কক্সবাজার জেলা জজকে অব্যাহতি
২৭ জুলাই ২০২৩, ১০:১২ পিএম | আপডেট: ২৮ জুলাই ২০২৩, ১২:০১ এএম
মিথ্যা তথ্য লিখে আসামিকে জামিন দেয়ার অভিযোগ থেকে অব্যাহতি পেলেন কক্সবাজার জেলা জজ মোহাম্মদ ইসমাঈল। নিঃশর্ত ক্ষমা প্রার্থনার প্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার বিচারপতি মো: হাবিবুল গনি এবং বিচারপতি আহমেদ সোহেলের ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন।
চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন নামঞ্জুর হওয়ার পর মিথ্যা তথ্য লিখে একই দিনে আসামিদের জামিন দেওয়ার ঘটনায় কক্সবাজারের জেলা জজ মোহাম্মদ ইসমাইলের নিঃশর্ত ক্ষমা প্রার্থনা চেয়ে আবেদন গ্রহণ করেছেন হাইকোর্ট। আবেদন গ্রহণ করে তাকে অভিযোগ থেকে অব্যাহতি দিয়েছেন আদালত। তবে একই সঙ্গে বিচারিক আদালতে এ জেলা জজ কোর্ট থেকে পাওয়া ৯ আসামির জামিন কেন বতিল করা হবে না- এই মর্মে রুল জারি করা হয়েছে।
এ তথ্য জানিয়েছেন আবেদনকারীর কৌঁসুলি ব্যারিস্টার এবিএম আলতাফ হোসেন। এর আগে গত ২০ জুলাই এ বিষয়ে শুনানি শেষে পরবর্তী শুনানির জন্য বৃহস্পতিবার তারিখ ধার্য করেন আদালত। এরই ধারাবাহিকতায় শুনানি হয় গতকাল। বিচারক মোহাম্মদ ইসমাঈলের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট এএফ হাসান আরিফ। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।
এএফ হাসান আরিফ আদেশ সম্পর্কে বলেন, আসামিদের জামিন প্রশ্নে রুল হয়েছে। এখন নিয়ম অনুসারে দুই পক্ষ শুনানি করবেন। আর জেলা জজকে আদালত নিঃশর্ত ক্ষমা করেছেন। আরও কিছু কথা বলেছেন। একই জিনিস পরের দিন (শুনানি) করলে বিতর্কিত হতো না। উনাকে সতর্ক করে দিয়েছেন।
পরে জেলা জজের পক্ষের আরেক আইনজীবী জানান, যেহেতু তিনি ক্ষমা চেয়েছেন আদালত ওনাকে ক্ষমা করে দিয়েছেন। উনি একজন সিনিয়র জেলা জজ। ভুল হয়েছে, ক্ষমা করে দিয়েছেন।
আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় জেলা জজ মোহাম্মদ ইসমাঈল বলেন, স্যারদের (হাইকোর্ট বেঞ্চ) কথা হলো একদিন পরে শুনলে (৯ আসামির জামিন আবেদন) ভালো হতো। এক প্রশ্নে তিনি বলেন, এটাতে প্রসিডিউরাল কিছুতো ভুল আছে। এজন্যই তো ক্ষমা চেয়েছি।
এর আগে ২১ জুন কক্সবাজারের জেলা ও দায়রা জজকে তলব করেছিলেন হাইকোর্ট। এ প্রেক্ষিতে আদালতে সশরীরে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেছিলেন তিনি। আবেদনকারীর তথ্য থেকে জানা গেছে, জমির দখল নিয়ে ২৮ ফেব্রুয়ারি ভয়ভীতি প্রদর্শন ও আইনশৃঙ্খলায় বিঘœ ঘটানোর অভিযোগে মিঠাছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ ভুট্টোসহ নয়জনের বিরুদ্ধে খোদেস্তা বেগম কক্সবাজারের সিনিয়র বিচারিক হাকিম আদালত-১ ও আইনশৃঙ্খলা বিঘœকারী দ্রুত বিচার আদালতে নালিশি মামলা করেন। এ মামলায় আসামিরা আগাম জামিন চেয়ে আবেদন করলে ১১ এপ্রির হাইকোর্ট তাদের ৬ সপ্তাহের মধ্যে কক্সবাজারের মুখ্য বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন। এ নির্দেশ অনুসারে ২১ মে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে সংশ্লিষ্ট আদালত ৯ আসামিকে জামিন না দিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৫ সাংবাদিককে হত্যা করল ইসরাইল বিমান
তুষারপাতে অচল হিমাচল দুই শতাধিক রাস্তা বন্ধ
ক্রিপ্টো রিজার্ভ গড়বেন ট্রাম্প?
মোজাম্বিকে কারাদাঙ্গায় নিহত ৩৩, পলাতক ১৫০০ কয়েদি
গাজায় যুদ্ধবিরতি বিলম্বে পাল্টাপাল্টি দোষারোপ হামাস-ইসরাইলের
পাকিস্তানে সড়ক অবরোধে শতাধিক শিশুর প্রাণহানি
আফগানিস্তানে ৭১ সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তান
শুধু নারীদের জন্য
নিথর দেহ
আত্মহননে
জকিগঞ্জে প্রাক্সিসের ৭ দিনব্যাপী ইংলিশ স্পিকিং চ্যালেঞ্জ কম্পিটিশনের পুরস্কার বিতরণী
মাদ্রাসার ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে শিশুর মৃত্যু
গাজীপুরে নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ছাড়িয়ে আনতে থানায় বিএনপি নেতাদের ভিড়
শুধু নামেই জিমনেসিয়াম
মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে কী পরিবর্তন আসছে?
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতদ্বৈততা কাম্য নয়
সচিবালয়ে আগুন সন্দেহজনক
সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি পরিকল্পিত নাশকতা: ইসলামী আইনজীবী পরিষদ
আশিয়ান সিটির স্টলে বুকিং দিলেই মিলছে ল্যাপটপ
‘প্রতিবন্ধীদের সংগঠন ও সম্পদ দখল করে পতিত সরকারের শিল্পমন্ত্রীর কন্যা’