হারভেস্টার মেশিনে আখ কাটা
০১ এপ্রিল ২০২৩, ০৮:৩৯ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষি ফার্মে জমিতে উৎপাদিত আখ চলতি মৌসুম থেকে কাটা হবে হারভেস্টার মেশিনের। যেখানে শ্রমিকদ্বারা প্রতি একর আখ কাটতে খরচ হয় ৯-১০ হাজার টাকা সেখানে এক একর পরিমাণ জমির আখ মেশিনে কাটতে খরচ পড়বে মাত্র ৩ থেকে ৪ হাজার টাকা। এতে প্রতি একরে সাশ্রয় হবে ৫-৭ হাজার টাকা। ৩৫-৪০ জন শ্রমিকের ২০ টন আখ কাটতে সময় লাগে এক দিন। এই হারভেস্টার মেশিনের মাধ্যমে প্রতি ঘন্টায় ২০ টন আখ কর্তন করা সম্ভব। বর্তমানে কৃষিতে শ্রমিক কমিয়ে সবকিছুতেই যন্ত্রের ব্যবহার হচ্ছে। উত্তরাঞ্চলের একমাত্র ভাড়ী শিল্পপ্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিলে হারভেস্টার মেশিনের মাধ্যমে আখ কাটায় একদিকে যেমন উৎপাদন ব্যয় ও সময় কমবে তেমনি চিনির উৎপাদনও বৃদ্ধিপাবে বলে জানিয়েছে মিল কর্তৃপক্ষ।
নর্থ বেঙ্গল সুগার মিল সূত্রে জানা যায়, ৩৫-৪০জন শ্রমিকের আখ এই মেশিনে প্রতি ঘন্টায় কাটতে পারে। যেখানে শ্রমিকদ্বারা একর প্রতি আখ কাটতে খরচ হয় ৯-১০ হাজার টাকা সেখানে মেশিনে এক একর জমির আখ কাটতে খরচ পড়বে মাত্র ৩ থেকে ৪ হাজার টাকা। হাত দিয়ে যখন আখ কাটা হয় তখন গোড়া থেকে ২-৩ ইঞ্চি উপর দিয়ে কাটে। এতে আখের সুগার নষ্ট হয়ে যায়, সেই সঙ্গে আখ পরিষ্কারও ঠিকমতো হয় না। আর এই মেশিন আখের গোড়া থেকে কর্তন করা যাবে। একই সঙ্গে আখ পরিষ্কার-পরিছন্ন হয়ে বের হবে। আখ কাটতে শ্রমিকদের অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এই মেশিন থাকলে তাদের কষ্ট লাগব হবে।কৃষির যান্ত্রিকীকরণের ফলে একদিকে যেমন উৎপাদনের পরিমাণ বাড়বে অন্যদিকে তেমনি উৎপাদন ব্যয় ও সময় কমবে।
রফিকুল ইসলাম, রোকনুজ্জামনসহ স্থানীয় আখ চাষীরা বলছেন, দিন দিন শ্রমিকের মুজুরি বৃদ্ধি পাচ্ছে। তার পরেও জমিতে উৎপাদিত আখ কাটার সময় শ্রমিক সঙ্কট দেখা দেয়। অধিক মুজুরি দিয়েও শ্রমিক পাওয়া যায় না। আখ কাটা নিয়ে বিপাকে পড়তে হয় আখ চাষীদের। আখ উৎপাদনে খরচ বেশি হওয়ায় অনেক চাষি আখ চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গম কাটার মেশিন দেখেছি। এই প্রথম আখ কাটার মেশিন দেখলাম। শুনেছি ৩৫-৪০ জন এক দিনে যে পরিমাণ আখ কাটতে পারে এই মেশিনটি মাত্র এক ঘন্টায় সেই পরিমাণ আখ কাটতে পারে। সময় ও খরচ কম লাগে আবার আখগুলিও পরিষ্কার-পরিছন্নভাবে ছোট ছোট টুকরো হয়ে বের হয়। এই প্রযুক্তি (হারভেস্টার মেশিন) নর্থ বেঙ্গল সুগার মিলে আসায় অনেক আখ চাষি আবারও আখ চাষে আগ্রহী হবে বলে জানান তারা।
নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক আনিসুল আজম বলেন, প্রতিবছর আখ মাড়াই মৌসুমে মিলের ফার্মে আখ কর্তন করতে গেলে নানা জটিলতায় পড়তে হয়। সব থেকে বড় সমস্যা শ্রমিক পাওয়া। নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষি ফার্মকে যান্ত্রিকরনের লক্ষে শিল্প মন্ত্রণালয়ের সচিব ও চেয়ারম্যান এই হারভেস্টার মেশিনটি নর্থ বেঙ্গল সুগার মিলের কৃষি ফার্মকে ব্যবস্থা করে দিয়েছে। যার মূল্য প্রায় ৩ কোটি টাকা। বর্তমানে কৃষিতে শ্রম কমিয়ে সবকিছুতেই যন্ত্রের ব্যবহার হচ্ছে। হারভেস্টার মেশিন আখের গোড়া থেকে কর্তন করা যাবে। এতে সময় কম লাগবে, শ্রমিক খরচ কমবে একই সঙ্গে আখ পরিষ্কার-পরিছন্ন হয়ে বের হবে। চিনি উৎপাদনও বৃদ্ধি পাবে। কৃষি যান্ত্রিকীকরণের ফলে একদিকে যেমন উৎপাদনের পরিমাণ বাড়বে অন্যদিকে তেমনি উৎপাদন ব্যয় ও সময় কমবে। একই সঙ্গে ফসলের অপচয়ও কমছে। আখ কাটতে শ্রমিকদের অনেক কষ্টসাধ্য হয়ে যায়। এই মেশিন থাকলে তাদের কষ্ট লাগব হবে বলেন মনে করেন এই কর্মকর্তা।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাশিয়াতে ক্ষেপণাস্ত্র হামলার মার্কিন সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া
ইউক্রেনের ১ হাজার দিনের যুদ্ধ,দৃঢ় প্রতিরোধের প্রতিশ্রুতি
পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা প্রচার করে বেশি : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বরে ১ জনের মৃত্যু
মাস্ক লাগিয়েও রক্ষা হলো না ‘জয় বাংলা‘স্লোগানদানকারীদের : সিলেটে র্যাব হাতে গ্রেফতার ২ জন
কুয়েটে রুলস্ রেগুলেশন’স এন্ড একাডেমিক অর্ডিন্যান্স ফর ইউনিভার্সিটি লেকচারার্স’ বিষয়ক কর্মশালা
পাকিস্তানের জাহাজ বাংলাদেশে প্রবেশ করায় দিল্লির বুকে কম্পন শুরু হয়েছে : রাশেদ প্রধান
সরকারের আহ্বানে শিক্ষা মন্ত্রণালয়ে গেলেন তিতুমীরের ১৪ শিক্ষার্থী
শীতে বয়স্কদের রোগ প্রতিরোধ বাড়ে এমন খাবার খেতে দিন
কোনো কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব না : আইন উপদেষ্টা
রাজনৈতিক বহিরাগত থেকে ঘানার 'মিস্টার ডিজিটাল', মাহামুদু বাওমুয়া
রাষ্ট্র সংস্কার ও দুর্নীতি দমনে ১৫টি প্রস্তাবনা পেশ করলো বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ ফোরাম
টাঙ্গাইলে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড
তিনদিনের মধ্যে আলুর দাম না কমালে ভোক্তার অফিস ঘেরাও
অপরিহার্য সংস্কার শেষে দ্রুত নির্বাচন: আইন উপদেষ্টা
হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে : ড. মুহাম্মদ ইউনূস
দেশ সবার আগে: আদানির চুক্তি নিয়ে রিটের শুনানিতে হাইকোর্ট
বাংলাদেশ গ্রাজুয়েট জার্নালিস্ট এসোসিয়েশনের শুভ যাত্রা
করাচি-চট্টগ্রাম রুটে নিয়মিত জাহাজ পরিচালনায় আগ্রহী মালিকরা
জেনিফার লরেন্সের প্রযোজনায় ২২ নভেম্বর মুক্তি পাবে আফগান নারীদের তথ্যচিত্র ‘ব্রেড অ্যান্ড রোজেস’