ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

বরিশালে বিমানের শনিবারের বর্ধিত ফ্লাইট বাতিল

Daily Inqilab নাছিম উল আলম :

০৯ মার্চ ২০২৩, ০৯:৫৭ পিএম | আপডেট: ৩০ এপ্রিল ২০২৩, ১০:৪২ পিএম

যাত্রী চাহিদা অনুযায়ী বরিশাল সেক্টরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর নতুন সময়সূচী বৃহস্পতিবার থেকে কার্যকর হলেও গ্রীষ্মকালীন সময়সূচীতে বর্ধিত ফ্লাইটটি শেষ পর্যন্ত থাকছে না। উপরন্তু ১ মার্চ থেকে দেশের স্বল্প দূরত্বের বরিশাল সেক্টরে যাত্রী ভাড়া ২শ’ টাকা বৃদ্ধি করা হয়েছে। যা বেসরকারি এয়ারলাইন্স-এর চেয়ে ৪শ’ টাকা বেশী।
আগামী ২৫ মার্চ থেকে শনিবারেও বরিশাল সেক্টরে ৪র্থ ফ্লাইট চালুর কথা ছিল। সে অনুযায়ী বিমান-এর সেন্ট্রাল কন্ট্রোল থেকে শনিবার সকাল ৮টা ২৫ মিনিটে ঢাকা থেকে এবং সকাল সাড়ে ৯ টায় বরিশাল থেকে ফ্লাইট চলাচলের তফসিলও দেয়া হয়েছিল। বরিশাল সেলস অফিস থেকে সে ধরনের প্রস্তুতিও গ্রহন করা হচ্ছিল। কিন্তু রহস্যজনক কারণে ঘোষিত সিডিউলে শেষ পর্যন্ত শনিবারের ফ্লাইটটি বাতিল করা হয়েছে।
মাসখানেক আগে ঘোষিত গ্রীষ্মকালীন সিডিউলে বরিশালে ৪র্থ ফ্লাইট হিসেবে মঙ্গলবার দুপুরে ফ্লাইট ঘোষণা করা হয়। কিন্তু আগে থেকেই বরিশাল সেক্টেরে বৃহস্পতিবার বিকেলে এবং অন্য সবগুলো দিন সকালে ফ্লাইটের দাবি ছিল যাত্রীদের। মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন মহল থেকেও একই বিষয়ে বিমান কর্তৃপক্ষের মনযোগ আকর্ষণ করা হলে ৯ মার্চ থেকে যাত্রী সুবিধা অনুযায়ী বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টায় এবং শুক্র ও রোববার সকাল ৮টা ২৫ মিনিটে নতুন সময়সূচী কার্যকর করেছে বিমান। পাশাপাশি মঙ্গলবারে ফ্লাইটটি শনিবারে নির্ধারন করা ছিল। কিন্তু শেষ পর্যন্ত শনিবারের ফ্লাইটটি বাতিলের কারণ সম্পর্কে কোনো মহল থেকেই সুস্পষ্ট কিছু বলা হয়নি। বিষয়টি নিয়ে বিমান-এর সেন্ট্রাল কন্ট্রোল ও মার্কেটিং বিভাগের বক্তব্যের কোনো মিল খুঁজে পাওয়া যায়নি।
করোনা মহামারীর কারণে বন্ধের পরে স্বাধিনতার সূবর্ণ জয়ন্তির প্রভাতে ২০২১-এর ২৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বরিশালের আকাশে আবার ডানা মেলে জাতীয় পতাকাবাহী বিমান। প্রধানমন্ত্রীর দফতরের সরাসরি নির্দেশে বরিশাল সেক্টরে নিয়মিত ওই ফ্লাইট চালু করা হলেও গত বছর পদ্মা সেতু চালুর অজুহাত তুলে ৫ আগস্ট থেকে বরিশাল সেক্টরে জাতীয় পতাকাবাহী বিমান-এর নিয়মিত ফ্লাইট সপ্তাহে ৩ দিনে হ্রাস করা হয়। তবে এজন্য প্রধানমন্ত্রীর দফতর বা মন্ত্রণালয়ের অনুমোদন দুরের কথা অবহিত পর্যন্ত করেননি তৎকালীন ব্যবস্থাপানা পরিচালক।
বিষয়টি নিয়ে দক্ষিণাঞ্চলের আমজনতাসহ জনপ্রতিনিধিগণ পর্যন্ত হতাশ ও ক্ষুব্ধ। এমনকি বিভিন্ন মহল থেকে এব্যাপারে বিমান চলাচল মন্ত্রণালয়সহ সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপও কামনা করা হয়েছে। অভিযোগ রয়েছে, বেসরকারি এয়ারলাইন্সকে সুবিধা প্রদানের লক্ষ্যেই বিমান-এর একটি কুচক্রী মহল কোনো ধরনের যুক্তিগ্রাহ্য কারণ ছাড়াই গত ৫ আগস্ট থেকে বরিশাল সেক্টরে নিয়মিত ফ্লাইট সপ্তাহে ৩ দিনে হ্রাস করা হয়। এমনকি সাধারণ যাত্রীদের দাবি অনুযায়ী ফ্লাইট বৃদ্ধি করা হচ্ছে না। অথচ পদ্মা সেতু চালুর পরেও বেসরকারি ইউএস বাংলা এখনো কোন কোন দিন দেশের স্বল্প দুরত্বের বরিশাল সেক্টরের একপথে ১০ হাজার ৬শ’ টাকায়ও টিকেট বিক্রি করছে। যা ঢাকা থেকে কোলকাতার ভাড়ার চেয়েও বেশী।
তবে নানামুখি আত্মঘাতি কর্মকান্ড ও যাত্রী বিরূপ সময়সূচীর পরেও গত বছর বরিশাল সেক্টরে বিমান-এ যাত্রী ভ্রমণের হার ছিল ফ্লাইট প্রতি ৭০%-এরও বেশী। এমনকি বরিশাল সেলস অফিসে রাজস্ব আয় লক্ষ্যমাত্রার প্রায় দ্বিগুনেরও বেশী বলে একাধিক সূত্র জানা গেছে।
এসব বিষয়ে ইতোপূর্বে বিমান-এর ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম-এর সাথে সেল ফোনে আলাপ করা হলে তিনি ‘বরিশাল সেক্টর নিয়ে ইতিবাচক পদক্ষেপ গ্রহনের চেষ্টা চলছে’ বলে জানিয়েছিলেন। সে সময় তিনি ‘বরিশাল সেক্টরের ফ্লাইট সময়সূচী যাত্রীবান্ধব নয়’ বলে স্বীকার করে, এর ফলে ‘ফ্লাইট লোড হ্রাস’ পাবার বিষয়টির সাথেও একমতপোষন করেন। ‘সব কিছু বিবেচনায় নিয়েই ইতিবাচক ধারায় ফেরার চেষ্টা চলছে’ বলে জানিয়ে ক্রু সংকটের কারণেও খুব দ্রুত সবকিছু ঠিক করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছিলেন বিমান-এর প্রধান নির্বাহী।
এ ব্যাপারে বিমান-এর পরিচালক প্রশাসন এবং মার্কেটিং ও সেলস সিদ্দিকুর রহমান এয়ারক্রাফট ও ক্রু সংকটের কারণে বরিশাল সেক্টর নিয়ে কিছু সমস্যার কথা জানিয়ে বিদ্যমান ফ্লাইটের পাশাপশি বরিশাল থেকে চট্টগ্রামেরও ফ্লাইট চালুর বিষয়টি বিবেচনায় রয়েছে বলে জানিয়েছিলেন। তবে আসন্ন গ্রীষ্মকালীন সময়সূচীতেও বরিশাল সেক্টেরে ১টি ফ্লাইট বাড়ানোর যে সম্ভাবনা সৃষ্টি হয়েছিল, তাও বিলীন হওয়ায় হতাশ ও ক্ষুব্ধ সাধারণযাত্রীসহ আমজনতা।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান ৭ দিনের রিমান্ডে

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

বিচার শুরু হলে হাসিনাকে ফেরত চাওয়া হবে : আইন উপদেষ্টা

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

লোহাগড়ায় দিনে-দুপুরে বসতবাড়ি পুড়ে ছাই

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

রাষ্ট্রীয় কল্যাণে অবদান রাখার সুযোগ দিন আলেমদেরকে

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

দুই মেডিকেল টেকনোলজিস্টের ওপর হামলার ঘটনায় বিএমটিএর নিন্দা

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে অবিলম্বে আটক করতে হবে : আবু হানিফ

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী  প্রকাশের নীতিমালা অনুমোদন

উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণী প্রকাশের নীতিমালা অনুমোদন

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সাবেক মন্ত্রী শ ম রেজাউল-এমপি হেনরিসহ ৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

পটুয়াখালী মেডিক্যাল কলেজ ছাত্রলীগের সভাপতিকে একবছর ,সাধারন সম্পাদককে দুই বছর একাডেমীক কার্যক্রম থেকে বহিস্কারসহ উভয়কে হোস্টেল থেকে আজীবন বহিস্কার।

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

ঢাবিতে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে ৫ শিক্ষার্থী গ্রেফতার

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

রাজউক চেয়ারম্যানের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল