হেরেই চলেছে সিটি, জয়ের ধারায় আর্সেনাল
২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০২ এএম
ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ের ধারায় ফিরলো আর্সেনাল। শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ক্রিস্টাল প্যালেসকে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে মিকেল আর্তেতার দল। লিগ কাপে হ্যাটট্রিকের আলো ছড়ানোর তিন দিনের কম সময়ে একই দলের বিপক্ষে ফের মাঠে নেমে দুইবার জালে বল পাঠালেন গাব্রিয়েল জেসুস। গত বুধবার এই দলের বিপক্ষেই শুরুতে পিছিয়ে পড়ার পর, জেসুসের দারুণ হ্যাটট্রিকে ৩-২ গোলে জিতে লিগ কাপের সেমি-ফাইনাল ওঠে আর্সেনাল। প্রায় এক বছরের মধ্যে প্রিমিয়ার লিগে প্রথম জালের দেখা পেলেন জেসুস। লিগে আগের গোলটি তিনি করেছিলেন গত জানুয়ারিতে।
ম্যাচের ৬ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন এই ব্রাজিলিয়ান। পাল্টা জবাব দিতে অবশ্য দেরি করেনি প্যালেস। ১১ মিনিটে বাঁ দিক দিয়ে ওঠা আক্রমণে সতীর্থের পাস ধরে বক্সে ঢুকে জোরাল শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন সেনেগালের ফরোয়ার্ড ইসমাইলা সার। আত্মবিশ্বাসে ভরপুর জেসুসের নৈপুণ্যে আর্সেনালের ফের এগিয়ে যেতেও দেরি হয়নি। গোল হজমের তিন মিনিট পরই কর্নার থেকে বল পেয়ে জোরাল শটে পোস্ট ঘেঁষে গোল করেন জেসুস। ম্যাচের বাকি সময়ে আর ক্রিস্টাল প্যালেসকে দাঁড়াতেই দেয়নি আর্সেনাল। জেসুসের জোড়া গোলের পর জালের দেখা পান কাই হাভার্টজ, গাব্রিয়েল মার্তিনেল্লি ও ডেকলান রাইস।এবারের লিগে প্যালেসের এটি সপ্তম পরাজয়।
এদিকে, দিনের আরেক ম্যাচে আবারও হেরে গেছে ম্যানচেস্টার সিটি। কক্ষচ্যুত পেপ গার্দিওয়ালার দল অ্যাস্টন ভিলার মাঠে ২-১ গোলে হেরে নেমে গেছে। দিনে দিনে ব্যর্থতা যেন আরও আষ্টেপৃষ্ঠে চেপে ধরছে ম্যানচেস্টার সিটিকে। অ্যাস্টন ভিলার আঙিনায় একেবারে শেষমুহূর্তে জালের দেখা পেলেও পরাজয় এড়াতে পারেনি প্রিমিয়ার লিগের টানা চারবারের চ্যাম্পিয়নরা। ভিলা পার্কে শনিবার লিগ ম্যাচটি ২-১ গোলে জিতেছে স্বাগতিকরা। জন দুরানের গোলে ভিলা শুরুতে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মর্গ্যান রজার্স। শেষ দিকে ব্যবধান কমান ফিল ফোডেন। প্রিমিয়ার লিগে এই নিয়ে টানা দুই এবং সবশেষ আট ম্যাচে ছয়টিতে হারল সিটি। জিতেছে মাত্র একটি, অন্যটি ড্র। ভিলার মাঠে এই নিয়ে টানা তিনটি লিগ ম্যাচে জিততে ব্যর্থ হলো সিটি। এখানে ২০২২ সালে ১-১ ড্রয়ের পর গত ডিসেম্বরে গার্দিওয়ালার দল হেরেছিল ১-০ গোলে। দারুণ এই জয়ে পয়েন্ট টেবিলে দুই ধাপ এগিয়েছে ভিলা। ১৭ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আর্সেনাল। ১৭ ম্যাচে আট জয় ও চার ড্রয়ে ২৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে উঠেছে অ্যাস্টন ভিলা। এক ধাপ নিচে নেমে যাওয়া সিটির পয়েন্ট ২৭।
ম্যাচের ১৬ মিনিটে গোল পেয়ে যায় স্বাগতিকরা। ইংলিশ ফরোয়ার্ড মর্গান রজার্স বক্সে ডান দিকে পাস দেন দুরানকে। বল পেয়ে জোরাল শটে দলকে এগিয়ে নেন কলম্বিয়ার ফরোয়ার্ড জন দুরান। যদিও ম্যাচ শুরুর প্রথম ৩০ মিনিট ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখেও গোল আদায় করতে পারেনি সিটি। ৩৫ মিনিটে প্রথম সহজ সুযোগ তৈরি করে ম্যান সিটি। তবে ফিল ফোডেনের সেই প্রচেষ্টা ঝাঁপিয়ে রুখে দেন ভিলা গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুন করে অ্যান্টন ভিলা। ডি বক্সে সতীর্থের পাসে কোনাকুনি শটে ওর্তেগাকে পরাস্ত করেন মর্গান রজার্স। খেলা শেষের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে ফোডেনের গোলে ক্ষণিকের জন্য খেলায় প্রাণ ফেরে। তবে নতুন কোনো নাটকীয়তা আর জাগাতে পারেনি সিটি।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
প্রোটিয়াদের হোয়াইট ওয়াশ করে পাকিস্তানের ইতিহাস
৯ গোলের উৎসবে লিভারপুলের বড় জয়
বড়দিনের ছুটির আগে রিয়ালের বড় জয়
ঘরের মাঠেই বিধ্বস্ত ইউনাইটেড
গোলশূন্য ড্রয়ে থামল চেলসির জয়রথ
এনার্জিপ্যাকের বার্ষিক সাধারণ সভায় ব্যবসায়িক প্রবৃদ্ধির সম্ভাবনার ওপর গুরুত্বারোপ
আমার খাবার কি ফর্টিফায়েড?
হাসিনা পরিবারের নামে ১৩ বিশ্ববিদ্যালয়, ইউজিসি তাকিয়ে আছে সরকারের দিকে
ব্র্যাক ব্যাংকের রেমিটেন্স অ্যাওয়ার্ড অর্জন
দিনাজপুর জেলা শিক্ষা অফিসারের বিদায়ী সংবর্ধনা
নরসিংদীর শিবপুরে প্লাস্টিক কারখানা আগুনে পুড়ে ছাই
ডিসেম্বরে রেমিট্যান্স শূন্য যে ১০ ব্যাংকে
বিএনপি নির্বাচন ছাড়া ক্ষমতায় আসতে চায় না: আব্দুস সালাম
সরকারের আশ্বাসে শাহবাগ থেকে সরে গেলেন বিএসএমএমইউ ট্রেইনি চিকিৎসকরা
সাকাকে হারিয়ে চিন্তিত আর্সেনাল কোচ
৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রস্তাব জমা হবে : বদিউল আলম মজুমদার
সিনিয়র সচিব ড. নাসিমুল গনিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বদলী
মানিকগঞ্জের ঘিওরে ছাত্রদল নেতা লাভলু হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন
বঙ্গবাজার পুড়ে যাওয়া মামলায় একজন গ্রেফতার
জনগণের প্রত্যাশা পূরণে অন্তর্বর্তীকালীন সরকার ধীর গতিতে চলছে: আমিনুল হক