ভোগান্তিতে বিশ্বম্ভরপুরের লক্ষাধিক মানুষ
২৬ মে ২০২৩, ০৮:৪২ পিএম | আপডেট: ২৭ মে ২০২৩, ১২:০০ এএম
জেলার বিশ্বম্ভরপুর উপজেলার নিয়ামতপুর-আনোয়ারপুর সড়কের বেহাল দশার কারণে ভোগান্তিতে প্রায় লক্ষাধিক মানুষ। ফতেপুর বাজার থেকে তাহিরপুর উপজেলার আনোয়ার পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার রাস্তার বেহাল দশার ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন চলাচলকারীরা। প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারিরা। এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন পথচারিরাসহ স্থানীয়রা।
স্থানীয়রা জানান, জেলা সদরের সঙ্গে ধর্মপাশা, তাহিরপুর ও মধ্যনগরসহ ভাটি অঞ্চলের যোগাযোগ পথ কমাতে বাইপাস যাতায়াত সড়ক হিসাবে ব্যবহার করে আসছেন এই সড়কটি। নিয়ামতপুর-আনোয়ারপুর সড়কেই বেশি চলাচল করেন ভাটি অঞ্চলের বাসিন্দারা। এই সড়ক দিয়ে লাখো মানুষের যোগাযোগ রক্ষাকারী গুরুত্বপূর্ণ এই সড়কটির এখন বেহাল দশা। এই সড়ক পরিণত হয়েছে এখন মরণফাঁদে। এছাড়া সদর উপজেলার গৌরারং, জামালগঞ্জ উপজেলার সাচনাবাজার ইউনিয়নসহ আশপাশের লোকজনও সহজে বিশ্বম্ভরপুর ও তাহিরপুরে যাতায়াত করেন এই সড়ক দিয়ে।
সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে সড়কের সংস্কার কাজ না হওয়ায় সড়কের স্থানে স্থানে পিচ-ঢালাই ওঠে গেছে। এই মৌসুমে বৃষ্টিপাত হওয়ার ফলে রাস্তার সৃষ্টি হওয়া গর্তে কাঁদা পানিতে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। ২০২২ সালের বন্যায় সড়কের বারোঙ্কা এলাকায় সড়ক ভেঙে নালার মত সৃষ্টি হয়েছে। ফলে বর্ষাকালে এখানে খেয়া নৌকা দিয়ে পারাপার হতে হয়। বেশ কয়েকটি ব্রিজের গোড়া থেকে মাটি সরে গেছে। ফলে ব্রিজগুলেও রয়েছে হুমকির মুখে। অধিকাংশ ব্রিজের গোড়া থেকে মাটি সরে যাওয়ার ফলে জীবনের ঝুঁকি নিয়ে গাড়ি নিয়ে উঠতে হয়। ২০২২ সালের বন্যার পর আর এই সড়কে কোন কাজ হয়নি বললেই চলে।
ফতেপুর ইউপির রঙ্গারচর গ্রামের ইসলাম উদ্দিন বলেন, সড়কটি অনেক দিন আগেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। শুকনো মৌসুমে গাড়ি চলার সময় ধুলোবালির আর উঁচু নিচুতে বড় ধরণের ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়। এখন প্রতিদিনই বৃষ্টিপাত হচ্ছে ফলে এ সড়ক দিয়ে যোগাযোগ করা ঝুঁঁকিপূর্ণ। এমন ভাঙা রাস্তা দিয়ে আমাদের সবসময়ই জীবনের ঝুঁকি নিয়ে চলতে হয়। বন্যার পর আর কর্তৃপক্ষ এই সড়কে কোন কাজ করেনি।
সুনামগঞ্জ সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা যায়, আবুয়া নদীর ওপরে নির্মিত ব্রিজটির কাজও প্রায় শেষ। চলতি বছরেই ব্রিজটি উদ্ভোধন করা হবে। এই ব্রিজ দিয়ে চলাচল শুরু হলে এই সড়ক দিয়ে প্রতিদিনি প্রায় লক্ষাধিক মানুষ যাতায়াত করবেন বলে মনে করছেন এখানকার মানুষজন। তাই দ্রুত এই সড়কটি সংস্কার করে চলাচলের উপযোগি করার দাবি জানিয়েন এলাকাবাসী।
সাতগাঁও গ্রামের আলমগীর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে এ সড়কের বেহাল অবস্থা। কিন্তু সড়কটি সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হয়েছে। ফতেপুর ইউনিয়নে অধিকাংশ গ্রামেরই রোগি নিয়ে আনোয়ারপুর বাজার বা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হয়। রাস্তার এমন বেহাল অবস্থার কারণে রোগি নিয়ে তাহিরপুর যেতে খুব বেশি কষ্ট করতে হয়। এখানকার মানুষের এই ভোগান্তির কথা চিন্তা করে এই সড়কটি দ্রুত সংস্কার করার প্রয়োজন।
এ প্রসঙ্গে সুনামগঞ্জের সওজ’র নির্বাহী প্রকৌশলী আশরাফুল ইসলাম প্রামানিক বলেন, নিয়ামতপুর-আনোয়ারপুর সড়কের জন্য ২৫ কোটি টাকার টেন্ডার হয়েছে। দরপত্র মূল্যায়নের বিষয়টি প্রক্রিয়াধীন। দরপত্র মূল্যায়ন হয়ে আসলেই সংস্কার কাজ শুরু হবে।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
ফ্যাসিস্ট ও গণহত্যার সমর্থক-জড়িত সাংবাদিকদের বিচার হবে : ঢামেকে নাহিদ ইসলাম
‘যুদ্ধ পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত’
ছাত্র-জনতার বিপ্লবে সরকার পরিবর্তন ছাড়া ‘অন্য কিছুই’ বদলায়নি : গয়েশ্বর চন্দ্র রায়
দেশের সামগ্রিক কল্যাণে জামায়াত ও জনতার ঐক্য সময়ের দাবী ; নোয়াখালীতে জামায়াতের রুকন সম্মেলনে এটিএম মাসুম
"ছাত্র-জনতার গণবিপ্লবের পর জামায়াতের পক্ষে গণজাগরণ সৃষ্টি হয়েছে"-মতিউর রহমান আকন্দ
ভোটার আবেদনের তিন মাসের মধ্যে দিতে হবে আঙুলের ছাপ, নইলে আবেদন বাতিল
কুমিল্লার ভাষাসৈনিক তাজুল ইসলাম শিকারপুরির ইন্তেকাল
নেট দুনিয়ায় প্রতিবাদের ঝড় : আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসনে ইন্দো-আমেরিকান পন্থীদের 'ফর্মুলা' ষড়যন্ত্র
জকিগঞ্জে প্রতিমা বিসর্জন : ভারত-বাংলার দুই তীরে সম্প্রীতির মিলনমেলা
পাকিস্তান দল থেকে বাবর-আফ্রিদি-নাসিম বাদ
সকল সিন্ডিকেট ভেঙ্গে ফেলতে হবে_ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ
চুরি হওয়া সম্পদ উদ্ধার নিয়ে ঢাকা ও ওয়াশিংটন আলোচনা
বরিশালে বিপুল উৎসাহ উদ্দীপনা ও শান্তি-শৃঙ্খলার মধ্যে দুর্গাপূজা সম্পন্ন বিসর্জন শুরু
জোকোভিচের অপেক্ষা বাড়িয়ে সাংহাই চ্যাম্পিয়ন সিনার
গভর্নর মোনায়েম খানের সময়ে যে উন্নয়ন হয়েছে তা আজও স্মরণ করার মত-বাংলাদেশ মুসলিম লীগ
স্বৈরাচারী হাসিনা ছাত্র -জনতার আন্দোলনে দেশ ছাড়তে বাধ্য হয়েছে
দেশ ও জাতির কল্যাণে -মুসলমান নাগরিক সমাজের আট দফা দাবিতে সমাবেশ
স্বাধীনতার পরে নজিরবিহীন নিরাপত্তা ও ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে শেষ হলো দুর্গোৎসব
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, শনাক্ত ৬৬০
টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিমা বিসর্জন দিতে গিয়ে দুই নৌকা সংঘর্ষে এক কিশোর নিহত