ঝুলেই রইল চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য
৩০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ৩০ নভেম্বর ২০২৪, ১২:০৪ এএম
আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে আইসিসির গুরুত্বপূর্ণ বোর্ড সভা শেষ হয়ে গেছে চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, সঙ্কট সমাধানে পাকিস্তান ও ভারতের ক্রিকেট বোর্ডকে আরও সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আইসিসি বোর্ড।
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে গতকাল বিশেষ এই সভা ডেকেছিল আইসিসি। ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, ১৫ মিনিটেরও কম সময় স্থায়ী হয় ভার্চ্যুয়াল এই সভা। সিদ্ধান্ত নেওয়া হয় যে, পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ও আইসিসি অন্য কয়েকটি বোর্ড সদস্যকে নিয়ে এমন একটি সমাধান খুঁজে বের করার চেষ্টা করবে, যা সব পক্ষের কাছে গ্রহণযোগ্য হবে এবং সেখানে ভারত ও পাকিস্তান সরকারের অনুমোদন থাকবে। এই সপ্তাহান্তে আইসিসি বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইসিসি বোর্ডে আছেন ১২টি পূর্ণ সদস্য দেশের প্রধান, সহযোগী দেশগুলোর তিনজন প্রতিনিধি, আইসিসির চেয়ারম্যান, প্রধান নির্বাহী ও স্বাধীন একজন পরিচালক। এদিনের সভার আলোচ্যসূচিতে তালিকাভুক্ত তিনটি বিকল্পের ভিত্তিতে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছিল। এর একটি হলো- ‘হাইব্রিড’ মডেল, যেখানে টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ হবে পাকিস্তানে, ভারতের ম্যাচগুলো হবে পাকিস্তানের বাইরে। আরেকটি বিকল্প হলো- টুর্নামেন্টটি পুরোপুরি পাকিস্তানের বাইরে হবে, তবে আয়োজক স্বত্ব থাকবে পিসিবির। তৃতীয়টি হলো- পুরো টুর্নামেন্ট পাকিস্তানে হবে, তবে ভারতকে ছাড়া।
আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফি হওয়ার কথা পাকিস্তানের তিন শহর লাহোর, করাচি ও রাওয়ালপিন্ডিতে। কিন্তু ভারতের সরকার ভারতীয় দলকে পাকিস্তান সফরে যাওয়ার অনুমতি না দেওয়ায় তৈরি হয়েছে এই সঙ্কট। এখনও প্রকাশ করা হয়নি টুর্নামেন্টের পুরো সূচি। ২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে পাকিস্তানি জঙ্গিদের সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে খেলতে যায়নি ভারতীয় দল। এই সময়ে অবশ্য ভারতে বেশ কয়েকবার খেলে এসেছে পাকিস্তান। গত এশিয়া কাপ পাকিস্তানে হলেও, সেখানে খেলতে যায়নি ভারত। পরে বাধ্য হয়ে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্ট আয়োজন করতে হয় পিসিবিকে। ভারতের ম্যাচগুলোসহ টুর্নামেন্টের শেষ দিকের লড়াইগুলো হয় শ্রীলঙ্কায়। চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়েও তেমন সম্ভাবনার আলোচনা থাকলেও, পিসিবি বরাবরই বলে আসছে, গোটা টুর্নামেন্ট নিজেদের দেশেই আয়োজন করতে চায় তারা।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কোটালীপাড়ায় পুলিশের উপর হামলার ঘটনায় ৪০০ জনের বিরুদ্ধে মামলা
ফের উত্তপ্ত ভারতের পার্লামেন্ট, অধিবেশন মুলতবি
কুরস্কে ইউক্রেনের সৈন্যদের কঠিন সংগ্রাম এবং ট্রাম্পের জন্য অপেক্ষা!
আগরতলায় বাংলাদেশ উপ-দূতাবাসে হামলার প্রতিবাদে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ
ত্রিপুরায় বাংলাদেশিদের জন্য হোটেল ও খাবার মিলবে না
কক্সবাজারে গোয়েন্দা অভিযানে ২ অস্ত্রধারী আটক
খোশরোজ কিতাব মহলের মালিক মহীউদ্দীন আহমদ আর নেই
চীনের ‘ঝুহাই এয়ারশো ২০২৪’,ভবিষ্যৎ বিমান শক্তির এক ঝলক
ভারত নিজেকে মনে করে সে বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপালের বড়-দাদা : কবীর সুমন
‘ভারত বয়কট হোক’
ইসরায়েলকে ‘গণহত্যায় দায়ী বর্ণবাদী রাষ্ট্র’ ঘোষণা করলো মর্যাদাপূর্ণ অক্সফোর্ড ইউনিয়ন
সকালে ঝলমলে রোদ,সন্ধ্যা নামতেই শীতে কাঁপছে পঞ্চগড়
বাংলাদেশের ওপর দিয়ে ভারতকে ব্যান্ডউইথ নেওয়ার অনুমতি দেয়নি বিটিআরসি
আজ ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস
সময় এসেছে নতুন এক দৃষ্টিভঙ্গির, ভারতকে নিয়ে বার্তা হাসনাতের
আসছে নতুন টাকা, থাকছে জুলাই বিপ্লবের গ্রাফিতি
রায়গঞ্জে ৮ ইউনিয়ন পরিষদে প্রশাসকে বরণ করে নিলেন সাধারণ মানুষ
চাঁদপুরে দুই কোটি টাকার ব্রিজে উঠতে লাগে মই দিয়ে
ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
খুনি হাসিনা সরকারের অর্থপাচারের তথ্য পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত হবে’