ভোগান্তির আরেক নাম কালীগঞ্জের থানা রোড
০৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০৫ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৩, ১২:৩৫ এএম
ঝিনাইদহ কালীগঞ্জ শহরের থানা রোড পৌরসভার একটি ব্যস্ততম সড়ক। বর্তমানে এই সড়কটি যেন এক মরণ ফাঁদে পরিনত হয়েছে। এই সড়কটিতে যেন সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। এই অবস্থা কালীগঞ্জ শহরের নিমতলা বাসস্ট্যান্ড থেকে বাজার অভিমুখে সড়কটি মাত্র ৪শ’ ৫০ মিটার পাকা সড়ক মেরামতের জন্য বরাদ্দ ৭৬ লাখ টাকা। এই বিপুল অর্থ ব্যয় করে শুধুমাত্র সংষ্কার করা সড়কটি দুই বছরেই পিচ, পাথর ও খোয়া উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ অবস্থা সড়কের কমপক্ষে ১০টি স্থানে।
স্থানীয়রা বলছেন, কালীগঞ্জ বাজার থেকে মেইন বাসস্ট্যান্ড অভিমুখে সড়কের পুরাতন সেতুটি মেরামতের কাজ চলছে। যে কারণে ওই সড়ক বন্ধ রয়েছে। ফলে মূল বাজার থেকে নিমতলা বাসস্ট্যান্ডটি বর্তমানে যান চলাচলে একমাত্র সড়ক হয়ে দাঁড়িয়েছে। আর সেই সড়কটির এই অবস্থায় সাধারণের ভোগান্তিতে পড়তে হচ্ছে। প্রসঙ্গত, কালীগঞ্জ পৌরসভার মূল বাজারের প্রবেশে চারটি প্রধান সড়ক রয়েছে। আর এই মূল বাজার এলাকায় বেশিরভাগ সড়কগুলো সড়ক ও জনপথ বিভাগের অধীনে। মুল বাজার থেকে একটি সড়ক দক্ষিণে বেরিয়ে গেছে মেইন বাসস্ট্যান্ডের দিকে, যেটি সড়ক বিভাগের। আরেকটি সড়ক পূর্বে বেরিয়ে মাগুরার আড়পাড়া অভিমুখে চলে গেছে। উত্তরে মুরগীহাটা হয়ে কলেজ রোডে গিয়ে মিশেছে। এগুলো সবই সড়ক বিভাগের এবং তারা গত ৩ বছর পূর্বে এগুলো সংষ্কার করে চলাচলের উপযোগী করে তুলেছেন। এখনও সড়কগুলো ব্যবহার উপযোগী ও দৃষ্টিনন্দন হয়ে রয়েছে। শহরের নিমতলা থেকে থানার সামনে দিয়ে মুরগীহাটা মোট পর্যন্ত সড়কটি পৌরসভার। এটি মাত্র সাড়ে ৪ শত মিটার। যে সড়ক গত ২ বছর পূর্বে পৌরসভা কর্তৃপক্ষ সংষ্কার করেন কিন্তু ভেঙ্গেচুরে আবারও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
কালীগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগে খোঁজ নিয়ে জানা গেছে, সড়কটি মেরামতের জন্য ৭৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। ২০১৯ সালের সেপ্টেম্বরে দরপত্র আহবান করা হয়েছিল। ১৫ দিনের মধ্যে কার্যাদেশ দেয়া হয়েছিল, কাজটি পেয়েছিল ঝিনাইদহের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স শহর এন্টারপ্রাইজ। কিন্তু কাজটি করেন ঝিনাইদহের ঠিকাদার আতিয়ার রহমান। ২০১৯ সালে কার্যাদেশ দেয়া হলেও করোনার কারণে কাজ করা সম্ভব হয়নি। পরে ২০২০ সালের শেষ সময়ে কাজটি শেষ করা হয়েছে। সড়কের দুই পাশে কিছুটা বৃদ্ধি করে ১ ইঞ্চি পাথর দিয়ে কার্পেটিং করা হয়েছে বলে দাবি করেছেন প্রকৌশল বিভাগের কর্মকর্তারা।
কালীগঞ্জ শহরের বাসিন্দা ফেরদৌস জানান, সড়কের কাজটি ভালোভাবেই শেষ হয়। কিন্তু কাজ শেষ হওয়ার কয়েকদিন পরই সড়কের বিভিন্ন স্থানে পিচ-পাথর উঠতে শুরু করে। গত দুই বছরে এখন বড় বড় গর্তে পরিণত হয়েছে। এই সড়কের পশ্চিম মাথায় সড়ক বিভাগ কাজ করেছেন, তাদের রাস্তা আর এই রাস্তা দেখলে বোঝা যায় এই কাজে কতটুকু অনিয়ম করা হয়েছে। তিনি বলেন, বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পেরেছেন সড়কটির উপরের অংশ খুড়ে ফেলে পুনরায় ১ ইঞ্চি কার্পেটিং করার কথা ছিল। কিন্তু ঠিকাদার সেভাবে করেননি, নামমাত্র কার্পেটিং করে চলে গেছেন। যে কারণে অল্প দিনেই উঠে যেতে শুরু করে। এভাবে সড়ক সংষ্কার করে জনগণের টাকা অপচয় করা হচ্ছে। ওই সড়কে চলাচলকারি ইজিবাইক চালক আরিফ জানান, শহরের মাঝ দিয়ে যাওয়া প্রধান সড়কটির উপর সেতু সংষ্কারের কাজ চলছে। এতে ওই সড়কটি বন্ধ রয়েছে। এই নিমতলা অভিমুখের সড়ক দিয়েই তাদের চলতে হচ্ছে। কিন্তু সড়কের অবস্থা এতোটা খারাপ হওয়ায় চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়েছে। তিনি বলেন, প্রতিনিয়ত সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে পথচারীরা যানবাহনকে পাশ কাটাতে গিয়ে গর্তে পড়তে হচ্ছে।
এ বিষয়ে কালীগঞ্জ পৌরসভার প্রকৌশল বিভাগের কর্মকর্তা সহকারী প্রকৌশলীর দায়িত্বে থাকা মনিরুজ্জামান জানান, কাজটি করেছেন ঠিকাদার আতিয়ার রহমান। তিনি জানান, বর্ষা শেষ হলে রাস্তা মেরামত করে দিবে। ঠিকাদারের বিল এখনও পরিশোধ হয়নি। রাস্তা পুনরায় সংস্কার করে দিলে বিল পরিশোধ করা হবে।
ঠিকাদার আতিয়ার রহমান জানান, কালীগঞ্জ পৌরসভার মেয়রের সাথে কথা হয়েছে। বৃষ্টির কারণে রাস্তার কাজে হাত দেয়া যাচ্ছে না। বৃষ্টি থামলেই রাস্তার কাজে হাত দেয়া হবে।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, বৃষ্টির কারণে রাস্তাটির কাজ শুরু করা যাচ্ছে না। বৃষ্টির মধ্যে রাস্তার কাজ করলে পিচ উঠে যাবে। পুরাতন ব্রীজ ভেঙ্গে ফেলার কারণে ওই রাস্তার উপর বেশি চাপ বেড়ে গেছে যে কারণে রাস্তাটি দ্রুত নষ্ট হয়ে গেছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
গবিসাসের নতুন সভাপতি সানজিদা, সম্পাদক ইভা
গাজীপুরের শ্রীপুরে কারখানার গুদামে আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট
খুবির উৎকর্ষ সাধনে পাশে থাকবে ইরান
বঙ্গবন্ধু রেলসেতুর নাম বদলে হলো ‘যমুনা রেলসেতু’
মানিকগঞ্জ-২ আসনের সীমানা পুনর্নির্ধারণের দাবি হরিরামপুর-শিবালয়বাসীর
গোয়ালন্দে সুইট হাট জাতের মিষ্টি কুমড়া চাষে আগ্রহ বেড়েছে কৃষকদের
হঠাৎ কেন দোয়া চাইলেন অভিনেত্রী নুসরাত ফারিয়া!
শিক্ষক নিয়োগে অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে : শিক্ষা উপদেষ্টা
এবার ৯৭ বলে অপরাজিত ২০১ রিজভির
উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক
বাংলাদেশী রোগী পেতে সীমান্ত পর্যন্ত মেট্রো চালু করবে ভারত, সমালোচনার ঝড়
ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বাইরুকে নিয়ে জনগণের অসন্তোষ
ইসরায়েলে হামলার জবাবে এবার ইয়েমেনে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র
কাপ্তাই লেকে জেগে ওঠা ভাসামান তীরে সবুজ ফসলের সমারোহ
বেনাপোলে ভারতগামী পাসপোর্ট যাত্রীর টাকা ছিনতাই, ৩ দালাল আটক
ভাতা বৃদ্ধির দাবিতে শাহবাগ অবরোধ করলেন বিএসএমএমইউয়ের চিকিৎসকরা
বাধা না থাকলেও গণহত্যাকারী ফ্যাসিবাদকে মানুষ নির্বাচনে আসতে দেবে না : আখতার হোসেন
সালথায় প্রতিপক্ষকে ফাঁসাতে চলছে ডাকাতির নাটক, বিব্রত পুলিশ!
শিল্পকলায় শুরু হয়েছে মাসব্যাপী ভাস্কর্য প্রদর্শনী
এনআইডির তথ্য বেহাত, কম্পিউটার কাউন্সিলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলো ইসি