সালথার নদীনালায় চায়না দুয়ারীর ছড়াছড়ি, বিপন্ন দেশি মাছ
১৪ আগস্ট ২০২৩, ১০:৫০ পিএম | আপডেট: ১৫ আগস্ট ২০২৩, ১২:০৭ এএম
ফরিদপুরের সালথা উপজেলার নদী-নালা ও খাল-বিলে চায়না দুয়ারী বা চায়না জাল ব্যবহার করে মাছ শিকারে ব্যস্ত অসাধু মৎস্য ব্যবসায়ীরা। এতে দেশীয় মাছ বিপন্ন হওয়ার পাশাপাশি ক্ষতির মুখে পড়ছে জলজ উদ্ভিদ ও জীববৈচিত্র। গ্রামগঞ্জের বিল-ঝিলসহ বিভিন্ন এলাকায় অবৈধ জাল দিয়ে চলছে এমন মাছ শিকারের মহোৎসব।
জানা গেছে, উপজেলার বিভিন্ন নদীতে প্রায় এক হাজারের মতো চায়না জাল বা চায়না দুয়ারী জাল দিয়ে নির্বিচারে মাছ শিকার করা হচ্ছে। শুধু নদীগুলোতেই নয়, খাল ও বিলে একই পন্থায় মাছ ধরা হচ্ছে। মাছের প্রজনন মৌসুমে নিষিদ্ধ কারেন্ট জালের পর এবার ভয়ঙ্কর চায়না দুয়ারী নামক ফাঁদে দেশীয় প্রজাতির সব মাছ ধরা পড়ছে। সহজেই সব ধরনের মাছ ধরার আশায় বিভিন্ন নদীনালায় অহরহ ব্যবহার করতে শুরু করেছেন এ জাল।
এ ধরনের ক্ষতিকর ফাঁদ ব্যবহার বন্ধে মৎস্য বিভাগের সুনির্দিষ্ট কোনো আইন না থাকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযান চালিয়েও নিয়ন্ত্রণ করতে পারছেন না বলে অভিযোগ রয়েছে। মিঠাপানির সব ধরনের দেশীয় প্রজাতির মাছ সূক্ষ্ম এ জালের ফাঁদে ধরা পড়ছে। বিশেষ করে নদ-নালার পানি বৃদ্ধি, হ্রাস ও মাছের প্রজনন মৌসুমে ডিমওয়ালা চিংড়ি, পুঁটি, ট্যাংরা, কই, শিং, বেলে, বোয়াল, শোল, টাকিসহ দেশি প্রজাতির সব মাছ চায়না দুয়ারী নামক জালে নিধন হচ্ছে। এতে ক্রমেই মাছশূন্য হয়ে পড়ছে নদ-নদী ও খাল-বিল।
নাম প্রকাশে অনিচ্ছুক সালথার সিংহপ্রতাপ গ্রামে জাল দিয়ে মাছ শিকার করা একজন বলেন, ৪টি লোহার ফ্রেমের ভেতর জাল দিয়ে তৈরি করা হয় চায়না জাল। নদীতে বিভিন্ন পয়েন্টে ২টি চায়না জাল পেতেছি। আমার মতো অনেকেই এলাকা ভাগ করে চায়না জাল দিয়ে মাছ শিকার করছে। বিকেলে পেতে রাখা হয়, রাতের বেলা একবার এবং ভোরের দিকে একবার জাল তুলে মাছগুলো সংগ্রহ করি। পরে সেই তাজা মাছগুলো স্থানীয় বাজারে বিক্রি করা হয়।
কয়েকজন মৎস্য ব্যবসায়ী জানান, চায়না জাল বিক্রি নিষিদ্ধ হওয়ায় স্থানীয় জাল বিক্রেতাদের কাছ থেকে মোবাইল ফোনের মাধ্যমে জাল ক্রয় করা হয়। তবে উপজেলা মৎস্য অধিদফতরের দৃশ্যমান কোনো অভিযান না চালানোর কারণে নির্বিঘেœ নদী-নালা, খাল-বিল ও ডোবায় মাছ শিকার করছে কিছু অসাধু মৎস্যজীবী ও সৌখিন মাছ শিকারীরা।
স্থানীয়রা জানান, এই অবৈধ জাল আমদানি করছে এবং বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এছাড়া জেলা-থানা মৎস্য কর্মকর্তাসহ প্রত্যেক জায়গায় সরকারের লোকজন রয়েছে। তাদের নজরদারি বাড়ানোসহ আইনশৃঙ্খলার দায়িত্বে নিয়োজিতদের কাজে লাগাতে পারলে এটি বন্ধ করা সম্ভব হবে।
এব্যাপারে সালথা উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ্ মো. শাহরিয়ার জামান সাবু দৈনিক ইনকিলাবকে বলেন, নদীতে পানি আসতে শুরু করায় অবৈধ চায়না জালগুলোর ব্যবহার বাড়ছে। পাট কাটার পর নদী-নালায় জাগ দেওয়ায় পানি কিছুটা দূষণ হয়েছে। এ দূষণে কিছু মাছ মারাও যাচ্ছে। তাই, অভিযান চালতে একটু দেরি হয়েছে। তবে, নতুন এই উপজেলায় যোগদান করেছি। তাই, বিষয়টি সম্পর্কে খোঁজ-খবর নিব।
তিনি বলেন, দুই-একদিনের মধ্যে আমরা মাইকিং করে অবৈধ চায়না জাল ও দুয়ারি বন্ধে বিভিন্ন প্রচার-প্রচারণা চালাতে চেষ্টা করবো। তারপরে আমরা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযানে নামবো। সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহিন দৈনিক ইনকিলাবকে বলেন, এব্যাপারে স্থানীয় মৎস্যজীবী ও অবৈধ চায়না দুয়ারি দিয়ে মাছ শিকারকারীদের সতর্ক করা হয়েছে। তবে, তারা সর্তক না হলে প্রয়োজনে অভিযান চালিয়ে তাদের শাস্তির আওতায় আনা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
৭০ বছর ধরে হাদিসের দরস দানের বিরল কৃতিত্বের অধিকারী শায়খুল হাদিস আল্লামা মুকাদ্দাস আলীর ইন্তেকাল
পলিটিক্যাল প্রশ্ন করবেন না: রজনীকান্ত
মোংলায় ১১ কেজি হরিণের মাংসসহ ৬ চোরাচালানকারীকে আটক করেছে কোস্ট গার্ড
বাইডেন প্রশাসনের শেষ সময়ে বড় পদক্ষেপ, চিকিৎসা ঋণের বোঝা থেকে মুক্তি পেল সাধারণ মানুষ
সীমান্ত পেরিয়ে মৈত্রী ! দিল্লি কি অবশেষে ঢাকার সঙ্গে সম্পর্ক সহজ করতে চাইছে?
বিজিএমইএর প্রশাসকের কার্যক্রম বাধাগ্রস্ত করার চেষ্টা, হাইকোর্টে রিট
সুদের টাকা আদায়ে ঝগড়া ফেরাতে একজন খুন, আহত চার
সালথায় কলেজ ছাত্রকে হাতুড়িপেটা
বাংলাদেশের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ বিএসএফের, দু’দিন ধরে উত্তেজনা চলছে
পঙ্গু হাসপাতালে আগুন, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই নির্বাপণ
কত তারিখে কোথায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির জনসংযোগ
তিব্বতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১২৬, নিখোঁজ অনেকে
খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন : মির্জা ফখরুল
বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করলেন জামায়াত আমির
গাজায় ইসরায়েলি হামলায় ৫ শিশুসহ ৪৯ ফিলিস্তিনি নিহত
প্রত্যর্পণের চাপের মধ্যেই হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত
বগুড়ার টপ টেরর যুবলীগ নেতা আলহাজ শেখ গ্রেপ্তার
ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলেস
সাতক্ষীরায় অপহৃত তরুণী উদ্ধার, যুবদল নেতাসহ গ্রেপ্তার দুই
পাচার হওয়া অর্থ ফেরাতে ইইউর সহায়তা চাইলেন- পররাষ্ট্র উপদেষ্টা