‘গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য রাজনৈতিক মামলা-গ্রেফতার এড়াতে হবে’

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১২ মার্চ ২০২৩, ১১:২৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৮:৫৫ পিএম

বাংলাদেশের আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে গ্রেপ্তার বা আইনি মামলা এড়ানোর মাধ্যমে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরি করার পরামর্শ দিয়েছেন ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান। গতকাল রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ‘ইন্দো-প্যাসিফিক প্রেক্ষাপটে বাংলাদেশ-যুক্তরাজ্য অংশীদারিত্ব’ শীর্ষক আলোচনায় তিনি এ পরামর্শ দেন। গ্রহণযোগ?্য নির্বাচনের পরিবেশ সষ্টি করতে হবে।

ব্রিটিশ ইন্দো-প্যাসিফিক প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান বলেন, বাংলাদেশের জাতীয় নির্বাচনে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা তৈরি করতে একে অপরের সঙ্গে কাজ করার মাধ্যমে যেকোনো ধরনের সহিংসতা এড়িয়ে যাওয়া সম্ভব। বিশ্বাসযোগ্য নির্বাচন গুরুত্বপূর্ণ। এটি করা গেলে সংবিধানের সঠিক মূল্যায়ন করা হবে।

একটি সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারকে স্বাগত জানিয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের অংশগ্রহণের সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করছি, নির্বাচন নিয়ে নির্বাচন কমিশন তাদের অঙ্গীকার রাখবে।

মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসনই এ সমস্যার একমাত্র সমাধান উল্লেখ করে ট্রিভেলিয়ান বলেন, রোহিঙ্গা সমস্যার একমাত্র সমাধান হচ্ছে নিরাপদ ও স্বেচ্ছায় রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরে যাওয়া। এ ব্যাপারে বিশ্ব সম্প্রদায়, বাংলাদেশ ও মিয়ানমারকে একসঙ্গে কাজ করতে হবে।

রোহিঙ্গাদের সহযোগিতার জন্য যুক্তরাজ্যের অর্থায়ন অব্যাহত রাখার আশ্বাস দেন দেশটির প্রতিমন্ত্রী ট্রিভেলিয়ান।
এ সময় নির্বাচন সুষ্ঠু ও অবাধ করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রী এ বিষয়ে টুইটবার্তায় বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। রোহিঙ্গা সংকটের সমাধান না হওয়া পর্যন্ত বাংলাদেশের অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়েছি। এছাড়া ব্যবসা-বাণিজ্য, মানবাধিকার, গণতন্ত্র, পরিবেশ ও জলবায়ু বিষয়ক চ্যালেঞ্জ মোকাবিলায় কীভাবে কাজ করা যায় সে বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হওয়া বৈঠক বিষয়ে টুইটবার্তায় ট্রেভেলিয়ান বলেন, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রোহিঙ্গা সংকট, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমাদের সমর্থনের বিষয়েও জানিয়েছি।

আলোচনা অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম ইন্দো-প্যাসিফিক নিয়ে বাংলাদেশের কৌশল তুলে ধরেন। তিনি বলেন, বাংলাদেশ ইন্দো-প্যাসিফিকে কোনো সামরিক জোটের সঙ্গে নেই। বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক তথা অর্থনৈতিক আইপিসে থাকার বিষয়ে নীতিগতভাবে অটল সিদ্ধান্তে রয়েছে। এসময় প্রতিমন্ত্রী পুনরায় ঢাকা ও লন্ডনের মধ্যে বিমান চালুর বিষয়ে ব্রিটিশ প্রতিমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

আলোচনা অনুষ্ঠান শেষে বাংলাদেশ-যুক্তরাজ্যের মধ্যে জলবায়ু পরিবর্তন বিষয়ক একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং যুক্তরাজ্যের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন দেশটির ইন্দো-প্যাসিফিক বিষয়ক প্রতিমন্ত্রী।

চুক্তি প্রসঙ্গে শাহরিয়ার আলম বলেন, এ চুক্তির মাধ্যমে কপ-২৬ ও কপ-২৭ এ যেসব সিদ্ধান্ত হয়েছে সেগুলো বাস্তবায়নে যুক্তরাজ্য-বাংলাদেশ একসঙ্গে কাজ করবে। আমাদের অনেক দিনের দাবি লস অ্যান্ড ডেমেজে যে সিদ্ধান্তগুলো হয়েছে সেগুলো বাস্তবায়নে বাংলাদেশ-যুক্তরাজ্য কাজ করবে।

যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী অ্যান-মেরি ট্রেভেলিয়ান গত শুক্রবার প্রথমবারের মতো বাংলাদেশ সফরে আসেন। শনিবার তিনি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন ব্যক্তিগত সহকারী শাওমা মহাপত্র, ঢাকায় ব্রিটিশ দূতাবাসের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও ঢাকায় মিয়ানমার দূতাবাসের পরিচালক মো. বারিকুল ইসলাম।

ক্যাম্পে নিপীড়নের শিকার রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন ট্রেভেলিয়ান। এছাড়া ক্যাম্পে চলমান বিভিন্ন সংস্থার কার্যক্রমেরও খোঁজখবর নেন।


বিভাগ : আজকের পত্রিকা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই অংশ নেবেন: ওবায়দুল কাদের

উপজেলা নির্বাচনে বিএনপির অনেকেই অংশ নেবেন: ওবায়দুল কাদের

সীমান্তে বাংলাদেশীদের হত্যা-নির্যাতনের বিচার পতাকা বৈঠকেই আটকা বিজিবি

সীমান্তে বাংলাদেশীদের হত্যা-নির্যাতনের বিচার পতাকা বৈঠকেই আটকা বিজিবি

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পরিষদের ৫১তম সভা অনুষ্ঠিত

কমিউনিটি ব্যাংকের পরিচালনা পরিষদের ৫১তম সভা অনুষ্ঠিত

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খানের দাফন সম্পন্ন

কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি রমিজ খানের দাফন সম্পন্ন

রৌমারীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় স্কুল ছাত্রের আত্মাহত্যা

রৌমারীতে মোটরসাইকেল কিনে না দেয়ায় স্কুল ছাত্রের আত্মাহত্যা

ব্র্যাক ব্যাংকের এমডির শেয়ার বিক্রির ঘোষণা

ব্র্যাক ব্যাংকের এমডির শেয়ার বিক্রির ঘোষণা

সেনবাগে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

সেনবাগে মাদরাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু

দর্শনায় রেললাইনের পাশ থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

দর্শনায় রেললাইনের পাশ থেকে রক্তাক্ত লাশ উদ্ধার

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে ছাত্রলীগ নেতার মৃত্যু

ঈশ্বরগঞ্জে খাতনা করতে গিয়ে লিঙ্গ কেটে দিলো হাজাম

ঈশ্বরগঞ্জে খাতনা করতে গিয়ে লিঙ্গ কেটে দিলো হাজাম

দৌলতপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম

দৌলতপুরে স্ত্রী ও শাশুড়িকে কুপিয়ে জখম

ভার্মি কস্পোস্ট সার উৎপাদনে নারীদের ভাগ্য বদল

ভার্মি কস্পোস্ট সার উৎপাদনে নারীদের ভাগ্য বদল

পানি উৎসব দিয়ে সমাপ্ত হলো বৈসাবী উৎসব

পানি উৎসব দিয়ে সমাপ্ত হলো বৈসাবী উৎসব

মতলবে সালিস বৈঠকে সাবেক মেম্বারকে ঘুষি দিয়ে হত্যা : ঘাতক আটক

মতলবে সালিস বৈঠকে সাবেক মেম্বারকে ঘুষি দিয়ে হত্যা : ঘাতক আটক

চৌমুহনী বাজারে সিন্দুক ভেঙে ১ কোটি ৩৮ লাখ টাকা চুরি

চৌমুহনী বাজারে সিন্দুক ভেঙে ১ কোটি ৩৮ লাখ টাকা চুরি

বড়াইগ্রামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদ

বড়াইগ্রামে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদ

তিন জেলায় তিনজনের আত্মহত্যা

তিন জেলায় তিনজনের আত্মহত্যা

নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর

নিচে নেমে যাচ্ছে ভূগর্ভস্থ পানির স্তর

জ্ঞানভিত্তিক, আধুনিক ও মানবিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে : স্পিকার

জ্ঞানভিত্তিক, আধুনিক ও মানবিক মানুষ হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে হবে : স্পিকার

কুষ্টিয়ায় সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় চাই

কুষ্টিয়ায় সরকারি শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় চাই