কুয়াকাটা সৈকতে বন্ধ হচ্ছে না অবৈধ স্থাপনা নির্মাণ
০১ এপ্রিল ২০২৩, ০৮:৫০ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ০৭:১১ পিএম
রমজান মাসে কুয়াকাটা সমুদ্র সৈকতে স্থাপনা নির্মাণের হিড়িক পরেছে। সৈকতের জিরো পয়েন্টের দুই দিকে পাকা আধাপাকা ও সেমিপাকা অবৈধ স্থাপনা নির্মাণে জোট বেধেছে সৈকতের মালিকানা দাবিদাররা। সৈকতের মালিকানা দাবিদার সাজেদুল ইসলাম হিরো, কেএম শাহজালাল গংরা পরিবেশে প্রতিবেশ বিনষ্ট করে ঝুঁকিপূর্ণ স্থাপনা বীরদর্পে নির্মাণ করছে। সৈকত এলাকায় স্থাপনা নির্মাণে পৌরসভা, বীচ ম্যানেজমেন্ট কমিটির অনুমোদন নেয়ার নিয়ম থাকলেও এরা কাউকেই তোয়াক্কা করছেন না। জেলা প্রশাসনের তরফ থেকে ঝুঁকিপুর্ন স্থাপনা নির্মাণ বন্ধে কার্যকরী পদক্ষেপ নিতে ব্যর্থ হচ্ছে। উল্টো অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ করতে গিয়ে তোপের মুখে পরতে হয়েছে ভূমি প্রশাসনকে। হুমকি দিচ্ছে দখলদাররা। আদালতের নিষেধাজ্ঞার ধুয়ো তুলে সরকার পক্ষ সৈকতের বিরোধীয় ভূমিতে প্রবেশ কিংবা হস্তক্ষেপের এখতিয়ার নেই এমন হুমকি ধামকি দিচ্ছে দখলদাররা। অথচ দখলদাররা পর্যটনের পরিবেশ প্রতিবেশের তোয়াক্কা না করে প্রতিনিয়ত পাকা,আধাপাকা মার্কেট, আবাসিক হোটেল,খাবার হোটেল ও পর্যটন নির্ভর ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করে আসলেও ব্যবস্থা নিতে পারছে না জেলা প্রশাসন ও বীচ ম্যানেজমেন্ট কমিটি। আর এতে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকার পরিবেশ বিপর্যয় দেখা দিয়েছে। এসব স্থাপনার বর্জ,মল-মুত্র সমুদ্রের পানিতে ফেলা হচ্ছে। খোলা পায়খানা ও পয়ঃনিস্কাশনের ময়লা আবর্জনার দুর্গন্ধে নাকাল পর্যটকরা।
জানা গেছে, কুয়াকাটা চৌরাস্তা বাহিরে সমুদ্র সৈকত লাগোয়া অর্ধ শতাধিক স্থাপনা নির্মাণ করা হয়েছে। সৈকতের এসব জমি জেলা প্রশাসন তাদের দাবি করে কয়েকবার উচ্ছেদের উদ্যোগ নিলেও মামলা জটিলতায় বার বার ব্যর্থ হচ্ছে।
সৈকতের মালিকানা দাবি করে আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে আসে ভোগদখলকারীগন। কাগজপত্রের জোর না থাকলেও আদালতের নিষেধাজ্ঞাই দখলদারদের একমাত্র সম্ভল। সৈকত এলাকার এসব জমির মালিকানা দাবি নিয়ে সরকার বনাম দখলদারদের সাথে দীর্ঘদিন ধরে মামলা চলে আসলেও কোন সুরাহায় যেতে পারছে না জেলা প্রশাসন। সমুদ্র আইন অনুযায়ী সৈকতের জমির মালিকানা সরকারের এমন আইন থাকলেও তা শুধু কাগুজে আইন।বাস্তবতায় ভিন্ন।
মাহে রমজান শুরু হতে না হতেই সরদার মার্কেটের নামে এঙ্গেল দিয়ে তিনতলা দোকান ও আবাসিক হোটেল নির্মাণ করছে সাজেদুল ইসলাম হিরো। যা উপজেলা প্রশাসন অবগত রয়েছে। অপরদিকে আবাসিক হোটেল সী কুইন কতৃপক্ষ নতুন করে পাকা স্থাপনা নির্মাণ শুরু করেছিলো। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গুড়িয়ে দেন নির্মাণাধীন অবৈধ স্থাপনা।একদিকে উচ্ছেদের উদ্যোগ,অন্যদিকে একাধিক নতুন নতুন স্থাপনা গড়ে তোলা হচ্ছে। পরিবেশ আইনবিধ সমিতি (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়কারী লিংকন বায়েন বলেন, কুয়াকাটা সমুদ্র সৈকতে দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটকদের আগমন ঘটে। সেখানে ঝুঁকিপুর্ন ভবন নির্মাণ করা বেআইনি। তিনি আরো বলেন সৈকতের সৌন্দর্য রক্ষা করে পর্যটনের পরিবেশ সৃষ্টি করার নির্দেশনা থাকলেও দখলদাররা প্রতিনিয়ত আরো দখলে মরিয়া হয়ে উঠেছে।
এ বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীরা তথ্য সংগ্রহ করতে গেলে নির্মাণাধীন সরদার মার্কেটের দেখভালের দ্বায়িত্বে থাকা নিপু (৩০) দম্ভোক্তি করে বলেন, আপনারা যা পারেন লেখেন। আমরা আমাদের কাজ করবো। এ ব্যাপারে নির্মাণাধীন সরদার মার্কেটের মালিক সাজেদুল ইসলাম হিরো এর মুঠো ফোনে একাধিকবার কল করলে তিনি রিসিভ না করায় তার বক্তব্য নেয়া যায়নি।
ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, সমুদ্র সৈকত দখল করে ঝুঁকিপুর্ন স্থাপনা নির্মাণে নিষেধ কিংবা বাধা দিতে গেলে হুমকি দিচ্ছে দখলদাররা। এ বিষয়ে উপজেলা প্রশাসন অবগত রয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. জাহাঙ্গীর হোসেন গণমাধ্যম কর্মীদের জানিয়েছেন, সৈকতের পরিবেশ প্রতিবেশ রক্ষা এবং দখল রোধে বীচ ম্যানেজমেন্ট কমিটির বৈঠক হয়েছে। কেউ অবৈধ স্থাপনা নির্মাণ নির্মাণ করে থাকলে তার বিরক্ত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে একটি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
সাদপন্থি শীর্ষ নেতা জিয়া বিন কাসিমকে গ্রেপ্তার
জাতীয় ঐক্যের ডাক দিলেন মিজানুর রহমান আজহারী
নীতীশ-সুন্দরের ব্যাটে ফলো-অন এড়ালো ভারত
বগুড়ায় বালু ব্যবসার দ্বন্দ্বে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সউদীতে নিজ নামেই ব্যবসা পরিচালনার সুযোগ
অলিভিয়া হাসি : কিংবদন্তি অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া
ঈশ্বরগঞ্জে যৌথবাহিনীর অভিযানে চাঁদাবাজি ও ছিনতাই মামলার আসামি আটক
প্রকৃতির সাথে হাসছে সরিষা ফুল, সাথে মিশে আছে কৃষকের রঙিন স্বপ্ন
সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের নিষেধাজ্ঞা সাময়িক :স্বরাষ্ট্র মন্ত্রণালয়
আইনশৃঙ্খলা রক্ষায় ছাত্রদের সহযোগিতা চাইলেন আইজিপি
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবি পার্টির জাতীয় নির্বাহী কাউন্সিলের নির্বাচন
শ্যামনগর জুয়ার মাস্টার এজেন্টরা রক্ষা পেতে রাজনৈতিক নেতাদের ছায়াতলে
‘অবৈধ দখলদাররা যত প্রভাবশালীই হোক, ব্যবস্থা নেওয়া হবে : সৈয়দা রিজওয়ানা
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা গভীর ষড়যন্ত্রের অংশ: রিজভী
আমাদের প্রধান কাজ গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচন: আইন উপদেষ্টা
কীর্তিমানসহ সব বাবাই হচ্ছেন আমাদের জন্য বটবৃক্ষ- মাহমুদুল হক রুবেল
রামগতিতে কৃষকের ধান পুড়িয়ে দিল দুর্বৃত্তরা
পানামা খাল নিয়ে ট্রাম্পের অভিযোগ অমূলক : জোসে রাউল মুলিনো
৫৫ লাখ টাকা নিয়ে উধাও বিকাশের ডিএসও ইমরান গ্রেপ্তার
কোন সুদী সরকারই আর চাই না: অধ্যাপক মজিবুর রহমান