ট্রেনে টিকিট চেকিংয়ে কড়াকড়ি
২৫ জুন ২০২৩, ১০:৫৫ পিএম | আপডেট: ২৬ জুন ২০২৩, ১২:০০ এএম
ট্রেনের টিকিট শতভাগ অনলাইনে বিক্রির কারণে কমলাপুরে নেই চিরচেনা ভিড়। চেকিংয়ে কড়াকড়ির কারণে টিকিট ছাড়া প্ল্যাটফর্মে প্রবেশ করতে না পারায় সেখানেও নেই অতিরিক্ত চাপ। প্রতিটি ট্রেন ছাড়ার আগে নন-এসি মোট আসন সংখ্যার ২৫ ভাগ স্ট্যান্ডিং টিকিট হিসেবে ছাড়া হচ্ছে, তবে সেখানে লাইন থাকলেও তা খুব বড় নয়। তবে সরকারি ছুটি শুরু হলে ট্রেনে ভিড় কিছুটা বাড়তে পারে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা। গতকাল রোববার ট্রেনে ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা গেছে এমন চিত্র। গত ১৫ জুন যারা অগ্রিম টিকিট কেটেছেন তারাই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন।
সরেজমিন দেখা যায়, স্টেশনের ব্যবস্থাপনা ঠিক রাখতে বাঁশের ছয়টি গেট তৈরি করেছে স্টেশন কর্তৃপক্ষ। সেখানে ট্রেনের টিকিট ও এনআইডি কার্ড চেক করা হচ্ছে। বাঁশের গেটের পেছনের অংশে কমিউটার ট্রেনগুলোর টিকিট কাউন্টার থাকলেও সেগুলো স্থানান্তর করা হয়েছে। এতে কমিউটার ট্রেনের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মোট ৩২ জোড়া ট্রেন যাত্রী নিয়ে দেশের বিভিন্ন গন্তব্যের উদ্দেশে রওনা হয়েছে কমলাপুর ও ক্যান্টনমেন্ট রেলস্টেশন থেকে। নির্ধারিত সময়েই প্ল্যাটফর্মে আসছে প্রতিটি ট্রেন। এ ছাড়া যাত্রীচাপ সামাল দিতে আজ পঞ্চগড়, লালমনিরহাটসহ তিনটি রুটে বিশেষ ট্রেন চালু করা হয়েছে। সব মিলিয়ে ৫২ জোড়া ট্রেনে ৫০ থেকে ৬০ হাজার যাত্রী আজ ঢাকা ছাড়ছেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।
যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের ঈদযাত্রা এখন পর্যন্ত নির্বিঘেœই করতে পেরেছেন তারা, তাদের প্রত্যাশা যাবার পথের মতো ফিরতি যাত্রাতেও নির্বিঘেœ ফিরতে পারবেন তারা। এছাড়া, টিকিট ছাড়া ভ্রমণ না করতে পারার বিষয়ে তদারকি সব সময়ের জন্য চেয়েছেন যাত্রীরা।
মোহনগঞ্জ এক্সপ্রেসের এক যাত্রী জানালেন শতভাগ টিকিট অনলাইনে দেওয়ায় অন্যান্যবারের মতো ভোগান্তিতে পড়তে হচ্ছে না। চেকিংয়ের বিষয়ে তিনি বলেন, রেলওয়ে কর্তৃপক্ষের উচিত সারা বছরই এমন চেকিং চালু রাখা।
এদিকে, ট্রেনের বগিগুলোতে স্ট্যান্ডিং টিকিটের জন্য স্বাভাবিক চাপ থাকলেও তেমন কোনও ভিড় দেখা যায়নি। এবারের ঈদে যাত্রীদের সুবিধার্থে শোভন শ্রেণির (নন-এসি) মোট আসনের ২৫ শতাংশ আসনবিহীন টিকিট (স্ট্যান্ডিং) যাত্রার দিন কাউন্টার থেকে বিক্রি করা হবে বলে আগেই জানানো হয়েছে।
এ বিষয়ে কমলাপুর রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার বলেন, আসলে কমিউটার ট্রেনের কাউন্টার গতবারের অভিজ্ঞতা থেকে সরানো হয়েছে। গতবার ঈদের আগের দিন ঘটেছিল অনাকাক্সিক্ষত ঘটনা। প্রচুর মানুষ প্ল্যাটফর্মে ঢুকে পড়েছিল। এবার যেন এমনটি না হয়, তাই এ ব্যবস্থা করা হয়েছে। ঈদযাত্রার সার্বিক বিষয়ে জানতে চাইলে ঢাকা বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক মোহাম্মদ সফিকুর রহমান বলেন, আমরা আশা করছি এবারের ঈদযাত্রা ট্রেনযাত্রীরা উপভোগ করতে পারবেন। যারা টিকিট কাটবেন শুধু তারাই আমাদের সেবা পাবেন। টিকিট ছাড়া কোনও যাত্রীকে স্টেশনে প্রবেশ করতে দেওয়া হবে না। তার জন্য আমাদের টিটিই, টিসি, আরএনবি এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কঠোর চেকিং ব্যবস্থা রেখেছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
মির্জাপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক জাহাঙ্গীর মৃধার পদ স্থগিত
বাংলাদেশে অনুপ্রবেশকালে বিজিবি হেফাজতে ৩৬ মিয়ানমার নাগরিক
খালেদা জিয়ার সঙ্গে কর্নেল অলির সাক্ষাৎ
বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি নাসির মহাসচিব নেওয়াজ
আইনজীবীদের জুরিসপ্রুডেন্সের ওপর বই লেখার আহ্বান প্রধান বিচারপতির
রোমানিয়ায় কূটনীতিক মহসিনকে শাস্তির দাবিতে ৭ দিনের আলটিমেটাম
লক্ষ্মীপুরে ফিটনেস বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান, ৩৯ হাজার টাকা জরিমানা
দক্ষিণ এশিয়ান টেনিস বল ক্রিকেট চ্যাম্পিয়ানশীপে রানার্স-আপ সৈয়দপুর দলকে সংবর্ধনা
সাভার হাইওয়ে থানার ইনচার্জ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত
ভাড়াটিয়াসহ মালিককে বের করে বসত বাড়ি দখল
যে মামলায় আটক লতিফ বিশ্বাস
নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুতি নিতে হবে
প্রশাসন সংস্কারে কঠোর হতে হবে
অসভ্য নগরীতে পরিণত ঢাকা
মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে চীনের পাল্টা নিষেধাজ্ঞা
সমুদ্রে ক্ষয়যোগ্য শক্ত প্লাস্টিক ব্যবহার করা যাবে গাড়িতেও
উৎসবে আতশবাজি নিষিদ্ধে হাজারও মানুষের আবেদন
বাথরুমের নাম করে গয়না নিয়ে পালালেন কনে
অর্থ, রসিদ বই নিয়ে পালিয়ে গেল ইসকনের কর্মী
পণবন্দীর ভিডিও প্রকাশ হামাসের ইসরাইলে মুক্তির দাবিতে বিক্ষোভ