বৈধ অস্ত্রধারীদের তালিকা তৈরির নির্দেশ
৩০ মে ২০২৩, ১০:৫৭ পিএম | আপডেট: ৩১ মে ২০২৩, ১২:০০ এএম
ঢাকায় বৈধ অস্ত্রধারীদের তালিকা হালনাগাদ করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক। একই সঙ্গে অস্ত্র ব্যবসায়ীদের দোকানে থাকা অস্ত্র ও গুলি আমদানির কাগজপত্রের সঙ্গে মিলিয়ে দেখার নির্দেশনাও দেওয়া হয়েছে। এছাড়া অস্ত্র ও গুলি কাদের কাছে বিক্রি করা হচ্ছে, তাও খতিয়ে দেখবে পুলিশ। সম্প্রতি ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক ঢাকার ৮টি ক্রাইম বিভাগের উপ-কমিশনারদের (ডিসি) এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) ড.খন্দকার মহিদ উদ্দিন বলেন, যাদের কাছে বৈধ অস্ত্র ও গুলি রয়েছে, তাদের তালিকাটা হালনাগাদ করা হচ্ছে। এর পেছনে বিশেষ কোনও উদ্দেশ্য নেই।
ডিএমপির সর্বশেষ ক্রাইম কনফারেন্সেও বৈধ অস্ত্রধারীদের তালিকা নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে বৈধ অস্ত্র দিয়ে কোনও অবৈধ কর্মকা- করতে না পারে, সেজন্য আগে থেকেই অস্ত্র ও গুলির হিসাব ও অস্ত্রধারীদের তালিকা হালনাগাদ করার বিষয়ে নির্দেশনা দেওয়া হয়।
অস্ত্র ব্যবসায়ীদের অস্ত্র ও গুলি আমদানি এবং কী কী অস্ত্র থাকার কথা, সংশ্লিষ্ট বিভাগের ডিসিদের ইনভয়েসের সঙ্গে তা মিলিয়ে দেখতে হবে। কার কাছ থেকে অস্ত্র ও গুলি আমদানি করা হয় এবং কার কাছে বিক্রি করা হচ্ছে, সেসব তথ্য সংগ্রহ করতে হবে। জেলা প্রশাসন থেকে তালিকা সংগ্রহ করে এবং যেসব বৈধ অস্ত্রের লাইসেন্সধারী ব্যবহারকারীরা ডিএমপির বিভিন্ন থানায় জিডির মাধ্যমে তথ্য দিয়েছেন, তা যাচাই-বাছাই করে ডিএমপিতে কত সংখ্যক বৈধ অস্ত্র লাইসেন্সধারী অস্ত্র ও গুলি আছে, তার তথ্য সংগ্রহ করে জেসি (যুগ্ম কমিশনার) ক্রাইম বরাবর প্রতিবেদন পাঠাতে হবে।
নির্দেশনামতে, এ পর্যন্ত ডিএমপিতে কতগুলো অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, তার সংখ্যার বিষয়ে ক্রাইম বিভাগের সব ডিসি তালিকা প্রস্তুত করবেন। ঢাকার বাইরে জেলা পুলিশ সুপারদের কাছ থেকে কতগুলো বৈধ লাইসেন্সধারী অস্ত্র ডিএমপি এলাকায় আছে, তার তথ্য সংগ্রহ করতে হবে। এছাড়া গান চেকিংয়ের ক্ষেত্রে প্রদত্ত ছক অনুযায়ী সুনির্দিষ্ট তথ্য সংবলিত রেজিস্টার সংরক্ষণ করতে হবে। বৈধ অস্ত্র ব্যবহারকারীদের বয়স, স্বাস্থ্যগত অবস্থা বিবেচনা করে তার অস্ত্র-গুলি ব্যবহার করার প্রয়োজন আছে কিনা, তা থানাগুলোর ওসিরা যাচাই-বাছাই করবেন।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন কর্মকর্তা জানান, বিভিন্ন সময়ে বৈধ অস্ত্রধারীদের অস্ত্র ভাড়ায় দেওয়া বা বৈধ অস্ত্র দিয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে এই প্রবণতা আরও বাড়তে পারে। এজন্য বৈধ অস্ত্রধারীদের তালিকা হালনাগাদ করে যাতে তাদের নজরদারি করা যায়, এজন্যই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হয়েছে। অস্ত্র ব্যবসায়ীদের অনেকেই বৈধ অস্ত্র বিক্রির পাশাপাশি অবৈধ অস্ত্র বা অনুমোদনহীন অস্ত্র ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। গত বছরের শুরুতে ঢাকায় আলোচিত আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুসহ জোড়া খুনের ঘটনায় গুলি সরবরাহ করেছিলেন একজন বৈধ অস্ত্র ব্যবসায়ী। পুরানা পল্টনের আর্মস মিউজিয়াম নামে একটি বৈধ অস্ত্রের দোকানের মালিক ইমরান হোসেন জিতু ওই জোড়া খুনে ব্যবহৃত গুলি সরবরাহ করেছিলেন। ওই মামলায় জিতু গ্রেফতার হয়ে এখনও কারাবন্দি রয়েছেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, বিভিন্ন সময়ে গ্রেফতার হওয়া সন্ত্রাসীরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তারা অনেক বৈধ অস্ত্র ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন সময় গুলি কিনেছেন। বৈধ অস্ত্র ব্যবসায়ীরা তাদের ব্যবসার আড়ালে অবৈধ গুলি সংগ্রহ করে বিক্রি করেন।
উল্লেখ্য, প্রতি বছর একটা নির্দিষ্ট সংখ্যক করদাতা বৈধ অস্ত্রের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করতে পারেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি যাচাই-বাছাই করার পর অনুমোদন দিলে জেলা প্রশাসক বৈধ অস্ত্র ব্যবহারের জন্য লাইসেন্স ইস্যু করেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ভোগান্তি লাখো মানুষের
ভোগান্তিতে সেবা নিতে আসা জনসাধারণ
আদমদীঘিতে ফসলি জমিতে ফের কোল্ড স্টোর নির্মাণ
পদ্মার চরে শিকারিদের কবলে অতিথি পাখি
বাগেরহাটে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ ৮ বাড়িতে অগ্নিসংযোগ, আহত ২০
গ্যাস্ট্রোএন্টারোলজি সোসাইটির নতুন কমিটি গঠন
বিপন্ন প্রজাতির হনুমান পাচারকালে ২ জনের কারাদ-
মিরপুরে তুরাগ নদী এলাকায় উচ্ছেদ অভিযান
৪৮ ঘণ্টা পরও লাশ ফেরত দেয়নি বিএসএফ
ঢাকা বিমানবন্দরে পাখির আঘাতের হার বৈশ্বিক গড়ের চেয়ে বেশি
ভারত আইনের শাসন মানে না : রিজভী
ভয়াবহ দাবানলে ছাড়খাড় লস অ্যাঞ্জেলেস
সরকারের সঙ্গে আলোচনার নির্দেশনা ইমরান খানের
‘উন্নয়ন চাইলেও গণতন্ত্র দরকার সংস্কার চাইলেও গণতন্ত্র দরকার’ : বিএনপি শীর্ষ নেতা নজরুল ইসলাম খান
ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তাকে ছুরিকাঘাত
সচিবালয়ের সামনে ধাওয়া-পাল্টা ধাওয়া
আওয়ামী সরকারের অসহযোগীতায় ব্রাজিল থেকে গরুর গোশত আমদানি করা সম্ভব হয়নি : রাষ্ট্রদূত
বেনজীরের স্ত্রী-মেয়ের আয়কর নথি জব্দের নির্দেশ, ভাইসহ সাবেক ডিবি প্রধান হারুনের আয়কর নথি জব্দের নির্দেশ
এবি পার্টির চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে নির্বাচনি বিতর্ক
নাশকতার মামলায় গয়েশ্বর-রিজভীসহ ১৭৩ নেতাকর্মীকে অব্যাহতি