অনিয়মের সংবাদ করেই ভিসির আক্রোশের শিকার ইকবাল?
০৯ আগস্ট ২০২৩, ১০:০১ পিএম | আপডেট: ১০ আগস্ট ২০২৩, ১২:০১ এএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের বক্তব্য উদ্বৃত করে সংবাদ প্রকাশের পর বহিষ্কার করা হয়েছে ‘দৈনিক যায়যায়দিন’ পত্রিকার কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইকবাল মনোয়ারকে। তবে ভুক্তভোগী ইকবালের দাবি, শুধুমাত্র বক্তব্য উদ্বৃত নয়, এর আগেও ভিসির বিভিন্ন অনিয়মের সংবাদ প্রকাশ করায় তার ওপর ক্ষিপ্ত ছিলেন ভিসি। এর ফলস্বরূপই তাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে।
ভিসি অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন গত বছরের ৩১ জানুয়ারি ৭ম ভিসি হিসেব কুবিতে যোগদান করেন। যোগদানের প্রথম দিনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সংস্কৃতি, গবেষণা এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মধ্যে দিয়ে বিশ্বের বুকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে পরিচয় করিয়ে দেওয়ার কথা বলেন তিনি। তবে এসব বুলি শুধুমাত্র আশা হয়েই থেকে যায়। অনিয়ম করে একেরপর এক নিয়োগ, পক্ষপাতিত্ব আচরণসহ বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেন ইকবাল মনোয়ার। সেসব কারণে আগে থেকেই ইকবালের প্রতি ভিসির ক্ষোভ ছিল। সর্বশেষ বহিষ্কারাদেশের মধ্য দিয়ে সে ক্ষোভেরই তিনি বহিঃপ্রকাশ ঘটিয়েছেন বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
২০১৯ এর ডিসেম্বরে সান্ধ্যকালীন কোর্স বন্ধের পরামর্শ দেন তৎকালীন প্রেসিডেন্ট আবদুল হামিদ। প্রেসিডেন্টর ঘোষণার পরপরই সান্ধ্যকালীন কোর্স বন্ধের ঘোষণা দেয় কুবি কর্তৃপক্ষ। তবে সে সান্ধ্যকালীন কোর্সেরই নাম পরিবর্তন করে ‘উইকেন্ড’ কোর্স পরিচালনা করে কুবি। স্বয়ং ভিসি নিজেই সে কোর্সের ক্লাস নিতেন। এ নিয়ে সংবাদ প্রকাশ করেন ইকবাল। এরপরই তার ওপর ক্ষিপ্ত হোন ভিসি আবদুল মঈন। বিভিন্ন সাক্ষাতেও তিনি ইকবালকে নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিসি যোগদানের পর থেকেই বিশ্ববিদ্যালয়কে গবেষণামুখী বিশ্ববিদ্যালয় হিসেবে তৈরি করার অঙ্গীকার করেন। তবে সে অঙ্গীকার শুধুমাত্র কথার মধ্যেই সীমাবদ্ধ থাকে। এ নিয়ে গত বছরের ৯ জুলাই দৈনিক যায়যায়দিন পত্রিকায় ‘কুবিতে গবেষণা সম্প্রসারণ দফতরের বেহাল দশা’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন ইকবাল মনোয়ার।
যোগদানের দেড় মাসের মাথায়ই বিশ্ববিদ্যালয় আইন ভঙ্গ করে ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ দেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকীকে। আইনে ওই পদে নিয়োগ দেওয়ার জন্য ন্যূনতম সহযোগী অধ্যাপকের কথা বলা থাকলেও নিজের খেয়ালখুশিমতো ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহকারী অধ্যাপক কাজী ওমর সিদ্দিকীকে নিয়োগ দেন ভিসি। সেসময়ে বিশ্ববিদ্যালয়ে ৭২ জন সহযোগী অধ্যাপক এবং ২০ জন অধ্যাপক বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। নিয়োগের পর থেকেই ওই প্রক্টরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন অভিযোগ এসেছে সময়ে সময়ে। চলতি বছরের ১৯ মার্চ ‘এক ভারপ্রাপ্ত প্রক্টরেই বিতর্কিত কুবি প্রশাসন’ শিরোনামে সংবাদ প্রকাশ করেন ইকবাল।
এরপর চলতি বছরের ১৯ জানুয়ারি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সে অনুষ্ঠানের নানা অব্যবস্থাপনা নিয়েও সংবাদ প্রকাশ করেন ইকবাল।
কৃচ্ছ্রতা সাধনের নামে সপ্তাহে অতিরিক্ত একদিন বৃহস্পতিবার ক্লাস-পরীক্ষা বন্ধ রেখেছে কুবি প্রশাসন। এর ফলে সেশনজটের আশঙ্কা করছেন শিক্ষার্থীরা। এ বিষয়টি নিয়ে গত ২৩ মে সংবাদ প্রকাশ করেন ইকবাল। সে সংবাদের বক্তব্য জানতে ভিসির নিকট গেলে তিনি এ বিষয়ে কথা বলতে চান না বলে ইকবালের ওপর ক্ষোভ ঝাড়েন।
এছাড়াও ইকবাল বিভিন্ন সময় শিক্ষার্থীদের ভোগান্তি, প্রশাসনের বিভিন্ন অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করেছেন। এসব সংবাদের কারণে ভিসি তার ওপর ক্ষিপ্ত ছিলেন বলে দাবি করেন ইকবাল।
তিনি বলেন, সংবাদ প্রকাশের কারণে ভিসি আমার বিরুদ্ধে অ্যাকাডেমিক পদক্ষেপ নিতে পারেন না। আমি ওনার অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশ করায় বিভিন্ন সময়ই তিনি আমার প্রতি ক্ষোভ ঝেড়েছিলেন। সর্বশেষ বহিষ্কারাদেশ দিয়ে ক্ষোভের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটিয়েছেন।
এ বিষয়ে ভিসি অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈনের মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কোন মতামত নেই। অপরাধ করেছে তাই বহিষ্কার করা হয়েছে।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত
মুক্তি পেলেন ভারতের সমুদ্রসীমায় গ্রেফতার ১২ বাংলাদেশি
আ.লীগকে পুনর্বাসনকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়বে গণঅধিকার পরিষদ