বাংলাদেশ গেমস নিয়ে বিওএ’র ভাবনা
০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৬ এএম | আপডেট: ০৪ জানুয়ারি ২০২৫, ১২:২৬ এএম
বিশ্ব ক্রীড়াঙ্গনে অলিম্পিক গেমস, এশিয়ান গেমস ও কমনওয়েলথ গেমস নিয়মিতই অনুষ্ঠিত হচ্ছে। তবে তাতে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ একেবারেই সীমিত। আন্তর্জাতিক গেমসগুলোর মধ্যে সাউথ এশিয়ান (এসএ) গেমসেই কেবল বাংলাদেশের অধিকাংশ তারকা ক্রীড়াবিদরা অংশ নিতে পারেন। সেই গেমসেরও খবর নেই প্রায় অর্ধযুগ। তাই দেশের ক্রীড়াবিদদের মানোন্নয়নের জন্য একমাত্র পথ লাল-সবুজের অলিম্পিক খ্যাত ‘বাংলাদেশ গেমস’। এ বছরেই ক্রীড়াবিদদের কাক্সিক্ষত এই গেমস আয়োজন করার কথা ভাবছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)।
২০১৯ সালে এসএ গেমস পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু তা কয়েক দফায় পিছিয়ে সবশেষ চলতি বছরের ফেব্রুয়ারিতে আনা হয়েছিল। তবে অবস্থাদৃষ্টে বুঝা যাচ্ছে এসএ গেমস আয়োজনে এখনো সক্ষম নয় দেশটি। অথচ গেমস আয়োজনের অধিকার ছাড়ছেও না তারা। তাই বিওএর মনযোগ এখন বাংলাদেশ গেমসের দিকে। ১৯৭৮ সালে শুরু হয়ে বাংলাদেশ গেমস ২০০২ সালের পর দীর্ঘদিন বন্ধ ছিল। ২০১৩ সাল থেকে পুনরায় এই গেমস শুরু হয়। সবশেষ আসর অনুষ্ঠিত হয়েছিল ২০২১ সালে। এছাড়া ২০১৭ সাল থেকে তরুণদেরর জন্য আলাদা গেমসও আয়োজন করছে বিওএ। যার নাম দেওয়া হয়েছে বাংলাদেশ যুব গেমস। দুই বছর অন্তর অন্তর যুব ও বাংলাদেশ গেমস আয়োজন করে আসছে বিওএ। সেই অনুযায়ী ২০২৫ সালে গেমসের নতুন আসর আয়োজন হওয়ার কথা। গত বছরের শেষ দিকে বিওএর শূন্য সভাপতি পদে নির্বাচিত হন বর্তমান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান। এরপর বিওএর প্রথম নির্বাহী সভাতেই বাংলাদেশ গেমসের উপর গুরুত্বারোপ করেন তিনি। এ বছর এই গেমসটি আয়োজনের কথা বলেন বিওএর নতুন সভাপতি। তবে কবে নাগাদ গেমস আয়োজন করা সম্ভব হবে সেই সিদ্ধান্ত এখনো হয়নি। জানা গেছে, বিওএর পরবর্তী নির্বাহী কমিটির সভায় বাংলাদেশ গেমসের দিনক্ষণ নির্ধারণ করা হবে। বাংলাদেশ গেমসের গত পাঁচ আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন বাংলাদেশ আনসারের ক্রীড়াবিদরা। এবারও তাদের লক্ষ্য শিরোপা ধরে রাখা। সে লক্ষ্যে বিভিন্ন খেলাধুলায় অংশ নিয়ে নিজেদের তৈরী করছেন তারা। আনসারের এক সিনিয়র কোচ বলেন, ‘গত পাঁচ আসরে সাবেক সহকারী পরিচালক (ক্রীড়া ও সংস্কৃতি) রায়হান উদ্দিন ফকির ক্রীড়াবিদদের উৎসাহের পাশাপাশি সাংগঠনিকভাবে বেশ দক্ষতার পরিচয় দিয়েছেন। এবার তিনি নেই। তবে আনসার তাদের লক্ষ্যে পৌঁছার জন্য সবরকম প্রস্তুতি নেবে।’
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
মির্জাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার পদ স্থগিত
বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার নাগরিক
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নাসির মহাসচিব নেওয়াজ
আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপর বই লেখার আহ্বান প্রধান বিচারপতির
রোমানিয়ায় কূটনীতিক মহসিনকে শাস্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
লক্ষ্মীপুরে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, ৩৯ হাজার টাকা জরিমানা
দক্ষিণ এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশীপে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত
ভাড়াটিয়াসহ মালিককে বের করে বসত বাড়ি দখল
যে মামলায় আটক লতিফ বিশ্বাস
নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুতি নিতে হবে
প্রশাসন সংস্কারে কঠোর হতে হবে
অসভ্য নগরীতে পরিণত ঢাকা
মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা
সমুদ্রে ক্ষয়যোগ্য শক্ত প্লাস্টিক ব্যবহার করা যাবে গাড়িতেও
উৎসবে আতশবাজি নিষিদ্ধে হাজারও মানুষের আবেদন
বাথরুমের নাম করে গয়না নিয়ে পালালেন কনে
অর্থ, রসিদ বই নিয়ে পালিয়ে গেল ইসকনের কর্মী
পণবন্দীর ভিডিও প্রকাশ হামাসের ইসরাইলে মুক্তির দাবিতে বিক্ষোভ