সবচেয়ে বড় বিক্ষোভ
১২ মার্চ ২০২৩, ০৮:০৫ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১১:৫৩ পিএম
নেতানিয়াহুর আইনী সংস্কার পরিকল্পনার প্রতিবাদ আর বিক্ষোভে ফেটে পড়ছে তেল আবিব। দেশটির কয়েক লাখ মানুষ অংশ নিয়েছে বিক্ষোভ সমাবেশে। কেউ কেউ বলছে, দেশটির ইতিহাসে সবচেয়ে বড় প্রতিবাদ সমাবেশ এটি। গত ১০ সপ্তাহ ধরে ইসরাইলজুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। জানা গেছে, রেকর্ড সংখ্যক মানুষ হাইফা শহরে বিক্ষোভে অংশ নেন। একই সঙ্গে তেল আবিবে বিক্ষোভে জড়ো হন ২ লাখের বেশি মানুষ। সমালোচকরা বলছেন, এই আইনী সংস্কার গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করবে। অথচ বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার বলছে, পরিকল্পিত পরিবর্তন ভোটারদের জন্য ভালো। ইসরাইলের নতুন সরকার দেশটির সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের যে কোনো সিদ্ধান্ত পার্লামেন্টে ভোটের মাধ্যমে বদলে দেওয়ার ক্ষমতার বিষয়ে প্রস্তাব এনেছে। বিচারক নিয়োগের ক্ষমতাও পার্লামেন্টের হাতে দেওয়ার প্রস্তাব করেছে নেতানিয়াহু সরকার। এরই জেরে চলছে প্রতিবাদ। এই সংস্কার বিরোধীদের দাবি, প্রস্তাব পাস হলে দেশটির সুপ্রিম কোর্ট দুর্বল হয়ে পড়বে। বিক্ষোভের সমন্বয়কারীরা জানিয়েছেন, প্রায় ৫ লাখ গণতন্ত্রপন্থি বিক্ষোভকারী শনিবার দেশব্যাপী রাস্তায় নেমেছিল। এই প্রতিবাদ কর্মসূচিকে ইসরাইলি গণমাধ্যম হারেৎজ ‘দেশের ইতিহাসে বৃহত্তম বিক্ষোভ’ বলে অভিহিত করেছে। বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিদ দক্ষিণাঞ্চলীয় শহর বেয়ের শেভাতে বলেন, দেশটি তার ইতিহাসে সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হচ্ছে। তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদের ঢেউ আমাদের আঘাত করছে, আমাদের অর্থনীতি বিপর্যস্ত হচ্ছে, দেশ থেকে অর্থপাচার হচ্ছে।’ ইরান ও সউদীর চুক্তি স্বাক্ষরের বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘গতকাল সউদী আরবের সঙ্গে ইরান একটি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে। কিন্তু এই সরকারের একমাত্র চিন্তা ইসরাইলি গণতন্ত্রকে চূর্ণ করা।’ তেল আবিবে বিক্ষোভে অংশ নিয়ে তামির গুয়েতসাব্রি নামে একজন রয়টার্সকে বলেন, ‘এটি বিচারিক সংস্কার নয়। এটি একটি বিপ্লব যা ইসরাইলকে সম্পূর্ণ একনায়কত্বের দিকে নিয়ে যাচ্ছে। আমি চাই ইসরাইল আমার সন্তানদের জন্য গণতন্ত্র বজায় রাখুক।’ অপর এক খবরে ভরা হয়, স্বাধীনতার জন্য লড়াই করতে করতে ক্লান্ত ফিলিস্তিনের জনগণ। তবে তারা মনোবল হারায়নি। যত দিন যাচ্ছে ততই ইহুদীদের আক্রমনে তাদের ভূমি হারাচ্ছে ও জনগণ মারা যাচ্ছে। তবে এর শেষ দেখতে চান সে দেশের জনগণের একাংশ। এবার তারা নতুন সংগঠন গঠন করেছেন। এ বছরের শুরু থেকে অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইহুদীবাদী ইসরাইলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের উত্তেজনা ও সহিংসতা বেড়ে গেছে। এ উত্তেজনায় নতুন করে নাম এসেছে লায়ন্স ডেন নামের একটি ফিলিস্তিনি গ্রুপের। আরবিতে এই যাদের নাম আরীন আল উসুদ। সশস্ত্র আন্দোলনকারী নতুন এই গ্রুপটির উত্থান হয়েছে পশ্চিম তীরের উত্তরাঞ্চলীয় নাবলুস শহরের পুরনো অংশ থেকে। ইসরাইলি সৈন্য ও বসতি স্থাপনকারীদের ওপর সম্প্রতি যেসব হামলা পরিচালিত হয়েছে, এই গ্রুপটিই তার পেছনে রয়েছে বলে ধারণা করা হয়। এই গ্রুপের সদস্য ও সমর্থকরা মূলত তরুণ ফিলিস্তিনি এবং তারা দাবি করে যে গত কয়েক দশক ধরে যেসব দল বা গোষ্ঠী ফিলিস্তিনি রাজনীতিকে পরিচালনা করছে সেগুলোর সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। পশ্চিম তীরের রামাল্লাহ শহর-ভিত্তিক হরাইজন সেন্টার ফর পলিটিক্যাল স্টাডিজ নামের একটি গবেষণা প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক ইব্রাহিম জিবরিল দালালশা বলেন, লায়ন্স ডেন হচ্ছে একদল ক্রুদ্ধ ফিলিস্তিনি তরুণের একটি গ্রুপ। এদের বেশিরভাগেরই বয়স কুড়ির ঘরে। পশ্চিম তীর অথবা গাজায় যেসব রাজনৈতিক দল আছে তারা এগুলোর কোনোটির সাথে জড়িত নয়। তারা হচ্ছে এমন একটি গ্রুপ যারা মূলত ইসরাইলি দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করার ওপর জোর দিচ্ছে। সশস্ত্র এই গ্রুপটি প্রধানত নাবলুস শহরে সক্রিয়, বিশেষ করে আল-ইয়াসমিনা এলাকায়। হারেৎজ, বিবিসি, রয়টার্স।
বিভাগ : আজকের পত্রিকা
মন্তব্য করুন
আরও পড়ুন
রাজধানীতে শুরু হলো চার দিনব্যাপী গার্মেন্টস এক্সেসরিজ ও প্যাকেজিং পণ্য প্রদর্শনী
১৫ জানুয়ারির মধ্যে প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন ঘোষণা চাই : হাসনাত
জন্মদিনে স্ত্রীর নগ্ন ছবি ভাইরাল করলেন মার্কিন র্যাপার
ইবির কেন্দ্রীয় লাইব্রেরি ছুটির দিনেও খোলা থাকছে
চাঁদপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় পথচারী নিহত
লন্ডন ক্লিনিকে খালেদা জিয়া
লাখো মানুষের ভালবাসা ও শ্রদ্ধায় চিরনিন্দ্রায় সমাহিত শায়খুল হাদীস আল্লামা মুকাদ্দাস আলী
ঝিকরগাছায় ফার্মেসীতে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়
পাঠ্যপুস্তকে বিতর্কিত ‘আদিবাসী’ শব্দ: জড়িতদের শাস্তি চেয়ে ঢাবি শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন
কক্সবাজার জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় চলছে হরিলুট- জমজমাট ঘুষ-বাণিজ্য, দেখার কেউ নেই!
রেলওয়ের স্টেশন মাস্টারকে ছুরিকাঘাত করে টাকা ছিনতাই
ছাগলনাইয়া সিএনজি শো-রুম মালিক সমিতির নির্বাচন সম্পন্ন
হোসেনপুরে আমেরিকা প্রবাসির বাড়ীতে ডাকাতি
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের আদেশ
ঘুরে দাঁড়াবে ঢাকা, বিশ্বাস মোসাদ্দেকের
কোটা বাতিলসহ নয় দফা দাবিতে চবির পাঁচ শিক্ষার্থীর অনশন
আগামীর বাংলাদেশে কোন ফ্যাসিস্ট সরকারের ঠাঁই হবে না.-মিয়া মিজানুর রহমান
ফ্রান্স ছাড়ার ঘোষণা দিলেন দেশ্যম
কালিয়াকৈরে বিয়ের ৪দিন পর স্বামীর আত্মহত্যা
নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ বিএনপির ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি