কমবে লোড আনলোড ও পরিবহন খরচ
২৭ মার্চ ২০২৩, ০৮:১২ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৩:০৮ পিএম
সান্তাহার কেন্দ্রীয় খাদ্যগুদামে বসানো হবে ডুয়েলগেজ লাইন। এতে খরচ হবে প্রায় ৪০ কোটি টাকা। ইতোমধ্যে এর প্রস্তাবনা রেল বিভাগে পাঠানো হয়েছে বলে স্থানীয় রেলওয়ের এসএসএ/ইওয়ে (পিডাব¬ু) বিভাগ জানিয়েছেন। এ প্রকল্প অল্পসময়ের মধ্যে বাস্তায়ক করা হবে বলে ও রেলের সংশিষ্ট দপ্তর সুত্রে জানাগাছে। আর এপ্রকল্প বস্তবায়ন করা হলে একদিকে সরকারের খাদ্য বিভাগের মালামাল লোড আনলোডে এবং কোটি কোটি টাকা পরিবহন খরচ কমবে। অন্যদিকে রেলের ওয়াগনে মালামাল পরিবহনে বারবে রেলওয়ের রাজস্ব।
জানা যায়, দেশের সর্ববৃহত্ত খাদ্য মজুদ সংরক্ষনাগার সান্তাহার কেদ্রীয় খাদ্যগুদামে সরকার কৃষকদের নিকট থেকে আপতকালীন ক্রয়কৃত চাল, গম মজুত এবং বিদেশ থেকে কোটি কোটি টাকা মূলের হাজার হাজার মেট্রিকটন চাল, গম আমদানি করে মজুদ রাখা হয়। ১৯৫৮ সালে এটি নির্মাণের পর সড়ক পথ এবং সে থেকে সান্তাহারের বৃহৎ কেন্দ্রীয় খাদ্যগুদামে মিটারগ্রেজ রেললাইনে ওয়াগন ছিল মালামাল পরিবহনের একমাত্র ব্যবস্থা। সেসময় ঢাকা, চট্টগ্রাম বন্দরসহ দেশের বিভিন্ন স্থান থেকে রেলওয়ের ওয়াগনে মালামাল পরিবহন করে এই খাদ্যগুদামে মজুদ রাখা হয়। এক সময় রেলওয়ের ইঞ্জিন সংকটে এই পরিবহন ব্যবস্থা ভেঙে পরে। ফলে রেলপথের চেয়ে সড়ক পথে ট্রাকযোগে মালামাল পরিবহ করা হয় বেশি। এতে সরকারের পরিবহ খরচ বৃদ্ধি পায়। তাছাড়া খুলনা বন্দর এবং সরকারের ভারত থেকে সরাসরি জি টু জির মাধমে আমদানি করা চাল, গম আনা হয় ব্রডগ্রেজের ওয়াগনে। ফলে উক্ত কেন্দ্রীয় খাদ্যগুদামে ব্রডগেজ লাইন না থাকায় দেশের বিভিন্ন বন্দরসহ বিদেশ থেকে ব্রডগ্রেজের ওয়াগনে আসা চাল, গম সান্তাহার শহরের মালগুদাম পয়েন্টে ওয়াগন প্লেস করে সেখান থেকে সড়ক পথে ট্রাকযোগে পরিবহন করে কেন্দ্রীয় এখাদ্যগুদামে মজুদ রাখা হয়। এতে সরকারের পরিবহন খরচ পরে অনেক বেশি পরে। সান্তাহারের, এই বৃহত্তর কেন্দ্রীয় খাদ্যগুদামে ডুয়েলগ্রেজ প্রকল্প বাস্তবায়ন করা হলে একদিকে সরকারের পরিবহন খরচ কমবে, অন্যদিকে রেলওয়ের রাজস্ব বাড়বে। এ ব্যপারে সান্তাহার কেন্দ্রীয় খাদ্যগুদামের সহকারী ব্যবস্থাপক দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক মো. হারুনুর রশিদ বলেন, ডুয়েলগেজের জন্য প্রস্তাবনাপত্র পাঠানো হয়েছে। রেল বিভাগের স্থানীয় কর্মকর্তা সান্তাহার রেলওয়ের এসএসএ/ইওয়ে মো. আফজাল হোসেন জানান, সান্তাহার কেন্দ্রীয় খাদ্যগুদামে শুধুুমাত্র মিটারগ্রেজ রেললাইন রয়েছে। খাদ্য অধিদপ্তরের চাহিদা প্রত্রমতাবেক ডুয়েলগেজ লাইন স্থপনের জন্য প্রয় ৪০ কোটি টাকা একটি প্রস্তাবনা প্রকল্প বাজেট পশ্চিমাঞ্চলের রেলের হেড অফিস রাজশাহীতে পাঠানো হয়েছে। খুব অল্প সময়ের মধ্যে কাজের টেন্ডার হলে কাজ শুরু করা হবে। এতে সরকারের খাদ্য বিভাগের মালামাল পরিবহনে অনেকটা খরচ কমবে, অন্যদিকে রেলের ওয়াগনে মালামাল পরিবহন করা হলে রেলওয়ের রাজস্ব বারবে।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
হাসিনা নিজেকে অনেক কিছু ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন : আল-জাজিরাকে ড. ইউনূস
টেকনাফে মাদক বিরোধ নিয়ে নিহত এক
বিচারের আগে আ.লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া যাবে না: হাসনাত আব্দুল্লাহ
রুশ ব্যালে তারকা ভ্লাদিমির শক্লিয়ারভের মর্মান্তিক মৃত্যু
জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছে কাপ্তাইয়ের কবিরুল ইসলাম
হাসিনার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ
হাসিনার সব অপরাধের সহযোগী ছিলো মন্ত্রী-এমপিরা : চিফ প্রসিকিউটর
বায়ুদূষণে চরম বিপর্যস্ত দিল্লি, এবার বন্ধ হলো স্কুল-নির্মাণকাজ
"গায়িকা জোজোর ছেলে চকলেট ভেবে গিলে ফেলেছে বুলেট"
সাংবাদিকদের নামে মামলা গোলাপগঞ্জে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদ ও নিন্দা
ইসরায়েলি হামলায় নিহত ১১১, ‘গণহত্যা’ দাবি করে তদন্তের আহ্বান পোপ ফ্রান্সিসের
বেতনের দাবিতে বেক্সিমকো শ্রমিকদের তৃতীয় দিনের মতো অবরোধ, সড়কে যৌথবাহিনী
১৩৭ একর জায়গাজুড়ে নির্মিত হলমার্ক এখন ধ্বংসস্তূপ, সব যন্ত্রপাতি লুট
লক্ষ্মীপুরের মাওলানা আব্দুল হান্নান আর নেই
ঢাবিতে ভর্তি: ১৪ দিনে সোয়া দুই লাখ আবেদন, বেশি বিজ্ঞানে
কখনো ভাবিনি নারীদের অধিকার এত সহজে হারিয়ে যাবে : মালালা
কিশোরগঞ্জে যুবকের ছুরিকাঘাতে ব্যবসায়ী নিহত
অস্ট্রিয়ার জাতীয় দিবসে অনারারি কনস্যুলেট, ঢাকার শুভেচ্ছা!
গণহত্যার মামলায় গ্রেফতার দেখানো হলো ১৩ আসামিকে
ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১০ এবং ব্যাপক বিদ্যুৎ বিপর্যয়