যুবকের পেটে ১৫টি কলম
২৮ মে ২০২৩, ০৯:৪৬ পিএম | আপডেট: ২৯ মে ২০২৩, ১২:০০ এএম

সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এন্ডোসকপি করে (৩৭) বছরের এক যুবকের পেট থেকে ১৫টি কলম বের করেছেন চিকিৎসক। মোতালেব হোসেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের আটারদাগ গ্রামের মৃত আবদুর রহমানের ছেলে।
মোতালেব পরিবারের সদস্যরা জানিয়েছে, মোতালেব ব্যথা ও অসুস্থতা নিয়ে একের পর এক চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। কিন্তু কোনো সমাধান মিলছিল না। শেষে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে এসে বিষয়টি ধরা পড়ে এবং ওই যুবকের পেট থেকে ১৫টি কলম বের করা হয়। এর আগে ২০০৬ সালেও মোতালেব হোসেনের পেট ব্যথা হয়েছিল। সে সময় অস্ত্রোপচার করে তার পেট থেকে দুটি লোহার টুকরা বের করা হয়।
হাসপাতালের সার্জারি বিভাগ সূত্র জানায়, মেডিসিন বিভাগের চিকিৎসকেরা দুই সপ্তাহ ধরে মোতালেব হোসেনের পেটব্যথার চিকিৎ্সা দিয়েছেন। কোনো ফল না পেয়ে পেটে এক্স-রে ও আলট্রাসনোগ্রাম করে বুঝতে পারেন, তার পাকস্থলিতে কলমজাতীয় বস্তু রয়েছে। এরপর বৃহস্পতিবার তিন ঘণ্টায় তার গলা দিয়ে টিউব ঢুকিয়ে (এন্ডোসকপি করে) ১৫টি কলম বের করা হয়। তার পেটে এখনও চার-পাঁচটি কলম রয়েছে।
মোতালেব হোসেনের মা লাইলী বেগম বলেন, আমার ছেলে ভালো ছাত্র ছিল। এসএসসি পাসের পর সে গাঁজায় আসক্ত হয়ে পড়ে। এরপর কখন কলমগুলো গিলেছে আমরা বলতে পারব না। দীর্ঘদিন সুস্থ স্বভাবিকভাবেই কাজ করেছে সে। এক বছর হলো পেট ব্যথায় অসুস্থ হয়ে পড়ে।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট আমিনুল ইসলাম ও বিভাগীয় প্রধান ডা. জাহিদুল ইসলাম বলেন, পেটের ব্যাথানিয়ে হাসপাতালে আসেন মোতালেব। তিনি মানষিক রোগী । পরে তার পেট পরিক্ষা করে দেখা যায় পেটের ভিতর অনেক গুলো কলম রয়েছে । তাকে হাসপাতালে ভর্তি করা হয়। কোন অপারেশন ছাড়াই এন্ডোস্কপির মাধ্যমে একে একে পেট থেকে বেড় করে আনা হয় ১৫ টি কলম। তার পেটে আর কলম আছে আগামী সোমবার বাকি কলম গুলো বের করা হবে। স্বাভাবিক অবস্থায় তিনি কীভাবে কলমগুলো গিললেন, বুঝতে পারছি না। এটি আসলেই চিন্তার বিষয়। আমাদের মনে হচ্ছে, তার স্নায়ুতন্ত্রের কোনো সমস্যা থাকতে পারে।
এবিষয়ে মোতালেব হোসেন বলেন, আগে একদম স্বাভাবিক ছিলাম। এক বছর ধরে পেটব্যথায় কোনো কাজ করতে পারছিলাম না। তবে কখন, কীভাবে কলমগুলো গিলে ফেলেছি, কিছুই বলতে পারছি না।
পরিবার জানায়, তাঁতের শাড়িতে ব্যবহার করা নকশা এঁকে সেটি তাঁতযন্ত্রে বসানোর কাজ করতেন মোতালেব হোসেন। তিনি ১৯৯৯ সালে প্রথম বিভাগে এসএসসি পাশ করেন। এরপর ২০২১ সালে এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও পরীক্ষা দেননি তিনি।
হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান ডা.জাহিদুল ইসলাম আরও বলেন, মোতালেব হোসেন এখন অনেকটাই সুস্থ। সবগুলো কলম অপসারণের পর তাকে স্নায়ুতন্ত্র বিভাগে চিকিৎসা দেওয়া হবে।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
আরও এক সঙ্গী হারালেন শান্ত

অর্থনৈতিক সম্পর্ক জোরদারে বাংলাদেশ ও মেক্সিকোর অঙ্গীকার

হিমশীতল চাঁদের মাটিতে চিরতরে ঘুমিয়ে পড়েছে ল্যান্ডার বিক্রম, আশঙ্কা বিজ্ঞানীদের

দলকে বিপদে ফেলে গেলেন মাহমুদউল্লাহ

স্ত্রীসহ বিআরটিএর সহকারী পরিচালক আলতাব হোসেনের বিরুদ্ধে দুদকে মামলা

ঝিনাইদহে রোডমার্চকে ঘিরে লোকারণ্য মিছিলে মিছিলে উত্তাল শহর

দিল্লিকে খুশি রাখতে চীনা জাহাজকে নোঙ্গর করার অনুমতি দিল না শ্রীলঙ্কা
চাপের মুখে একাই লড়ছেন অধিনায়ক শান্ত

মানুষ খেতে পারছে না,যুক্তরাষ্ট্রে আনন্দ ফুর্তি করছে শেখ হাসিনা: রিজভী

নেতৃত্বের দৌঁড়ে এগিয়ে থাকা রাবি ছাত্রলীগ নেতা দুর্জয়কে বিতর্কিত করার চেষ্টা

সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরবো না- মির্জা আব্বাস
দুর্ভাগ্যের শিকার মুশফিক

বিলাসবহুল ৪৯৮ গাড়ি নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে জাহাজ

গাজীপুরে জঙ্গলে নিয়ে গৃহবধূকে ধর্ষণ গ্রেফতার ২

র্যাব অভিযানে খাটের নিচে থেকে ১ লক্ষ পিস ইয়াবা উদ্ধার, আটক-১

চার স্বামীসহ ১২ জনকে খুন করেছেন যে নারী সিরিয়াল কিলার

ভিসা-মুক্ত নীতির অধীনে প্রথমবার চীনা পর্যটকদের স্বাগত জানাল থাইল্যান্ড

বিজিএমইএ : যুক্তরাষ্ট্রে পোশাক রফতানি কমেছে এক তৃতীয়াংশ, ইউরোপে ১৪.৫ শতাংশ

নভেম্বরের শুরুতে তফসিল, জানুয়ারিতে ভোট : ইসি
৬ ওভারেই নেই ৩ উইকেট