমায় ডাকায়। ২০২২ সালে লেভার কাপে আমার পার্টনার হিসেবে তোমার থাকা, আর দুজনের চোখের জল সারাজীবন মনে থাকবে। তোমায় ভবিষ্যৎতে জন্য অনেক শুভেচ্ছা।’
নাদালের বিপক্ষে ৪০ ম্যাচ খেলেছেন ফেদেরার। যেখানে ২৪-১৬ ব্যবধানে এগিয়ে নাদাল। গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে দুজনের ৯ বারের লড়াইয়ে নাদাল জিতেছেন ৬ বার। দুজনের ২০০৮ উইম্বলডনের ফাইনালকে টেনিস ইতিহাসের সেরা ম্যাচগুলোর একটি হিসেবে বিবেচনা হয়।
রেকর্ড ১৪ বার ফরাসি ওপেন জিতেছেন নাদাল। এক সময়ে তিনিই ছিলেন ছেলেদের এককে সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামের মালিক। পরে তাকে টপকে ২৪ গ্র্যান্ড স্ল্যামের চূড়ায় ওঠেন আরেক কীংবদন্তি নোভাক জোকোভিচ।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইন্দোনেশিয়ার নতুন কোচ ক্লাইভার্ট
কোপ দেলরের শেষ ষোলোতে কে কার মুখোমুখি
আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন গাপটিল
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত