নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষকদের প্রস্তুতি নিতে হবে
০৬ জানুয়ারি ২০২৫, ১২:২২ এএম | আপডেট: ০৬ জানুয়ারি ২০২৫, ১২:২২ এএম
বাংলাদেশ প্রাকৃতিকভাবেই একটি অপার সম্ভাবনার দেশ। সুজলা-সুফলা, শস্য-শ্যামলার নৈসর্গিক প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গীয় ভূমি আমাদের এ বাংলাদেশ। এ দেশটির জন্য ২০২৫ সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সময়। দীর্ঘ ১৬ বছরের একতরফাভাবে নিয়ন্ত্রিত সরকার ব্যবস্থার পরিবর্তনের সাথে সাথে দেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতি, জনমানবের জীবনবোধ, শিক্ষা, স্বাস্থ্য, রাজনীতি ও সমাজনীতিতে এসেছে ব্যাপক পরিবর্তন। ২০২৪ সালের আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের ধারায় প্রতিষ্ঠিত হয়েছে নতুন সরকার। দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সরকারের যে দিকটি বেশি গুরুত্ব পেয়েছে সেটি হলো শিক্ষা। এ সরকার শিক্ষা খাতকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ২০২৫ সালকে নতুন পরিকল্পনায় সাজিয়ে শিক্ষকতা পেশার জন্য একটি সমৃদ্ধ এবং আশাবাদী বছর হওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
শিক্ষাখাতের পরিবর্তন ও পরিমার্জনের এ ধারায় সরকার যে পাঠ্যক্রমই প্রণয়ন করুক না কেন, তা বাস্তবায়ন করতে শিক্ষকদের নিতে হবে ব্যাপক প্রস্তুতি। পরিবর্তিত ও বিবর্তিত শিক্ষা ব্যবস্থায় শিক্ষকদের জন্য অনেক বড় বড় চ্যালেঞ্জ তৈরি হলেও তাদের সেগুলি মোকাবিলা করার জন্য শক্তভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাই, ২০২৫ সালের সকল চ্যালেঞ্জ মোকাবিলায় আমি শিক্ষকদের জন্য উল্লেখযোগ্য কয়েকটি টিপসের রূপরেখা প্রদান করতে চেষ্টা করছি, যা তাদের যে কোন সংকট উত্তরণে সহায়তা করবে এবং শিক্ষকতার অধীনে থাকা শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম সম্ভাব্য শিক্ষাগত ফলাফল প্রদান করতে দিশা দেখাবে।
২০২৫ সালের শিক্ষকদের জন্য সবচেয়ে বড় প্রস্তুতি হবে তাদের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানো। আগামী বছরগুলিতে শিক্ষার বাজারে প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বৃদ্ধি পাবে এবং শিক্ষায় উন্নত পরিবেশ দিতে ও শিখন সরঞ্জাম নিশ্চিত করতে অনেক অত্যাধুনিক প্লাটফর্মের উদ্ভব হবে। এগুলির যথাযোগ্য ব্যবহারে শিক্ষকগণ প্রস্তুত না থাকলে শিক্ষার সঠিক স্বাদ আস্বাদন করতে ব্যর্থ হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানও চরম ক্ষতির সম্মুখে নিপ্তিত হবে। ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অগমেন্টেড রিয়েলিটি (এআর) এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এর পছন্দগুলি অতীতের তুলনায় শিক্ষার ক্ষেত্রে আরও কেন্দ্রীয় ভূমিকা পালন করবে। এই টুলগুলিতে আরও ইন্টারেক্টিভ, ব্যক্তিগতকৃত এবং পাঠ প্রদানের কৌশলে নিজেদের পারদর্শী না করলে শিক্ষার মূল লক্ষ্যচ্যুত হওয়ার আশঙ্কা দেখা দেবে। অনেক শিক্ষকই ইতোমধ্যে জানেন যে, চ্যাটজিপিটি এবং অন্যান্য এআই-চালিত শিক্ষা-সহকারীর মতো প্ল্যাটফর্মগুলি ইতিমধ্যেই তাদের শিক্ষণ-শিখন প্রক্রিয়ায় পরিবর্তন আনতে শুরু করেছে। অর্থাৎ, পেশাদার শিক্ষকগণ এ সকল আধুনিক প্লাটফর্মের সহায়তায় তাদের দক্ষতা উন্নত করতে পারেন এবং প্রশাসনিক ও সময়সাপেক্ষ কাজগুলির চেয়ে বেশি মূল্যবান কাজগুলিতে ফোকাস করতে পারেন। সুতরাং নতুন প্রযুক্তি সম্পর্কে শেখার প্রচেষ্টা বিনিয়োগ করা এবং উদীয়মান সরঞ্জামগুলির বিষয়ে অবগত থাকা শিক্ষকদের জন্য অত্যন্ত আবশ্যক, যা আমাদের শিক্ষাকে উন্নত করতে পারে এবং ২০২৫ সালে শিক্ষকদের জন্য এটি একটি অগ্রাধিকারভিত্তিক প্রস্তুতি হওয়া উচিত।
সিপিডি বা ‘কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট’ তথা অব্যাহত পেশাদারিত্ব উন্নয়ন প্রশিক্ষণ, ২০২৫ সালের শিক্ষকদের জন্য একটি নিয়মিত প্রস্তুতি। পেশাদার শিক্ষকদের তাদের কর্মজীবনে অগ্রগতি করতে এবং তাদের বিদ্যমান দক্ষতা বাড়াতে সক্ষম করার জন্য প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার বাজার স্থির থাকে না, ক্ষণে ক্ষণে এটির পরিবর্তন আবশ্যক হয়ে ওঠে। তাই শিক্ষকদের সিপিডি-এর উপর ফোকাস করতে হবে এবং সর্বশেষ প্রয়োজনীয়তাগুলির সাথে আপ টু ডেট থাকার জন্য ক্রমাগত নতুন শেখার সুযোগগুলি গ্রহণ করতে হবে। এটি প্রযুক্তির উপরোক্ত বৃদ্ধির সাথে বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং যারা এই সুযোগগুলিকে পুঁজি করে প্রাসঙ্গিক মূল দক্ষতা বিকাশ করতে পারে, তাদের সর্বত্রই উল্লেখযোগ্য চাহিদা থাকবে।
নিজের নেটওয়ার্ক বুস্টআপ করা ২০২৫ সালের শিক্ষকদের জন্য অন্যতম একটি প্রস্তুতি। এটি নিজের সহকর্মীদের এবং বৃহত্তর শিক্ষাগোষ্ঠীর সাথে সম্পর্ক তৈরি করতে সাহায্য করে। এটি শুধুমাত্র শিক্ষকদের পেশাগত জীবনকে উল্লেখযোগ্যভাবে উপভোগ্য করে তোলে না, বরং এটি নতুন সুযোগের দরজাও খুলে দিতে পারে। পেশাদার অ্যাসোসিয়েশনে যোগদানের মাধ্যমে বা সামাজিক মিডিয়াতে বা শিল্প ইভেন্ট এবং সম্মেলনসহ বিভিন্ন পেশাদারদের সাথে জড়িত থাকার মাধ্যমে শিক্ষকদের নেটওয়ার্ক তৈরি করা যেতে পারে। একটি প্রবাদ রয়েছে, ‘আপনি যা জানেন তা নয়, বরং আপনি যাকে চেনেন, সেটিই মোক্ষম’। নিজের পরিচিতি, বন্ধু এবং প্রাক্তন বা বর্তমান সহকর্মীরা সবাই তার পক্ষে ওকালতি করতে পারেন, যদি তিনি এভাবে নিজের অবস্থান তৈরি করতে পারেন। এ কারণে বা আরও অনেক কিছুর জন্য, যেখানেই সম্ভব শিক্ষকদের নেটওয়ার্ক বজায় রাখা এবং প্রসারিত করা মূল্যবান।
সুস্থতা স্রষ্টার দেয়া শ্রেষ্ঠতম নেয়ামত। আর শিক্ষকতা পেশার জন্য শিক্ষককে বেশি সুস্থ্য থাকাটা জরুরি। তাই, শিক্ষকদের শারীরিক ও মানসিক সুস্থতাকে অগ্রাধিকার দিতে হবে। জন মিল্টন শিক্ষা বলতে শরীর, আত্মা ও মনের সমন্বিত উন্নয়নকে বুঝিয়েছেন। শিক্ষকতা পেশাকে সুসংহত ও সুসংগত করতে শিক্ষকদের অবশ্যই তাদের স্বাস্থ্য ভালো রাখতে হবে। তাদের দৈনন্দিন রুটিনে মননশীলতা এবং ব্যায়ামের মতো দিকগুলিকে অন্তর্ভুক্ত করতে হবে এবং তাদের শখ এবং ব্যক্তিগত জীবনের জন্য নিয়মিত সময় বরাদ্দ রাখতে হবে। প্রয়োজনে তাদের অতিরিক্ত সহায়তার জন্য মানসিক স্বাস্থ্য সংস্থান বা পিয়ার সাপোর্ট নেটওয়ার্কগুলি অ্যাক্সেস নিতে হবে। নতুন সরকার ইতোমধ্যেই ছাত্রদের আরও বৃত্তাকার শিক্ষা প্রদানের জন্য লাইফস্কিল শিক্ষার উপরে গুরুত্ব দিয়েছেন। সুতরাং ২০২৫ শিক্ষাবর্ষের পরিবর্তিত ও রূপান্তরিত শিক্ষা সংস্কারের অংশ হিসেবে শিক্ষকদের ও শিক্ষার্থীদের সুস্বাস্থ্য রক্ষার ব্যাপারে পাঠ পরিকল্পনা করার মানসিকতা তৈরি করতে হবে। মনে রাখতে হবে, শিক্ষার ভবিষ্যৎ শুধু পরিবর্তনের সাথে খাপ খাওয়ানো নয়; এটা একটি ড্রাইভিং ফোর্সের সাথেও সম্পর্কিত।
২০২৫ এর শিক্ষকদের শক্ত অবস্থানে রাখতে কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সÑ এআই) দক্ষতার সাথে নিজেদের মানিয়ে নিতে তাদের অভিযোজন ক্ষমতা বৃদ্ধি করতে হবে। উন্নত বিশ্বের সকল ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা উচ্চ শিক্ষাসহ তাদের জীবনের প্রায় প্রতিটি দিক পরিবর্তন করেছে। শ্রেণীকক্ষে জেনারেটিভ এআই টুল থেকে শুরু করে তাদের স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমে কথোপকথন একটি গেম চেঞ্জার হওয়ার প্রতিশ্রুতি হিসেবে কাজ করছে। যদিও এআই স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়ের জন্য উপলব্ধ একটি অপেক্ষাকৃত নতুন প্রযুক্তি, এটি প্রতিষ্ঠানগুলিতে স্থাপন করা অনেক চ্যালেঞ্জিং হতে পারে, তবুও বিশ্বের দ্রুত গতিতে এগিয়ে যাওয়ার সাথে সাথে আমাদের শিক্ষকদের এআই টুলস ব্যবহারে সক্ষমতা অর্জন করতে হবে। অন্যথায়, প্রতিযোগিতার বাজারে টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে।
এ শিক্ষাবর্ষে আধুনিক বিশ্বের পাঠ্যক্রম নির্ধারণে শিক্ষকদের গবেষণাধর্মী মাইন্ডসেট উন্নত করতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের গণজাগরণে ডিজিটাল পদ্ধতির বিকাশ ও নেটজগতের অবাধ বিচরণের সক্ষমতা অর্জন শিক্ষকদের জন্য একটি অত্যাবশ্যকীয় প্রস্তুতি। মানব জীবনের প্রাতিষ্ঠানিক শিক্ষা-কার্যক্রমে প্রতিনিয়তই পরিবর্তন সাধিত হচ্ছে এবং মানুষের চাহিদাতেও আসছে বিচিত্র অভিজ্ঞতার নতুন নতুন সংযোজন। ইন্টারনেট প্রযুক্তিতে শিক্ষকরা পিছিয়ে থাকলে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের প্রস্তুত করা মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই শিক্ষকদের যুগ সন্ধিক্ষণের সকল প্রয়োজনে ইন্টারনেটভিত্তিক যাবতীয় সামাজিক যোগাযোগ মাধ্যমের সাথে খাপ খাইয়ে নিতে হবে।
আবেগীয় বুদ্ধিমত্তা (ইআই) ২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষকদের প্রস্তুত হওয়ার জন্য একটি অপরিহার্য দক্ষতা। এটি তাদের শিক্ষার্থীদের মন বুঝতে সাহায্য করে এবং তাদের ইতিবাচক মনোভাব নিয়ে অনুপ্রাণিত করে। আগামী বছরগুলিতে শিক্ষার্থীদের ওভার স্মার্ট হওয়ার এবং শিক্ষকদের সাথে অন্যরকম আচরণ করার সম্ভাবনা থাকবে, যার জন্য শিক্ষকদের স্ব-সম্মানিত, স্ব-সচেতন এবং স্ব-প্রণোদিত করার জন্য তাদের এআই দক্ষতা থাকতে হবে।
একাধিক ভাষা শিক্ষায় দক্ষ হতে শিক্ষকদের প্রস্তুতি নিতে হবে। একটি ভাষায় পারদর্শী একজন শিক্ষক একেবারেই একা, তার পক্ষে অন্য ভাষাভাষীদের সাথে সম্পর্ক স্থাপন করা সম্ভব নয়। পক্ষান্তরে, একাধিক ভাষায় দক্ষ যে কোনো শিক্ষক আন্তর্জাতিক অঙ্গনের শিক্ষাবিদদের সাথে অনায়াসেই কলাবরেট করতে পারেন এবং মাল্টিকালচারে অভ্যস্ত শিক্ষার্থীদের শিক্ষাশৈলী নিয়ে গবেষণা করতে পারেন। এতে বহুভাষী শিক্ষকদের একদিকে যেমন আত্মমর্যাদা বৃদ্ধি পায়, অন্যদিকে শিক্ষণ প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান বজায় রাখা সহজ হয়। সুতরাং ২০২৫ শিক্ষাবর্ষে শিক্ষকদের মাতৃভাষা ছাড়াও ইংরেজিসহ কমপক্ষে আরো একটি ভাষায় দক্ষ হওয়ার প্রস্তুতি নিতে হবে।
মোদ্দাকথা, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সাল যেহেতু শিক্ষাধারায় অনেক পরিবর্তন ও পরিমার্জনের একটি গুরুত্বপূর্ণ বছর, শিক্ষকদের প্রাকপ্রস্তুতির অংশ হিসেবে দৃঢ় মনোবল স্থির করতে হবে। উন্নত প্রযুক্তি চর্চা, ডিজিটাল শিক্ষায় দক্ষ হওয়া, শ্রেণিকক্ষে শিক্ষক ও শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি বিশেষ দৃষ্টিপাত, পেশাদারিত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ, ইন্টারনেটভিত্তিক সকল সোশ্যাল মিডিয়ার সাথে সম্পৃক্ততা, আন্তর্জাতিক শিক্ষাক্রমের সাথে পরিচিত হওয়া এবং শিক্ষায় সামগ্রিক উন্নয়নের জন্য নিজেদেরকে একাধিক ভাষায় দক্ষ করে প্রতিষ্ঠিত করার যাবতীয় পেশাদার প্রস্তুতি শিক্ষকদেরকে নিতে হবে। তাহলেই, ২০২৫ শিক্ষাবর্ষের আগত-অনাগত সকল চ্যালেঞ্জ মোকাবিলায় তারা নিজেদের বলিষ্ঠ চিত্তে সফলভাবে প্রতিষ্ঠিত করতে পারবেন। মনে রাখতে হবে, শিক্ষকদের আজকের প্রস্তুতি, আগামীদিনের আদর্শ শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়ার উজ্জ্বল সম্ভাবনা।
লেখক: প্রিন্সিপাল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ঢাকা ও প্রেসিডেন্ট, বাংলাদেশ স্মার্ট এডুকেশন নেটওয়ার্ক (বিডিসেন)
বিভাগ : সম্পাদকীয়
মন্তব্য করুন
আরও পড়ুন
সচিবালয়ের গেটে ধাওয়া-পাল্টা ধাওয়া-পুলিশের ফাঁকা গুলি
ফ্রান্সের উগ্র ডানপন্থী রাজনীতিবিদ মারি লা পেনের মৃত্যু
দুদক কার্যালয় থেকে গ্রেপ্তার তিন ভুয়া কর্মকর্তা রিমান্ডে, হত্যা মামলায় যুবলীগ নেতা সোহাগ রিমান্ডে,
শিগগিরই চালের দাম কমে আসবে : বাণিজ্য উপদেষ্টা
কুরস্কে ২৪ ঘন্টায় ইউক্রেনের ৪৮৫ সেনা নিহত
পশ্চিম তীরে বন্দুক হামলায় ৩ ইসরাইলি নিহত
ঢাবিতে হাসিনার ‘ডামি নির্বাচন’ প্রদর্শনী
জুলাই গণহত্যা: হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল
শিগগিরই চালের দাম কমে আসবে: বাণিজ্য উপদেষ্টা
গাজায় ফিলিস্তিনিদের ত্রাণ সহযোগিতা দিচ্ছে হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি
ট্রাম্প প্রশাসনের পররাষ্ট্রনীতি যুদ্ধ নাকি বন্ধুত্বের পক্ষে
মিথ্যা ন্যারেটিভ ভেঙ্গে দেয়া আমাদের ইতিহাসের দায়বদ্ধতার অংশ
বিনিয়োগ ও কর্মসংস্থানে কার্যকর পদক্ষেপ নিতে হবে
এক-পঞ্চমাংশ এইচ-১বি ভিসাই ভারতীয় সংস্থাগুলোর কাছে
গ্রীনল্যান্ড সফরে যাচ্ছেন ট্রাম্প জুনিয়র
মক্কা-মদিনায় ভারী বৃষ্টিতে বন্যা
ভারতে চীনের পরিবর্তে বাড়ছে জাপানি বিনিয়োগ
পশ্চিম তীরে ৩ ইসরাইলি নিহত
যুক্তরাষ্ট্র-কানাডা একীভূত করার প্রস্তাব ট্রাম্পের
অস্ট্রিয়ায় সরকার গঠন করছেন অতি ডানপন্থি নেতা কিকল