সাবালেঙ্কার হ্যাটট্রিক স্বপ্ন গুড়িয়ে নতুন রানি কিস
২৬ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫, ১২:০৫ এএম
নতুন রানি পেল অস্ট্রেলিয়ান ওপেন। মেয়েদের ফাইনালে গতকাল ফেবারিট আরিনা সাবালেঙ্কাকে ৬-৩, ২-৬, ৭-৫ গেমে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন ম্যাডিসন কিস। যুক্তরাষ্ট্রের নারী খেলোয়াড় ১৪ বছরের চেষ্টায় অবশেষ জিতলেন গ্র্যান্ড সøাম একক। ২ ঘণ্টা ২ মিনিটের লড়াইয় শেষে শীর্ষ বাছাই সাবালেঙ্কাকে হারানো কিস ছিলেন এবারের অস্ট্রেলিয়ান ওপেনের ১৯তম বাছাই। সেমিফাইনালে দ্বিতীয় বাছাই ইগা সিওনতেককে হারিয়ে ফাইনালে ওঠা ২৯ বছর বয়সী কিস প্রথম সেটটি জেতেন ৬-৩ গেমে।
টানা দুবারের চ্যাম্পিয়ন সাবালেঙ্কা দ্বিতীয় সেটে দুর্দান্তভাবেই ঘুরে দাঁড়ান। কিসকে ৬-২ গেমে গুঁড়িয়ে দিয়ে হ্যাটট্রিকের স্বপ্নে রং চড়ান সাবালেঙ্কা। তবে রোমাঞ্চকর তৃতীয় সেট শেষে শেষ হাসিটা হাসলেন কিসই। শেষ পয়েন্টটা পেয়েই মুখ ঢেকে ফেলা কিস একটু পরই ছুটে গেলেন স্বামী বিওর্ন ফ্রাতাঞ্জেলোর কাছে। ২০২৩ সালে যিনি কিনা আবার কিসের কোচও।
অস্ট্রেলিয়ান ওপেনে ১৯তম বাছাই হলেও ডব্লুটিএ র্যাঙ্কিংয়ে কিস বিশ্বের ১৪ নম্বর খেলোয়াড়। সেই কিস এর আগে একবারই কোনো গ্র্যান্ড সøামের ফাইনালে উঠতে পেরেছিলেন। সেটি ২০১৭ সালের ইউএস ওপেনে। ঘরের মাঠে স্বদেশি সেøান স্টিভেন্সের কাছে হেরে গিয়েছিলেন কিস। সেমিফাইনালে দ্বিতীয় বাছাই, ফাইনালে শীর্ষ বাছাই শিকার- ২০০৫ সালের পর অস্ট্রেলিয়ান ওপেনে শীর্ষ দুই বাছাইকে হারানোর কীর্তি গড়লেন কিস। তাতে মার্টিনা হিঙ্গিসের কীর্তি ছোঁয়ার সুযোগ হারালেন সাবালেঙ্কা। অস্ট্রেলিয়ান ওপেনের নারী এককে সর্বশেষ হ্যাটট্রিক শিরোপা জিতেছিলেন সুইস তারকা হিঙ্গিস।
এদিকে, বেন শেল্টনকে সরাসরি সেটে জিতে টানা দ্বিতীয়বারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন গতবারের জয়ী ইয়ানিক সিনার। ইতালিয়ান তারকার জয়ের ধারা পৌঁছে গেল টানা ২০ ম্যাচে। গতপরশু মেলবোর্নের রড লেভার অ্যারেনায় দ্বিতীয় সেমি-ফাইনালে ৭-৬ (৭-২), ৬-২, ৬-২ গেমে জেতেন র্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড়।
আজকের ফাইনালে ২৩ বছর বয়সী সিনার খেলবেন আলেক্সান্দার জভেরেভের বিপক্ষে। প্রথম সেমি-ফাইনালে প্রথম সেটের পর মেলবোর্নে রেকর্ড ১০ বারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচ সরে দাঁড়ালে ফাইনালে জায়গা করে নেন র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা জার্মানির ২৭ বছর বয়সী জভেরেভ।
১৯৯৩ সালে জিম কুরিয়ারের পর সবচেয়ে কম বয়সী পুরুষ খেলোয়াড় হিসেবে একাধিকবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন সিনার। এখন প্রথম ইতালিয়ান হিসেবে তিনটি গ্র্যান্ড সø্যাম জয়ের হাতছানি তার সামনে। এক বছর আগে মেলবোর্নেই তিনি জেতেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড সø্যাম। পরে ট্রফি উঁচিয়ে ধরেন ইউএস ওপেনে।
হার্ড-কোর্ট সø্যামেও (অস্ট্রেলিয়ান ওপেন ও ইউএস ওপেন) টানা ২০ ম্যাচ জিতলেন তিনি। হার্ড-কোর্ট সø্যামে সবশেষ তাকে হারাতে পেরেছেন জভেরেভ, ২০২৩ ইউএস ওপেনে। সব মিলিয়ে এই দুজন এখন পর্যন্ত মুখোমুখি হয়েছেন ছয়বার। যেখানে চারবার হেরেছেন সিনার। জভেরেভ ক্যারিয়ারে আগে দুবার গ্র্যান্ড সø্যামের ফাইনালে হেরেছেন, ২০২০ ইউএস ওপেন ও ২০২৪ ফরাসি ওপেন।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
ইন্দুরকানীতে নারীর ভাসমান লাশ উদ্ধার
ফুটপাতে অবৈধ দোকানপাট উচ্ছেদ ও মহাসড়কে অবৈধ থ্রি হুইলার চলাচল বন্ধে অভিযান
এক্সিলেন্স বাংলাদেশের আয়োজনে ‘বন্ধু তোমার লাল টুকটুকে স্বপ্ন বেচোনা’
গোয়ালন্দে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ অনুষ্ঠিত
বরিশালকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল খুলনা
ইবিতে দুই হাজার শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ
সিরাজদিখানে প্রতিপক্ষের হামলায় আহত সৌদি প্রবাসীর ১২ দিন পর মৃত্যু
হাতিয়ায় বন্দোবস্ত দেয়া ভূমি নিয়ে ষড়যন্ত্র, ভূমিহীনদের মানববন্ধন
শিক্ষকদের উপর পুলিশি হামলার প্রতিবাদে ইবিতে বিক্ষোভ মিছিল
ঠাকুরগাঁওয়ে কাজ রেখে উধাও ঠিকাদার, ভোগান্তিতে পথচারী
আইসিসির বর্ষসেরা হয়ে ওমরজাইয়ের ইতিহাস
লাকসাম -মনোহরগঞ্জে পৃথক স্থান থেকে ২ জনের মরদেহ উদ্ধার
হাসিনার রক্তাক্ত অধ্যায়ের পর আওয়ামী লীগের পুনরুত্থান কি সম্ভব?
পাকুন্দিয়ায় ব্যাবস্থাপত্র ছাড়াই চলছে অ্যান্টিবায়োটিক বিক্রি
চাটমোহরে সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল আলিম আটক
ভোটে আইনশৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনীকে যুক্ত করলে আস্থা বাড়বে: ইসি সানাউল্লাহ
আর্জেন্টিনার হোঁচট, ঘুরে দাঁড়াল ব্রাজিল
টেবিলের নিচে টাকা দেওয়ার চেয়ে বাড়তি ভ্যাট ভালো: অর্থ উপদেষ্টা
জীবন-জীবিকার তাগিদে জেলে পেশায় বরগুনার সংগ্রামী নারী মীম: দাবি পেশার স্বীকৃতি
৪৪তম বিসিএসে ৯০০ প্রার্থীর মৌখিক পরীক্ষার সূচি প্রকাশ