আওয়ামী লীগের নেতৃত্বের জোটে যেতে চায় ইসলামী দলগুলো
১৩ মার্চ ২০২৩, ১০:৩১ পিএম | আপডেট: ২৯ এপ্রিল ২০২৩, ০৬:১৪ পিএম
১৪ দলীয় জোটের বাইরে ইসলামি দলগুলো নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ আলাদা জোট করতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন দলটির উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। এ বিষয়ে ক্ষমতাসীন বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম নীতি-নির্ধারক ও ১৪ দলের সমন্বয়ক আমু বলেন, আমাদের সঙ্গে ইসলামি অনেক দল জোট করতে চায়। কিন্তু আমি আগেও বলেছি আমরা একটা আদর্শিক জোট। তারা যদি আলাদাভাবে নিজেরাই জোট গঠন করে তবে তাদের প্রতি আমাদের সমর্থন বা সরকারের সমর্থন থাকবে। যেমন তারা আমাদের কর্মসূচিতে আসলো আমরাও গেলাম বা প্রতিনিধি পাঠালাম। কিন্তু ১৪ দল একটা আদর্শভিত্তিক জোট। এখানে অন্যকোনো ইসলামি দলকে নেওয়া সম্ভব নয়। গতকাল সোমবার রাজধানীর ইস্কাটনে ১৪ দলীয় জোটের সমন্বয়ক আমির হোসেন আমুর নিজ বাসভবনে জোটের সভায় তিনি এ মন্তব্য করেন।
মহাজোটেও ইসলামি দলগুলোকে চায় না ১৪ দলের নেতারা জানিয়ে আমু বলেন, এখানে অন্য কোনো ইসলামি দলকে নেওয়া সম্ভব নয়। তারা যদি আলাদাভাবে নিজেরাই জোট গঠন করে তবে তাদের প্রতি জোটের সমর্থন বা সরকারের সমর্থন থাকবে। জানা যায়, সুবিধাবাদী কিছু ইসলামী ধারার দল কিছু পেতে আওয়ামী লীগের সঙ্গে জোটে যেতে চায়। ওই দলগুলোর নেতারা আওয়ামী লীগের নেতাদের বাসায় বাসায় ঘুরে এ নিয়ে দেনদরবার করছেন বলে জানা গেছে।
১৪ দলীয় জোটের বিষয়ে জোটের সমন্বয়ক আমু বলেন, ১৪ দলকে হালুয়া রুটির দল নয়, ১৪ দল আদর্শিক জোট। এখানে কোনো ফাঁটল নেই। যেহেতু আদর্শের ভিত্তিতে গড়ে উঠেছে, অনেক দল অনেক কিছু পায়নি, তারপরও জোটে আছে। দ্বিধাবিভক্তি নেই দাবি করে আমু বলেন, ১৪ দল নিয়ে আমরা এগিয়ে যেতে চায়। সংবিধানের চার মূলনীতির উপরে জিয়া সংবিধানের উপর আঘাত করেছিল। জিয়া এদেশে সাম্প্রদায়িক রাজনীতির প্রবেশ ঘটিয়েছিল। এই দেশে সংবিধান নিয়ে কথা বলার অধিকার দেওয়া হবে না।
সংবাদ সম্মেলন শেষে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, ১৪ দলীয় জোটে সমন্বয়ের অভাব আছে। সে বিষয়ে সভায় কথা বলেছি।
১৪ দলীয় জোটের এ সভায় সমন্বয়ক আমির হোসেন আমু›র সভাপতিত্বে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী, কমিউনিস্ট কেন্দ্রের যুগ্ম আহ্বায়ক ডা. অসিত বরন রায়, বাংলাদেশের গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাৎ হোসেন, গণআজাদী লীগের সভাপতি অ্যাডভোকেট এস কে সিকদার, বাসদের আহ্বায়ক রেজাউর রশিদ খান, জাতীয় পার্টি জেপির সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, গণতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি জাকির হোসেন উপস্থিত ছিলেন। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলটির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভেকেট মৃনাল কান্তি দাস উপস্থিত ছিলেন।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
পদ্মা সেতু হয়ে বেনাপোল স্টেশন থেকে ৯২৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে গেল ‘রূপসী বাংলা’ ট্রেন, উৎফুল্ল যাত্রীরা
'মেসির সম্মান রক্ষার্থেই বার্সা ছাড়েন নেইমার'
সারাদেশে নৌযান শ্রমিকদের কর্মবিরতির আল্টিমেটাম মোংলায় প্রতিবাদ সভা এবং বিক্ষোভ
সংস্কার কার্যক্রমের ওপর নির্ভর করছে নির্বাচনের সূচি: আসিফ মাহমুদ
সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ার চূড়ান্ত অনুমোদন
ইজতেমার মাঠে মুসল্লিদের উপর বর্বর হামলার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
কলাপাড়ায় দিনমজুরের বসত ঘর পুড়ে ছাই
মেলবোর্নে অনিশ্চিত হেড, অভিষেক হচ্ছে কনস্টাসের
বিমানবন্দরে বিজিবির সাবেক মহাপরিচালক আটক
ব্রাহ্মণবাড়িয়ায় আন্ত:ক্যাডার বৈষম্য নিরসন পরিষদের কলমবিরতি
এস আলমের চিনি, ইস্পাত ও ব্যাগ কারখানা বন্ধ ঘোষণা
পটুয়াখালীতে সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার দুর্যোগের প্রভাব বিষয়ক প্রজেক্ট ওরিয়েন্টশন
ফরিদপুরে মেডিকেল কলেজ হাসপাতালে ধাক্কা লাগাকে কেন্দ্র করে চিকিৎসকে মারধোর
মুফতি মুতাজ সভাপতি মুফতি শুয়াইব সাধারণ সম্পাদক নির্বাচিত
নওগাঁয় দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত
সিরিয়ায় বিমান চলাচল স্থগিত করল ইরান
যুক্তরাষ্ট্রে খুন মাদক পাচারকারী সুনীল যাদব, দায় নিল বিষ্ণোই গ্যাং
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডার: স্বজনদের দাবি পরিকল্পিত হত্যাকান্ড
বাগেরহাটে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত
কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৩০ হাজার টাকা জরিমানা