কৃষকের মাথায় হাত
০১ এপ্রিল ২০২৩, ০৮:৪৪ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৯:৩৫ পিএম
কিশোরগঞ্জের রূপসী হাওর অঞ্চলে নিকলী উপজেলার বিশাল হাওরের এখন চারদিকে সবুজের অবারিত ফলের মাঠ। মাঠজুড়ে যতদূর চোখ যায় ধান আর ধান। বোরোধান হাওর পাড়ের মানুষদের প্রাণ। বছরে এক ফসল বোরো ধানের ওপর কৃষক পরিবার তাদের সারা বছরের সংসার খরচ। ছেলে-মেয়েদের শিক্ষা, চিকিৎসাসহ সকল কিছুই নির্বাহ করে থাকে বোরো ফসলের উপার্জিত অর্থ থেকে। এ অঞ্চলের ৯০% ভাগ মানুষেই কৃষির সাথে যুক্ত। মাথার ঘাম পায়ে ফেলে শত স্বপন নিয়ে যে, ধান মাঠে আবাদ করেছে কৃষক ব্লাড ও ছত্রাক রোগের আক্রান্ত হওয়ায় দিশেহারা কৃষক পরিবারগুলো। হাট-বাজারে এবং গ্রামের আড্ডায় ব্রি ২৮ ধানের বিপর্যয়ের আলোচনা কৃষকের মুখে মুখে। হাওরে এখন ব্রি-২৮ ধান কাঁটার সময়। ধানের জমি দেখলে মনে হবে ধান কাটার সময় হয়েছে। কিন্তু ধানের ভেতরে চাল নেই, সবটুকু ছিটা।
খোঁজ নিয়ে জানা য়ায়, নানশ্রীর বড়হাওর, জালাল্পুর, নবীনপুর, মজলিশপুর, কাশিপুর, ডুবি, সিংপুর, ঘোরাদিগা, বোরলিয়া, গুরুই, জারুইতলা ও ছাতিরচরের জংশায় হাওরের বোর জমিতে ব্রি-২৮, ব্রি-২৯, ব্রি-৮৯ ধানে ব্লাড এবং ছত্রাক রোগে আক্রান্ত হয়েছে।
কৃষি অফিস সুত্রের জানা যায়, নিকলীর বিভিন্ন হাওরে এবার চলতি বোরো মৌসুমে হাওরের উঁচু নিচু এবং চরের জমিসহ ১৪ হাজার ৪শ’ ৫০ হেক্টর জমিতে ১৬ প্রজাতির ধান চাষাবাদ করা হয়েছে। হাওরে সরেজমিনে গিয়ে দেখা যায় কৃষকের আহাজারি। হাওরে ডুবি গ্রামের কৃষক কাজীমুদ্দীনের ছেলে জমশেদ ও বিল্লাল বলেন, আমাদের ৭ একর জমির মধ্যে ১ একর জমির ব্রি-২৮ ধান আক্রানত হয়েছে। একেই গ্রামের মৃত এনু মিয়ার ছেলে ইলাল মিয়ার সাথে কথা হলে এ প্রতিনিধিকে বলেন, আমার এক একর জমির ২৮-ব্রি ধানের জমি নষ্ট হয়ে গেছে। আমাদের হাওরে ব্রি-২৯ ধানে ব্লাড রোগে আক্রান্তের ফলে বিভিন্ন কৃষকের প্রায় ২শ’ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। সিংপুর টেংগুরিয়ার কৃষক মৃত আব্দুল ছোবানের ছেলে মুকশুধুর রহমান শান্তি জানায় আমি ৪ একর ব্রি-২৯ ধান চাষাবাদ করেছি কিন্তু ব্লাড রোগের কারনে আমার প্রায় ৫০০ শতাংশ জমি নষ্ট হয়েছে। দামপাড়া কামাল্পুর গ্রামের মৃত সদর উদ্দিনের ছেলে কামরুল ইসলাম বলেন, আমি বোরলিয়ার হাওরের ১৫একর জমিতে ধান চাষ করেছি এরি মধ্যে ব্লাড রোগে আমার সুগন্ধি ধানের ৩৫ শতাংশ জমি আক্রান্ত হয়েছে। এছাড়াও বোরলিয়া হাওয়ারে যে সমস্ত কৃষকেরা ব্রি ২৮ ধান রোপন করেছে তাদের ব্যাপক ক্ষতির সম্মুখে পড়েছে। এ হাওরে প্রায় ১শ’ একর ব্রি ২৮ ধানের জমি ইতোমধ্যে বিনষ্ট হয়েছে।
সরেজমিনে ছাতিরচরের জংশায় হাওরে গেলে, ছাতিরচর ইউনিয়নের বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক সাইদুর রহমান বলেন, এ হাওরটি বিশাল একটি হাওর কয়েক লাখ টন ধান এখানে উৎপাদন হয়, বোর আবাদ মৌসুমে একবার সার দেয়ার সময় ডিলারের সাথে কথা বলে কৃষি মাঠ অফিসার যাওয়ার পর আর কোন দিন মাঠে আসেনি। সাবেক চেয়ারম্যান আবু হানিফ ইসলাম বলেন, সাড়ে ৩ একর জমিতে ব্রি ২৯ ধান চাষ করেছি কিন্তু ২ একর জমি লাল হয়ে গেছে এবং ধানের শীষ মরে যাচ্ছে। হাওরে প্রায় ৩ থেকে ৪ হাজার একর জমিতে ধান আবাদ হয়েছে। যারা ব্রি ২৮ ধান চাষকরেছে তাদের জমিতে কাঁচি যাবেনা।
একেই গ্রামের মৃত সুরুজ আলীর ছেলে আঃ মালেখ জানান আমি ৭ একর জমিতে ব্রি ২৯ এবং ব্রি ৮৯ ব্লাড রোগে আক্রান্ত হওয়ার পূর্বে আমাদের ব্লকের কৃষি অফিসার অন্তর চৌধুরিকে আসতে বলি তার পরেও হাওরে আসেনাই।
এ প্রসঙ্গে উপজলা কৃষি কর্মকর্তা মো. বেলায়ত হোসাইন বলেন, আমাদের পরিসংখ্যান অনুযায়ী ৫ হেক্টর জমির ধান খতিগ্রস্ত হয়েছে। ব্লাড ও ছত্রাকার রোগে আক্রন্ত জমিতে কৃষকদেরকে আমারা বিভিন্ন ওষুধ স্প্রে করার জন্য বলেছি। এতে অনেক জমি রিকভারি হচ্ছে, আসলে এ রোগটি আবহাওয়ার সাথে সম্পৃক্ত দিনের বেলা তাপমাত্রা বেশি এবং রাতে শিত বেশি হলে জমিনে এ রোগ দেখা দেয়। ব্রি-২৮ জাতের ধান চাষ না, করার জন্য কৃষকদেরকে আমরা দীর্ঘদিন ধরে বলে আসছি। কিন্তু কৃষক ব্রি ২৮ ধান একনাগারে অনেক দিন একই জমিতে চাষের ফলে জমির রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে না। যার কারণে মাঠ থেকে ব্রি ২৮ নিয়ে অভিযোগ আসছে। মাঠে কৃষি অফিসার যায় না, এমন অভিযোগের উত্তরে বলেন, আমার অফিসে লোক বল কম থাকায় হয়তো সবখানে সমান সময় দিতে পারেন না।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
শ্যামনগর জুয়ার মাস্টার এজেন্টরা রক্ষা পেতে রাজনৈতিক নেতাদের ছায়াতলে
‘অবৈধ দখলদাররা যত প্রভাবশালীই হোক, ব্যবস্থা নেওয়া হবে : সৈয়দা রিজওয়ানা
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আইন উপদেষ্টা
কীর্তিমানসহ সব বাবাই হচ্ছেন আমাদের জন্য বটবৃক্ষ- মাহমুদুল হক রুবেল
রামগতিতে কৃষকের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
পানামা খাল নিয়ে ট্রাম্পের অভিযোগ অমূলক : জোসে রাউল মুলিনো
৫৫ লাখ টাকা নিয়ে উধাও বিকাশের ডিএসও ইমরান গ্রেপ্তার
কোন সুদী সরকারই আর চাই না: অধ্যাপক মজিবুর রহমান
টিকটক নিষেধাজ্ঞা ঠেকাতে সুপ্রিম কোর্টে ট্রাম্পের আবেদন
কুষ্টিয়ায় বিএনপির কর্মীসভায় দলীয় নেতার মতো বক্তব্য দিয়ে ভাইরাল ওসি
পাকিস্তান-তালেবান সম্পর্কে শীতলতা, ইতিহাস থেকে বর্তমান
কটিয়াদীতে অপহরণের ৫ দিন পর শিশুর লাশ উদ্ধার
বিকিনি নয় মনোকিনি পরে অভিনেত্রীর স্কাই ড্রাইভিং
বিমানবন্দর থানায় যোগ দিলেন নারী ওসি
চাকরিবিধি লঙ্ঘনের দায়ে আমলাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : নাহিদ ইসলাম
সোমালিয়ায় নতুন মিশন অনুমোদন ইউএন-এর
জাসদ নেতা ও সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম মিন্টু অস্ত্রসহ গ্রেপ্তার
নতুন বছরের বন্দি বিনিময়ের আশায় ইউক্রেন
রামগতি-কমলনগরে চলছে ৫৮ টি অবৈধ ইটভাটা সংবাদ প্রকাশের পরও টনক নড়েনি প্রশাসনের