দুই শর্তেই বেগম জিয়ার মুক্তির মেয়াদ বাড়ানোর মতামত আইন মন্ত্রণালয়ের
১২ মার্চ ২০২৩, ১১:৩৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০২:১৩ পিএম
পূর্বতন ২টি শর্তেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরেক দফা বাড়ানোর পক্ষে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়।
গতকাল রোববার বিকেলে নিক দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান আইনমন্ত্রী, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রথম শর্ত সাপেক্ষে মুক্তি দেয়া হয়েছিল। সেটির সময় শেষ হলে তারা আবার নতুন আবেদন জানিয়েছিলেন। সেই আবেদনের প্রেক্ষিতে আমরা তাকে আগের মতো দুটি শর্ত সাপেক্ষে দ-াদেশ স্থগিতের মেয়াদ ৬ মাসের জন্য বাড়িয়েছি।
আনিসুল হক বলেন, শর্তগুলো আমি পরিষ্কার বলে দিতে চাই। তিনি ঢাকায় নিজ বাসায় থেকে তার চিকিৎসা করবেন, তার মানে তিনি হাসপাতালে যেতে পারবেন না তা নয়। তিনি হাসপাতালে যেতে পারবেন এবং ওই সময় তিনি দেশের বাইরে যেতে পারবেন না।
সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে নাকি বাড়ানোর সুপারিশ করা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, আমরা সুপারিশ করেছি। অতীতেও আমাদের সুপারিশের ভিত্তিতে সাজা স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে। আমার বিশ্বাস এবারও তেমনই হবে।
বেগম খালেদা জিয়া বাসায় থেকে রাজনীতি করতে পারবেন কি না- জানতে চাইলে আনিসুল হক বলেন, আমাদের দরখাস্তে যেটা বলা হচ্ছে, তিনি গুরুতর অসুস্থ। সে ক্ষেত্রে রাজনীতি করার প্রশ্নটা তো অবান্তর। তিনি মুক্ত, তিনি অসুস্থ, তিনি চিকিৎসা নিচ্ছেন। এখানে রাজনীতির কথা আসাটা আমার মনে হয়, কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, একজন অসুস্থ মানুষ কী করতে পারবে, কী করতে পারবেন না-আমি সেই নির্দেশনা দেব না। সবাই স্বীকার করছেন তিনি অসুস্থ।
এর আগে আইনমন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানিয়েছিলেন, বেগম খালেদা জিয়া রাজনীতি করতে পারবেন নাÑ এমন কোনো শর্ত ছিল না। এছাড়াই ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, বেগম খালেদা জিয়া বিদেশে চিকিৎসা নেয়ার যে আবেদন করা হয়েছে এবং সেই আবেদন সরকার নাকচ করে দিয়েছেÑ এ তথ্য ঠিক নয়।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
কিশোরগঞ্জের আওয়ামী লীগ নেতা আনোয়ার কামালসহ তিনজন গ্রেফতার
প্রেসিডেন্টের সঙ্গে তিন বাহিনীর প্রধানের সাক্ষাৎ
বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরো ও আটাবের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ
গাজায় যুদ্ধবিরতি ছাড়া বন্দী বিনিময় হবে না : হামাস
শান্তিরক্ষা মিশন মোতায়েন করতে চায় জাতিসংঘ হাইতিতে
চকরিয়ার বিএনপি নেতা আবু তাহের চৌধুরীর মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমদের শোক
পুতিন পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে দ্বিধা করবেন না : সার্বিয়া
ক্লাইমেট অর্থায়ন ইস্যুতে দেশগুলোর মধ্যে দ্বন্দ্ব
লালমোহনে দুই গ্রুপের সংঘর্ষে আহত যুবদল নেতা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
ট্রাম্পের অ্যাটর্নির বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আটকে গেল
‘ফিলিস্তিনের পর ইরান, সউদী ও তুরস্ক হবে পরবর্তী টার্গেট’
প্রতি বছর ৩ লাখ নথিবিহীন অভিবাসীকে বৈধতা দানের ঘোষণা স্পেনের
প্রেম-ভালোবাসা নিয়ে সবচেয়ে অসুখী দেশ জাপান-কোরিয়া
মুসলিম চিকিৎসক
শীর্ষে দিল্লি
সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সংবর্ধনা
ইসলামিক ফাউন্ডেশন এর বোর্ড অব গভর্নর সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীকে জমিয়াতুল মোদার্রেসীন ও দারুননাজাত মাদরাসা’র সম্বর্ধনা
বাংলাদেশ, নেপাল ও ভুটানের মধ্যে আঞ্চলিক সহযোগিতার আহ্বান
মানসিক সুস্থতায় কর্মবিরতি