ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের বৃষ্টিতে ভোগান্তি
০১ জুলাই ২০২৩, ১০:৪২ পিএম | আপডেট: ০২ জুলাই ২০২৩, ১২:০০ এএম
ঈদুল আজহার টানা পাঁচদিনের সরকারি ছুটি শেষে রাজধানীতে ফিরতে শুরু করেছেন চাকরিজীবীরা। পরিবার নিয়ে ঢাকায় ফেরা কর্মব্যস্ত মানুষগুলোর অনেকেই বৃষ্টিতে চরম ভোগান্তিতে পড়েছেন। মুষলধারে বৃষ্টি হওয়ায় ঢাকামুখী যাত্রীদের অনেককে ভিজেই বিভিন্ন পরিবহনে ওঠানামা করতে দেখা যায়। মূলত গতকাল বিকেল ৩টার পর যারা ঢাকায় প্রবেশ করেছেন তাদের এ দুর্ভোগে পড়তে হয়েছে। ঢাকার আকাশ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বেশ পরিষ্কার ছিল। কিন্তু বিকেল ৩টার দিকে হঠাৎ মুষলধারে বৃষ্টি শুরু হয়। যা কয়েকঘণ্টা বিরতিহীনভাবে চলে।
সিলেট থেকে রওনা দিয়ে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকার সায়েদাবাদে পরিবার নিয়ে পৌঁছান মো. আসলাম হোসেন। তিনি বলেন, ঢাকায় পৌঁছানোর আগেই মুষলধারে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামার কোনো লক্ষণ দেখছি না। বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাস থেকে নেমেছি।
তিনি বলেন, সিলেট থেকে রওনা দিয়ে কোনোরকম ঝামেলা ছাড়াই ঢাকা পর্যন্ত আসতে পেরেছি। কিন্তু বিপত্তি বাঁধলো বাস থেকে নামার সময়। বাস থেকে নেমে পুরো ভিজে গেছি। এখন বাচ্চাকাচ্চা নিয়ে খুব কস্টে আরামবাগের বাসায় ফিরছি। বৃষ্টিটা আর ঘণ্টাখানেক পর শুরু হলেই ভালোভাবে বাসায় যেতে পারতাম।
যাত্রবাড়ীতে বাস থেকে নেমে বৃষ্টিতে ভিজা ফরিদপুরের আদনান বলেন, ঈদ উপলক্ষে অতিরিক্ত ছুটি নেইনি। রোববার অফিস করতে হবে। তাই পরিবার নিয়ে ঢাকায় চলে এলাম। ঢাকায় পৌঁছাতে কোনো সমস্যা হয়নি। রাস্তায় কোনো যানজট নেই, ভোগান্তি নেই। কিন্তু ঢাকা এসে বৃষ্টির ভোগান্তিতে পড়তে হলো। আবার এমন ভোগন্তি যে রাস্তা পানিতে ডুবে গেছে। কোন যানবাহনও পাচ্ছি না।
তিনি বলেন, বাসের ভেতর বসে থাকার উপায় নেই। আবার বাস এমন জায়গায় নামতে হয়েছে না ভিজেও উপায় নেই। সকাল থেকে আকাশ কত সুন্দর ছিল, হঠাৎ এমন বৃষ্টি হবে বোঝার কোনো উপায় ছিল না। আমাদের সঙ্গে ছাতা নেই। বাধ্য হয়ে ভিজতে হলো। এখন বাসায় গিয়ে আবার সবকিছু পরিষ্কার-পরিচ্ছন্ন করতে হবে।
সায়েদাবাদ বাস টার্মিনালে শ্যামলী পরিবহনের একটি কাউন্টারের কর্মী আব্দুল্লাহ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া খুব ভালো ছিল। দুপুরের আগে যারা ঢাকায় এসেছেন তারা বেশ ভালোভাবেই বাসায় পৌঁছেছেন। বৃষ্টিও ছিল না। কিন্তু বিকেলে যাত্রীদের অনেকে বাস থেকে নেমেই বৃষ্টির কবলে পড়েছেন।
ঈদুল আজহা উপলক্ষে ২৮, ২৯ ও ৩০ জুন (বুধ, বৃহস্পতি ও শুক্রবার) ছুটি নির্ধারিত ছিল। কিন্তু ঈদযাত্রা নির্বিঘœ করতে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সুপারিশ অনুযায়ী সরকার একদিন ছুটি বাড়িয়ে ২৭ জুন সাধারণ ছুটি ঘোষণা করে। সরকারি ছুটি শেষে ১ জুলাই শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এবার ২৭ জুন থেকে ১ জুলাই পর্যন্ত টানা পাঁচদিনের ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা।
গ্রামে থাকা আত্মীয়-পরিজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছেড়েছেন প্রায় এক কোটি মানুষ। রোববার অফিস করতে এরই মধ্যে রাজধানীতে ফিরতেও শুরু করেছেন চাকুরেরা। অন্যান্য বছরের মতো অনেকে রোববার ফিরে সরাসরি অফিসে যোগ দেবেন।
২৭ থেকে ২৯ জুন এ তিনদিনে ঢাকা ছেড়েছেন ৭৪ লাখ ৪৫ হাজারে বেশি সিম ব্যবহারকারী। বিপরীতে এই তিনদিনে ঢাকায় প্রবেশ করেছেন ২০ লাখ ৬৭ হাজারের বেশি সিম ব্যবহারকারী। গত শুক্রবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে দিয়ে এ তথ্য জানিয়েছেন।
মন্ত্রী জানান, ঈদের ছুটিতে মঙ্গলবার (২৭ জুন) ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। ঈদের আগের দিন ২৮ জুন বুধবার ৩১ লাখ ৪১ হাজার ৪৩০ সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন। ঈদের দিন ২৯ জুন বৃহস্পতিবার ঢাকা ছেড়েছেন ২৩ লাখ ৯৮ হাজার ৫০০ সিম ব্যবহারকারী। অর্থাৎ ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত তিনদিনে ঢাকা ছেড়েছেন ৭৪ লাখ ৪৫ হাজার ৫২৩ সিম ব্যবহারকারী। অপরদিকে ২৭, ২৮ ও ২৯ জুন এই তিনদিনে মোট ২০ লাখ ৬৭ হাজার ৩৬৬ সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন। এরমধ্যে ঈদের ঈদ ২৯ জুন ঢাকায় প্রবেশ করেছেন ৫ লাখ ৫৬ হাজার ২৮১ সিম ব্যবহারকারী। এছাড়া মঙ্গলবার ২৭ জুন ৭ লাখ ৭৮ হাজার ৫৪৩ সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন। ঈদের আগের দিন ২৮ জুন বুধবার ঢাকায় প্রবেশ করেছেন ৭ লাখ ৩২ হাজার ৫৪৪ সিম ব্যবহারকারী।
তিনদিনে ঢাকা ছাড়াদের মধ্যে গ্রামীণফোনের ৩৬ লাখ ৬৫ হাজার ৬৮২ গ্রাহক রয়েছে। এছাড়া রবি আজিয়াটা লিমিটেডের ১২ লাখ ৬৭ হাজার ৭৩১ গ্রাহক, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ২২ লাখ ৬৩ হাজার ৩৪৫ গ্রাহক এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ২ লাখ ৪৬ হাজার ৭৬৫ গ্রাহক রয়েছেন। অন্যদিকে তিনদিনে ঢাকায় প্রবেশকারীদের মধ্যে গ্রামীণফোনের ৫ লাখ ৪৫ হাজার ১২৫ গ্রাহক, রবি আজিয়াটা লিমিটেডের ২ লাখ ৫১ হাজার ৬২৪ গ্রাহক, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশন লিমিটেডের ১১ লাখ ৪ হাজার ৮৭০ গ্রাহক এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ১ লাখ ৬৫ হাজার ৭৪৭ গ্রাহক রয়েছেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
পদবঞ্চিতদের আড়ালে নিষিদ্ধ ছাত্রলীগ, জবি শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতায় বিবৃতি
টিকেটে ছাড়াই তারকা খেলোয়াড়দের খেলা দেখার সুযোগ পাবে সিলেটবাসী
ক্ষয়ক্ষতি নিরূপণে শ্রম মন্ত্রণালয়ের ২ কমিটি গঠন
কনস্টাসকে ধাক্কা দেওয়ার শাস্তি পেলেন কোহলি
আটঘরিয়ায় ফসলী জমিতে চলছে পুকুর খনন আশঙ্কাজনক হারে কমছে জমি
পাইকগাছায় অসুস্থ গরীবদের জন্য জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প
কেশবপুর উপজেলা মৎসলীগের সভাপতি ও সুফলাকাঠী ইউনিয়নের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান ডিবি পুলিশের হাতে আটক
মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসার শিক্ষকের প্রান গেল
বিদেশি নাগরিকদের বৈধতা অর্জনের সময়সীমা বেঁধে দিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়
কুলাউড়ায় মোবাইল চুরির অপবাদ সইতে না পেরে যুবকের আত্মহত্যা
মাদারীপুরে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের মানববন্ধন
তারাকান্দায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত-৬
আওয়ামীলীগ লাশের ওপর নৃত্য করে ফ্যাসিস্ট ইতিহাস তৈরি করেছিল : ড. রেজাউল করিম
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নীলফামারী ছাড়লেন আসিফ মাহমুদ
ডিমলায় সাবেক উপজেলা চেয়ারম্যানসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার
ফায়ার ফাইটার নয়নের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া
কচুয়ার একাধিক মামলার আসামি বাবু দুমকীতে গ্রেফতার
পূর্বাচলের সরকারি প্লটে অনিয়ম: হাসিনা-রেহানার বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
ধামরাইয়ে ২ সন্তানের জননীর আত্মহত্যা স্বামী আটক
দৌলতদিয়ায় বয়স্ক যৌনকর্মীদের শীতবস্ত্র ও শিশুদের শিক্ষা উপকরণ বিতরণ