হাজিরা না দেয়ায় ২ আসামির ওয়ারেন্ট
১৩ মার্চ ২০২৩, ০৮:১২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৪:১৮ এএম
সিরাজগঞ্জের বেলকুচিতে বহুল আলোচিত পত্রিকার এজেন্টের ছেলে নাবিন মন্ডলের ওপর সন্ত্রাসী হামলায় মামলার পিবিআই রিপোর্টের গতকাল ছিল দ্বিতীয় বারের মতো আদালতে হাজিরা দেয়ার দিন। প্রধান আসামিরা হাজি না দেওয়ার কারণে আদালত তাদের বিরুদ্ধে ওয়ারেন্টের আদেশ দেন। অনেক নাটকীয়তার পর অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বেলকুচির আলোচিত নাবিল মন্ডলের মামলাটি। আসামিরা হলেন, ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (৪২), শাহাদত হােসন মুন্না (৪২)।
গত বছর ১০ জুন বেলকুচির চালা আদালত ভবনের সামনে শাফিন কনফেকশনারিতে বসে থাকা অবস্থায় সন্ত্রাসীদের হামলার স্বীকার হন উপজেলা পত্রিকা এজেন্ট দৌলত মন্ডলের পুত্র নাবিন মন্ডল। হামলার পর উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা না পেয়ে, পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে এসে চিকিৎসা নিলেও মামলা নিতে গরিমসি করেন তৎকালিন বেলকুচি থানার ওসি। পরে সাংবাদিকদের অনুরোধে মামলা নিলেও মূল আসামির নাম বাদ দিয়ে প্রতিবেদন জমা দেন ওসি গোলাম মোস্তফা। বাদি নারাজি দিলে মামলাটি ডিবিতে পাঠিয়ে দেন আদালত। তার এক সপ্তাহ পরে ডিবি মামলাটি ফেরত দিলে আদালত আবার গত বছরের ৮ আগস্ট পিবিআইকে তদন্তের দ্বায়িত্ব দেন।
মামলার বাদী নাবিন মন্ডল বলেন, আমি নাকি তাদের ফেসবুক শেয়ার দিয়েছি। এজন্য গত জুন মাসের ১০ তারিখে আমি আমার দোকান শাফিন কনফেকশনারিতে বসে আছি। এমন সময় স্থানীয় এমপি মোমিন মন্ডলের লোকজন ও মন্ডল গ্রুপের জিএম বে-আইনী দেশিয় অস্ত্রসস্ত্র সজ্জিত হয়ে আমার দোকানে আসে। মন্ডল গ্রুপের জিএম ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামসহ সকল আসামিগণ আমার নাম ধরিয়া ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। তখন আমি দোকানের ভেতর হতে আসামিদের ডাকে সাড়া দিলে ইঞ্জিনিয়ার আমিনুলের হুকুমে পৌর আ.লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহাদত হোসেন মুন্না আমাকে হত্যার উদ্দেশ্য চাইনিজ কুড়াল দিয়ে আমার মাথা বরাবর আঘাত করলে আমি উক্ত আঘাত হতে বাঁচার চেষ্টা করে সড়ে গেলে উক্ত আঘাত আমার গলার ডান পাশে লেগে গুরুতর রক্তাত্ব জখম হই। এসময় সৌরভ নামে আরেক সন্ত্রাসী একটি কাটার দিয়ে আমার ডান গালে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ ছাড়াও ইয়াছিন, আকতার হোসেন, হযরত আলী, হাকিম মন্ডল, সবুজ, মাসুদ, আলমাছ, সাকিবুর রহমান সজিব, আসাদুল ইসলাম মল্লিক ও সোলায়মান তাদের হাতে থাকা হাতুড়ি, লোহার রড ও বাঁশের লাঠি ইত্যাদি দ্বারা আমার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে জখম করে ও সকল আসামিগণ আমাকে বিভিন্ন প্রকার হুমকি প্রদান করে ঘটনাস্থল ত্যাগ করে।
বাদীপক্ষের আইনজীবী নাছিম সরকার হাকিম বলেন, সার্বিক তদন্ত প্রাপ্ত সাক্ষ্য প্রমাণ জখম পর্যেবক্ষণসহ চিকিৎসার সনদপত্র পর্যালােচনা, প্রত্যক্ষদর্শী সাক্ষীর সাক্ষ্য মোতাবেক বিজ্ঞ আদালত গ্রহণকৃত আসামি পক্ষ হাজির না হলে তাদের নামে ওয়ারেন্ট প্রদান করেন।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
‘ভ্যাট বাড়ানোর’ পরিকল্পনা থেকে সরে না এলে রেস্তোরাঁ বন্ধের হুমকি
সুদহার বাড়ছে সঞ্চয়পত্রে
সুরমা নদীর তীরে জমে উঠেছে শীতকালীন সবজির হাট : প্রতিদিন প্রায় ১২ লক্ষ টাকার বেচাকেনা
মন্দিরে প্রবেশে ফ্রি টোকেন পেতে হুড়োহুড়ি, পদদলিতে নিহত ৬
লক্ষ্মীপুরে বহুতল ভবনের ফাইলিংয়ে বিধ্বস্ত সড়ক-দোকানপাট, ঝুঁকিতে ভবন
রাফির ব্যাংক লেনদেন নিয়ে যা বললেন সারজিস
পটুয়াখালী জেলা জমিয়াতুল মোদার্রেছিনের সাবেক সভাপতির ইন্তেকাল
আশুলিয়া থানায় নতুন ওসি হিসেবে যোগ দিলেন নুরে আলম সিদ্দিক
বকশীবাজারে স্থাপিত বিশেষ আদালতে আগুন দেওয়া হয়েছে
জকিগঞ্জে ক্রসফায়ারের চার বছর পর ওসির বিরুদ্ধে মামলা
আজকের মধ্যে ন্যায় বিচারের ইঙ্গিত না পেলে শাহবাগ ব্লকেডে যাবেন বিডিআর পরিবারের সদস্যরা
চুয়াডাঙ্গায় সর্বনি¤œ তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রী সেলসিয়াস;স্বাভাবিক জনজীবন আড়ষ্ট
কুষ্টিয়ায় ইটভাটায় অভিযান, জরিমানা ১২ লাখ টাকা
পদ্মা নদীতে অবৈধ বালি উত্তোলনের দায়ে ৯ জনকে কারাদণ্ড
মা-ছেলের মিলনে আবেগাপ্লুত ভক্ত-সমর্থক; অরুণা বিশ্বাসের তেলবাজি, কটাক্ষের শিকার
শেরপুরে শপিংমলে ভেসে উঠল ‘ছাত্রলীগ' ও জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান: আটক-২
বিমানবন্দরে নরওয়ের নাগরিকদের হেনস্থা, একজনকে বেধরক মারধর
বিডিআর বিদ্রোহের বিচার: বকশীবাজারে শিক্ষার্থীদের সড়ক অবরোধ, ঘটনাস্থলে সেনাবাহিনী
এ দেশে অন্য কোনো দেশের দাদাগিরি চলবে না : হাসনাত
গ্রিনল্যান্ড স্বাধীন হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্রের রাজ্য হবে না ডেনমার্ক