রাজশাহী বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল
১২ মার্চ ২০২৩, ১১:৩৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৫:৩১ পিএম
বাসের ভেতর বসার মতো তুচ্ছ ঘটনায় সুপারভাইজারের সাথে বাকবিত-া। বিশ^বিদ্যালয় সংলগ্ন বিনোদপুর গেটে সেই ঘটনার সাথে যুক্ত হয় স্থানীয় এক দোকানী। এরপর রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয় ঘটনাটি। প্রায় ৪ ঘণ্টার ধাওয়া পাল্টা ধাওয়া, হামলা, স্থানীয়দের ইটপাটকেল ও পুলিশের ছোড়া রাবার বুলেট, গুলি ও অগ্নিসংযোগের ঘটনায় সবমিলিয়ে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে।
ঘটনার প্রতিবাদে গতকাল রোববার সকাল থেকে উত্তপ্ত হতে থাকে ক্যাম্পাস। পূর্বপরিকল্পিত ঘোষণা অনুযায়ী সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনে তালা লাগিয়ে আন্দোলন করতে থাকে শিক্ষার্থীরা। এসময় তারা প্রক্টরের পদত্যাগের দাবি জানায়। এখানে প্রায় ১ ঘণ্টা অবস্থান করে বিক্ষোভ মিছিল বেড় করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভিসির বাসভবনের সামনে এসে অবস্থান নেয় তারা।
আন্দোলনে ভিসি উপস্থিত হলেই শিক্ষার্থীরা আমাদের উপর হামলা কেন প্রশাসন জবাব চাই শ্লোগান দিতে থাকে। এসময় শিক্ষার্থীরা ভিসিকে বিনোদপুর (সংঘর্ষের ঘটনাস্থল) গিয়ে তাদের সাথে মানববন্ধন করার দাবি জানালে ভিসি এতে সম্মত না হয়ে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে বসতে রাজি হয়। কিন্তু বিক্ষুব্ধ শিক্ষার্থীরা তা মানতে নারাজ। তখনই শিক্ষার্থীরা তাঁকে অবরুদ্ধ করে আন্দোলন করতে থাকে। সেখানে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসি ও প্রক্টরের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকে। হাজারো শিক্ষার্থী এসময় ভিসিকে প্রায় দুই ঘণ্টা অবরুদ্ধ করে আন্দোলন চালিয়ে যায়। পরে রাবি শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ ছাত্রলীগ নেতাকর্মীদের প্রটোকলে নিজ বাসভবনে যেতে সক্ষম হয় ভিসি। এরপর থেকে আন্দোলন স্থমিত হয়ে যায়। ছাত্রলীগের এহেন কর্মকা-ে অসন্তোষ প্রকাশ করেছে সাধারণ শিক্ষার্থীরা।
এসময় ক্ষোভ প্রকাশ করে সাধারণ শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবিগুলোর তোয়াক্কা না করেই ছাত্রলীগ প্রটোকল দিয়ে ভিসিকে বাসভবনে পৌঁছে দিলো। আমাদের মাঝেই দুইটা গ্রুপ হয়ে গেল। তার মানে দুই শতাধিক শিক্ষার্থীর রক্ত বৃথা করে দিল ছাত্রলীগ।
একই সময়ে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে অবস্থান নেন শতাধিক শিক্ষার্থী। এসময় তারা ঢাকা-রাজশাহী মহাসড়ক গাছ, কাঠ ও টায়ার জ্বালিয়ে অবরুদ্ধ করে। তাদের বিপরীত পাশে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশ ও বিজিবি সদস্যরা।
এর আগে, গত শনিবার সন্ধ্যা ৬টা থেকে স্থানীয়দের সাথে শ্বিবিদ্যালয়ের শিক্ষার্থীরে সংঘর্ষ শুরু। ঘটনা সূত্রে জানা গেছে, বগুড়া থেকে মোহাম্মদ নামের একটি বাসে রাজশাহী আসছিলেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলামিন আকাশ। বাসে আসনে বসার ঘটনা নিয়ে তাঁর সঙ্গে বাসের চালক শরিফুল ও চালকের সহকারী রিপনের বাকবিত-া হয়। পরে বাসটি বিশ্ববিদ্যালয়ের বিনোদপুর গেটে পৌঁছালে রিপনের সঙ্গে ওই শিক্ষার্থীর পুনরায় বাকবিত-ার ঘটনা ঘটে। এ সময় স্থাানীয় এক দোকানদার এসে ওই শিক্ষার্থীর সঙ্গে তর্কে জড়ান। একপর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ঘটনাস্থালে জড়ো হয়ে ওই দোকানদারের ওপর চড়াও হন। এরপর স্থানীয় ব্যবসায়ীরা এক জোট হয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালান। তখন শিক্ষার্থীরাও তাঁদের পাল্টা ধাওয়া করেন। এর পর থেকে রণক্ষেত্রে পরিণত হয় বিনোদপুর।
এক পর্যায়ে বিনোদপুর গেটের কাছে থাকা পুলিশ বক্স ও কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। রাত ১০টা পর্যন্ত ক্যাম্পাস ও বিনোদপুর বাজারে মহাসড়ক দখলে ছিলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
এদিকে সংঘর্ষের প্রায় তিন ঘণ্টা পর শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে আসেন বিশ্ববিদ্যালয়ের ভিসি গোলাম সাব্বির সাত্তার। তবে তিনি গতকাল ও আজ সব ধরনের ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেন।
এ সময় ভিসি বলেন তোমাদের প্রতি অনুরোধ হলে ফিরে যাও। তোমাদের জন্য প্রশাসন সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে। রুমে যাও তোমরা। এ ঘটনায় প্রশাসন ব্যবস্থা নিচ্ছে। তবে এ ঘোষণা দেওয়ার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস বন্ধের প্রতিবাদ জানাতে থাকেন। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষনা দেয়া হয়।
তবে এরপরও শিক্ষার্থীরা ফিরে যায়নি। বিশ^বিদ্যালয়ের বিনোদপুর গেটে আবারও জড়ো হয়ে তারা স্থানীয় ও পুলিশদেরও ধাওয়া দিয়ে বাজার দখলে নিয়ে আবারও দোকানে হামলা ও ভাঙচুর করতে থাকে। এক পর্যায়ে মটোরসাইকেল, পুলিশ বক্স ও দোকানপাটে অগ্নিসংযোগ, পুলিশের গাড়ি ভাঙচুর, স্থানীয় ব্যবসায়ী ও শিক্ষার্থীদের সাথে সংঘর্ষের সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পুলিশের গুলিতে এসময় প্রায় ২০জন শিক্ষার্থী আহত হয়। এসময় বিনোদপুর বাজারে সাত প্লাটুন বিজিবিও মোতায়েন করা হয়। এরপর কিছুটা শান্ত হয় পরিবেশ।
ঘটনার রাতেই বিনোদপুরে মেসে যাওয়ার পথে স্থানীয়দের আক্রমণের শিকার হন কিছু শিক্ষার্থী। বিনোদপুরের কয়েকটি মেসে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করার চেষ্টা করেছে স্থানীয়রা এমন অভিযোগ করেন কয়েকজন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষের ঘটনায় হাসপাতালে আহত ৮৬ জনকে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে পুলিশের গুলিতে প্রায় ২০ জন ও আইসিইউতে আছে ১ জন। এছাড়া শতাধিকের বেশি শিক্ষার্থী বিশ^বিদ্যালয়ের মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।
অন্যদিকে সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিক্ষুব্ধ শিক্ষার্থীদের একটি অংশ রেললাইনের ওপর অবস্থান নেয়। ফলে রাজশাহী রেলওয়ে স্টেশনের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ ছাড়া অন্য সব জেলার ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। গত শনিবার রাত ১১টা থেকে রাত ২টা পর্যন্ত ক্যাম্পাসের চারুকলা অনুষদ ও রেলস্টেশনের দিকে এই অবস্থান নেয় শিক্ষার্থীরা।
তবে সংঘর্ষের এই ঘটনায় আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ চিকিৎসার সকল ব্যয়ভার বহনের সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা কর্তৃপক্ষের কাছে যেসব দাবি উত্থাপন করেছে সে বিষয়ে ভিসি সংবেদনশীল এবং এলাকাবাসী ও পুলিশের কতিপয় সদস্যের এসব কর্মকা-ের তীব্র নিন্দা জানান বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইতিমধ্যে স্থানীয় মতিহার থানায় এ ব্যাপারে একটি মামলা দায়ের করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রোববার বিকেল ৫টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পা-ে বিষয়টি জানান।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
রানার অটোমোবাইলস পিএলসির এজিএম সম্পন্ন
আগামী নির্বাচনে ধানের শীষের বিজয়ে ঐক্যবদ্ধ কাজের আহ্বান: এমরান আহমদ চৌধুরী
নকল পণ্য প্রতিরোধে আমদানির উপর শুল্ক কমানোর দাবি বাজারের ২০ শতাংশ খাদ্য মানহীন
লক্ষ্মীপুরে চুরির অপবাদে জনসম্মুখে যুবককে খুঁটিতে বেঁধে নির্যাতন, নাকে খত
বাঘায় মেয়াদ উত্তীর্ণ ৪ ইউপিতে প্রশাসক নিয়োগ
বিশ্বে বছরজুড়ে আলোচনায় যুদ্ধ, নির্বাচন ও মূল্যস্ফীতি
যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে : চীন
আওয়ামী দুঃশাসনের বিচার না হলে জুলাই আগষ্টের শহীদদের রক্তের সাথে বেঈমানী হবে: ডা. জাহিদ হোসেন
মেক্সিকোতে প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৭
মাথাপিছু ১৪০০ ডলারের চেক পাচ্ছেন ১০ লাখ মার্কিনি
৯১ শিশু খেলোয়াড়সহ ৬৪৪ ক্রীড়াবিদকে হত্যা করেছে ইসরাইল
মোজাম্বিকে ঘূর্ণিঝড় চিডোরে নিহত ৯৪
মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা পড়িয়ে সম্মানহানী
রাফালের আগমনে ভারত সীমান্তে উত্তেজনা বৃদ্ধি
উত্তর প্রদেশে নিহত ৩ খলিস্তানি নেতা
ভারতে বাল্যবিবাহবিরোধী অভিযানে আটক ৫০০০
মুজিবল্যান্ড বানিয়ে হিন্দুস্তানে থাকুক আ.লীগ : রাশেদ প্রধান
গ্রেফতার ভয়ে পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
পানামা খাল দখলের হুমকিকে ভর্ৎসনা পানামা প্রেসিডেন্টের
স্বৈরাচারের দোসর শাহরিয়ার আলমের স্ত্রী-সন্তানসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা