ঢাকা   বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ | ১৫ অগ্রহায়ণ ১৪৩০

সুষ্ঠু নির্বাচনের স্বার্থে প্রয়োজনে পদত্যাগ করব : সাংবাদিকদের ইসি মো. আলমগীর

Daily Inqilab স্টাফ রিপোর্টার

১৭ মার্চ ২০২৩, ১২:১০ এএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:১১ পিএম

নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর বলেছেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কোনো ক¤েপ্রামাইজ করবো না। প্রয়োজনে নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে আমরা সরে যাবো, পদত্যাগ করবো। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে গতকাল সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি মো. আলমগীরকে এক সাংবাদিক প্রশ্ন করে যদি ক¤েপ্রামাইজ করতে হয় তাহলে কী করবেন। এর জবাবে তিনি বলেন, আমাদের ক¤েপ্রমাইজ করতে হলে এ চেয়ারে দেখবেন না। আমরা যে কাজের জন্য শপথ করেছি সেটা যদি না-ই করতে পারি তাহলে এ চেয়ারে থাকবো কেন? আমাদের কমিশনে যারা আছি সবার মনোভাব একই রকম। অবশ্যই আমরা সুষ্ঠু নির্বাচন করতে পারবো না এটা বিশ্বাস করি না। যদি তেমনটা মনে হয় তাহলে প্রয়োজনে দায়িত্ব থেকে সরে যাবো। বিদেশি দেশি কেউ কোনো চাপ দেয় না। আমরা বিশ্বাস করি আমরা আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করবো।

দলীয় সরকারের অধীনে ভোট সুষ্ঠু হবে না, এ ধারণা ভাঙার দায়িত্ব কার, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ভাঙার দায়িত্ব রাজনীতিবিদদের। এখানে নির্বাচন কমিশনের কিছু করার নেই। এটা রাজনৈতিক সমস্যা। রাজনৈতিক সমস্যা, রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। এ বিষয়টাতে আমাদের কিছু করার নেই। সংবিধানও সে দায়িত্ব আমাদের দেয়নি।

আলমগীর বলেন, আমাদের নির্বাচন কমিশনের দায়িত্ব হচ্ছে ভোট সুষ্ঠুভাবে পরিচালনা করা। নির্বাচনের তফসিল ঘোষণার আগে থেকেই লেভেল প্লেয়িং ফিল্ড (প্রার্থীদের সমান সুযোগ) থাকা। নির্বাচনে যারা অংশ নেবেন তারা স্বাধীনভাবে প্রচার করতে পারেন, ভোটাররা যাতে ভোটকেন্দ্রে এসে তাদের ইচ্ছেমতো পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন, ভোট গণনা যাতে সুষ্ঠুভাবে হয়। নির্বাচনের ফলাফল যাতে সঠিকভাবে প্রতিফলিত হয়, সেটা আমাদের দায়িত্ব। আমরা সে দায়িত্ব পালনের প্রতি শতভাগ অঙ্গীকারবদ্ধ। আমরা সেটা করবো। আমরা শুধু এটুকু বলতে পারি যে ধরনের সরকারই থাকুক না কেন। বর্তমান ইসি শততাগ সৎ, নিরপেক্ষ নির্বাচন করবে।

বিরোধী পক্ষ তো এটা মূল্যায়ন করছে না এ বিষয়ে তিনি বলেন, তারা কেন করছেন না তারাই ভালো বলতে পারবেন। তবে আমাদের এক বছরে কার্যক্রম দেখে তারা কি বলতে পারবেন আমরা নিরপেক্ষতা ভঙ্গ করেছি। অথবা দুই প্রার্থীর প্রতি আচরণ দুই রকম হয়েছে?

দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ ভোট করা সম্ভব-এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিশন চাইলে সেটা সম্ভব। বিশ্বের প্রায় সব দেশেই দলীয় সরকারের অধীনে নির্বাচন হয়। এটা নির্ভর করে নির্বাচন কমিশন কতটা সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করে। আমরা যদি আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করি (আমাদের ইচ্ছা আছে) অবশ্যই সুষ্ঠু নির্বাচন সম্ভব। অতীতে কেন পারেনি সেটা অতীতের কমিশন বলতে পারবেন। আগের কমিশন আর বর্তমান কমিশনের লোক হচ্ছে ভিন্ন। তাদের আচরণের সঙ্গে আমাদের আচরণ মিলবে না।

সংকট দূর করার জন্য সংলাপের দায়িত্ব কে নেবে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, সংবিধান কি সেই দায়িত্ব আমাদের দিয়েছে। আমাদের বিভিন্ন অংশীজন, সুশীল সমাজের মতামত নেওয়ার ক্ষমতা তো দেওয়া আছে। এখন আর হচ্ছে না। হয়তো পরবর্তীতে হতে পারে। সব রাজনৈতিক দলের সঙ্গে কথা হতে পারে। অর্থাৎ যাদের সহযোগিতা প্রয়োজন বলে আমরা মনে করি অথবা প্রয়োজন সুষ্ঠু, সুন্দর নির্বাচনের জন্য, তাদের সঙ্গে তো নির্বাচনের আগে কথা হতে পারে। সেটা তো থাকতে পারে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। এটা তো সবসময় আছে, যে নির্বাচন কমিশন যেকোনো সময় যেকোনো দলের সঙ্গে বসে বা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সিদ্ধান্ত নিতে পারি।

প্রশাসনে নিয়ন্ত্রণ রাখতে পারবেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, গাইবান্ধা উপ-নির্বাচন তারা বড় উদাহরণ। প্রশাসনের যারা কাজ করেছিলেন, যাদের গাফিলতি পাওয়া গেছে বা যারা অন্যায় কাজের সঙ্গে জড়িত ছিলেন তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিঠি দিয়েছি এবং সেটা মনিটরিং করেছি। কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে ইত্যাদি আমরা দু›এক সপ্তাহ পরপরই মনিটর করছি। প্রার্থীর সংশ্লিষ্টতা তো আমরা বলতে পারি না। যারা জড়িত ছিল তারা প্রার্থীর কথা বলেনি। তারা কেন বললো না সেটাই তো রহস্য। তাদের বারবার প্রশ্ন করা হয়েছে, তদন্ত কর্মকর্তারা বারবার প্রশ্ন করেছেন এমন কাজ করলেন কেন, তারা বলেছেন আমরা স্বেচ্ছায় করেছি। এখন তারা যদি বলেন স্বেচ্ছায় করেছি। তারা যদি কারো নাম বলতো আমরা ব্যবস্থা নিতাম।

তিনি বলেন, এখানে তো অনুমানভিত্তিক কোনো অ্যাকশন নেওয়া যায় না। যে কোনো প্রশাসনিক, বিচারিক বিষয়ে ব্যবস্থা নিতে হলে আপনাকে যা তদন্তে প্রমাণিত হবে তার ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। লেবেল প্লেয়িং ফিল্ডের বিষয়টি আমরা তফসিল ঘোষণা আগে দেখবো। আমাদের কিছু কৌশল থাকবে, যাতে সুষ্ঠু নির্বাচন করা যায়। সেই কৌশলগুলো তো আমরা বলবো না। অবশ্যই কিছু কৌশল থাকবে। নির্বাচন অবশ্যই সুষ্ঠু হবে গ্যারান্টি দিচ্ছি। এ চেয়ারে আমরা যতক্ষণ আছি সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করে।

 

 


বিভাগ : আজকের পত্রিকা


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

এই বিভাগের আরও

অতিরিক্ত মালবাহী গাড়িতে বেহাল দশা
কমলনগরে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার
সড়ক সংস্কারের দাবিতে বরগুনাবাসীর মানববন্ধন
২৪ ঘণ্টার মধ্যেই ওসি বদল
শিশু শিহাব হত্যার বিচার দাবিতে মানববন্ধন
আরও

আরও পড়ুন

ছাগলনাইয়ায় পৃথক দুটি অগ্নিকান্ডে ১১টি সিএনজি, ৩টি ঘর পুড়ে গেছে

ছাগলনাইয়ায় পৃথক দুটি অগ্নিকান্ডে ১১টি সিএনজি, ৩টি ঘর পুড়ে গেছে

৮ম দফা অবরোধে বগুড়ায় জামাতের বিক্ষোভ সমাবেশ

৮ম দফা অবরোধে বগুড়ায় জামাতের বিক্ষোভ সমাবেশ

রিজার্ভ নেমেছে ১৫.৮২ বিলিয়ন ডলারে

রিজার্ভ নেমেছে ১৫.৮২ বিলিয়ন ডলারে

বিএনপির অষ্টম দফার অবরোধ চলছে

বিএনপির অষ্টম দফার অবরোধ চলছে

ব্যর্থতা নিয়ে পদত্যাগ করছেন ইসরাইলি সামরিক গোয়েন্দা প্রধান

ব্যর্থতা নিয়ে পদত্যাগ করছেন ইসরাইলি সামরিক গোয়েন্দা প্রধান

ইরানকে সুখোই-৩৫, এমআই-২৮ কপ্টার দিচ্ছে রাশিয়া, চাপে ইসরাইল

ইরানকে সুখোই-৩৫, এমআই-২৮ কপ্টার দিচ্ছে রাশিয়া, চাপে ইসরাইল

তিন মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে বার্সা

তিন মৌসুম পর চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডে বার্সা

রোমাঞ্চকর প্রত্যাবর্তনে লাইপিজগকে হারাল সিটি

রোমাঞ্চকর প্রত্যাবর্তনে লাইপিজগকে হারাল সিটি

এমবাপের শেষ মিনিটের গোলে হার এড়িয়ে টিকে থাকল পিএসজি

এমবাপের শেষ মিনিটের গোলে হার এড়িয়ে টিকে থাকল পিএসজি

ফেরার আগে অতিমানবীয় ইনিংসে দলকে সিরিজে টিকিয়ে রাখলেন ম্যাক্সওয়েল

ফেরার আগে অতিমানবীয় ইনিংসে দলকে সিরিজে টিকিয়ে রাখলেন ম্যাক্সওয়েল

আরও ১২ জনকে মুক্তি দিল হামাস, ফিলিস্তিনে ফিরল ৩০

আরও ১২ জনকে মুক্তি দিল হামাস, ফিলিস্তিনে ফিরল ৩০

ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

ভারতকে ব্যাটিংয়ে পাঠাল অস্ট্রেলিয়া

টাঙ্গাইলে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১

টাঙ্গাইলে মোটরসাইকেল-ইজিবাইকের সংঘর্ষে নিহত ১

স্ত্রী-সন্তানকে দেখতে বাংলাদেশে মার্কিন নাগরিক

স্ত্রী-সন্তানকে দেখতে বাংলাদেশে মার্কিন নাগরিক

ভোলায় অবরোধ সমর্থন ও সফল করতে বিএনপির মশাল মিছিল।

ভোলায় অবরোধ সমর্থন ও সফল করতে বিএনপির মশাল মিছিল।

বুধবার ছারছীনা দরবার শরীফের ১৩৩তম ঈছালে ছওয়াব মাহফিল শুরু

বুধবার ছারছীনা দরবার শরীফের ১৩৩তম ঈছালে ছওয়াব মাহফিল শুরু

মানবাধিকার উৎসবে যাচ্ছে ইরানের ‘অ্যা চাইল্ডলেস ভিলেজ’

মানবাধিকার উৎসবে যাচ্ছে ইরানের ‘অ্যা চাইল্ডলেস ভিলেজ’

ইরানের ১০ বছরের মধ্যে গ্যাস মজুদ সর্বোচ্চ

ইরানের ১০ বছরের মধ্যে গ্যাস মজুদ সর্বোচ্চ

দৌলতখানে প্রিন্সিপালের বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের অভিযোগ

দৌলতখানে প্রিন্সিপালের বিরুদ্ধে নিয়োগবাণিজ্যের অভিযোগ

নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম

নগরকান্দায় ব্রিজের সংযোগ সড়ক নির্মাণে অনিয়ম