কৃষকের মাথায় হাত
০১ এপ্রিল ২০২৩, ০৮:৪৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৩৫ পিএম
কিশোরগঞ্জের রূপসী হাওর অঞ্চলে নিকলী উপজেলার বিশাল হাওরের এখন চারদিকে সবুজের অবারিত ফলের মাঠ। মাঠজুড়ে যতদূর চোখ যায় ধান আর ধান। বোরোধান হাওর পাড়ের মানুষদের প্রাণ। বছরে এক ফসল বোরো ধানের ওপর কৃষক পরিবার তাদের সারা বছরের সংসার খরচ। ছেলে-মেয়েদের শিক্ষা, চিকিৎসাসহ সকল কিছুই নির্বাহ করে থাকে বোরো ফসলের উপার্জিত অর্থ থেকে। এ অঞ্চলের ৯০% ভাগ মানুষেই কৃষির সাথে যুক্ত। মাথার ঘাম পায়ে ফেলে শত স্বপন নিয়ে যে, ধান মাঠে আবাদ করেছে কৃষক ব্লাড ও ছত্রাক রোগের আক্রান্ত হওয়ায় দিশেহারা কৃষক পরিবারগুলো। হাট-বাজারে এবং গ্রামের আড্ডায় ব্রি ২৮ ধানের বিপর্যয়ের আলোচনা কৃষকের মুখে মুখে। হাওরে এখন ব্রি-২৮ ধান কাঁটার সময়। ধানের জমি দেখলে মনে হবে ধান কাটার সময় হয়েছে। কিন্তু ধানের ভেতরে চাল নেই, সবটুকু ছিটা।
খোঁজ নিয়ে জানা য়ায়, নানশ্রীর বড়হাওর, জালাল্পুর, নবীনপুর, মজলিশপুর, কাশিপুর, ডুবি, সিংপুর, ঘোরাদিগা, বোরলিয়া, গুরুই, জারুইতলা ও ছাতিরচরের জংশায় হাওরের বোর জমিতে ব্রি-২৮, ব্রি-২৯, ব্রি-৮৯ ধানে ব্লাড এবং ছত্রাক রোগে আক্রান্ত হয়েছে।
কৃষি অফিস সুত্রের জানা যায়, নিকলীর বিভিন্ন হাওরে এবার চলতি বোরো মৌসুমে হাওরের উঁচু নিচু এবং চরের জমিসহ ১৪ হাজার ৪শ’ ৫০ হেক্টর জমিতে ১৬ প্রজাতির ধান চাষাবাদ করা হয়েছে। হাওরে সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষকের আহাজারি। হাওরে ডুবি গ্রামের কৃষক কাজীমুদ্দীনের ছেলে জমশেদ ও বিল্লাল বলেন, আমাদের ৭ একর জমির মধ্যে ১ একর জমির ব্রি-২৮ ধান আক্রানত হয়েছে। একেই গ্রামের মৃত এনু মিয়ার ছেলে ইলাল মিয়ার সাথে কথা হলে এ প্রতিনিধিকে বলেন, আমার এক একর জমির ২৮-ব্রি ধানের জমি নষ্ট হয়ে গেছে। আমাদের হাওরে ব্রি-২৯ ধানে ব্লাড রোগে আক্রান্তের ফলে বিভিন্ন কৃষকের প্রায় ২শ’ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সিংপুর টেংগুরিয়ার কৃষক মৃত আব্দুল ছোবানের ছেলে মুকশুধুর রহমান শান্তি জানায় আমি ৪ একর ব্রি-২৯ ধান চাষাবাদ করেছি কিন্তু ব্লাড রোগের কারনে আমার প্রায় ৫০০ শতাংশ জমি নষ্ট হয়েছে। দামপাড়া কামাল্পুর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে কামরুল ইসলাম বলেন, আমি বোরলিয়ার হাওরের ১৫একর জমিতে ধান চাষ করেছি এরি মধ্যে ব্লাড রোগে আমার সুগন্ধি ধানের ৩৫ শতাংশ জমি আক্রান্ত হয়েছে। এছাড়াও বোরলিয়া হাওয়ারে যে সমস্ত কৃষকেরা ব্রি ২৮ ধান রোপন করেছে তাদের ব্যাপক ক্ষতির সম্মুখে পড়েছে। এ হাওরে প্রায় ১শ’ একর ব্রি ২৮ ধানের জমি ইতোমধ্যে বিনষ্ট হয়েছে।
সরেজমিনে ছাতিরচরের জংশায় হাওরে গেলে, ছাতিরচর ইউনিয়নের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, এ হাওরটি বিশাল একটি হাওর কয়েক লাখ টন ধান এখানে উৎপাদন হয়, বোর আবাদ মৌসুমে একবার সার দেয়ার সময় ডিলারের সাথে কথা বলে কৃষি মাঠ অফিসার যাওয়ার পর আর কোন দিন মাঠে আসেনি। সাবেক চেয়ারম্যান আবু হানিফ ইসলাম বলেন, সাড়ে ৩ একর জমিতে ব্রি ২৯ ধান চাষ করেছি কিন্তু ২ একর জমি লাল হয়ে গেছে এবং ধানের শীষ মরে যাচ্ছে। হাওরে প্রায় ৩ থেকে ৪ হাজার একর জমিতে ধান আবাদ হয়েছে। যারা ব্রি ২৮ ধান চাষকরেছে তাদের জমিতে কাঁচি যাবেনা।
একেই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে আঃ মালেখ জানান আমি ৭ একর জমিতে ব্রি ২৯ এবং ব্রি ৮৯ ব্লাড রোগে আক্রান্ত হওয়ার পূর্বে আমাদের ব্লকের কৃষি অফিসার অন্তর চৌধুরিকে আসতে বলি তার পরেও হাওরে আসেনাই।
এ প্রসঙ্গে উপজলা কৃষি কর্মকর্তা মো. বেলায়ত হোসাইন বলেন, আমাদের পরিসংখ্যান অনুযায়ী ৫ হেক্টর জমির ধান খতিগ্রস্ত হয়েছে। ব্লাড ও ছত্রাকার রোগে আক্রন্ত জমিতে কৃষকদেরকে আমারা বিভিন্ন ওষুধ স্প্রে করার জন্য বলেছি। এতে অনেক জমি রিকভারি হচ্ছে, আসলে এ রোগটি আবহাওয়ার সাথে সম্পৃক্ত দিনের বেলা তাপমাত্রা বেশি এবং রাতে শিত বেশি হলে জমিনে এ রোগ দেখা দেয়। ব্রি-২৮ জাতের ধান চাষ না, করার জন্য কৃষকদেরকে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। কিন্তু কৃষক ব্রি ২৮ ধান একনাগারে অনেক দিন একই জমিতে চাষের ফলে জমির রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। যার কারণে মাঠ থেকে ব্রি ২৮ নিয়ে অভিযোগ আসছে। মাঠে কৃষি অফিসার যায় না, এমন অভিযোগের উত্তরে বলেন, আমার অফিসে লোক বল কম থাকায় হয়তো সবখানে সমান সময় দিতে পারেন না।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
নেতাকর্মীদের হাসিনাকে প্রশ্ন করা উচিত, পালিয়ে গেলেন কেন: আইন উপদেষ্টা
পাটকেলঘাটায় ট্রাকের ধাক্কায় বৃদ্ধ নিহত
ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর সীমান্তে গাজীপুর সিটির সাবেক ভারপ্রাপ্ত মেয়র কিরণ গ্রেফতার
রাশিয়াতে ক্ষেপণাস্ত্র হামলার মার্কিন সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া
ইউক্রেনের ১ হাজার দিনের যুদ্ধ,দৃঢ় প্রতিরোধের প্রতিশ্রুতি
পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা প্রচার করে বেশি : স্বরাষ্ট্র উপদেষ্টা
ঈশ্বরদীতে ডেঙ্গু জ্বরে ১ জনের মৃত্যু
মাস্ক লাগিয়েও রক্ষা হলো না ‘জয় বাংলা‘স্লোগানদানকারীদের : সিলেটে র্যাব হাতে গ্রেফতার ২ জন
কুয়েটে রুলস্ রেগুলেশন’স এন্ড একাডেমিক অর্ডিন্যান্স ফর ইউনিভার্সিটি লেকচারার্স’ বিষয়ক কর্মশালা
পাকিস্তানের জাহাজ বাংলাদেশে প্রবেশ করায় দিল্লির বুকে কম্পন শুরু হয়েছে : রাশেদ প্রধান
সরকারের আহ্বানে শিক্ষা মন্ত্রণালয়ে গেলেন তিতুমীরের ১৪ শিক্ষার্থী
শীতে বয়স্কদের রোগ প্রতিরোধ বাড়ে এমন খাবার খেতে দিন
কোনো কলেজকে রাতারাতি বিশ্ববিদ্যালয় করা সম্ভব না : আইন উপদেষ্টা
রাজনৈতিক বহিরাগত থেকে ঘানার 'মিস্টার ডিজিটাল', মাহামুদু বাওমুয়া
রাষ্ট্র সংস্কার ও দুর্নীতি দমনে ১৫টি প্রস্তাবনা পেশ করলো বাংলাদেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ ফোরাম
টাঙ্গাইলে হত্যা মামলায় যাবজ্জীবন কারাদন্ড
তিনদিনের মধ্যে আলুর দাম না কমালে ভোক্তার অফিস ঘেরাও
অপরিহার্য সংস্কার শেষে দ্রুত নির্বাচন: আইন উপদেষ্টা
হাসিনাকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে ভারতকে : ড. মুহাম্মদ ইউনূস
দেশ সবার আগে: আদানির চুক্তি নিয়ে রিটের শুনানিতে হাইকোর্ট