ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

পুলিশ পরিদর্শকসহ সড়কে নিহত ৮

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম

ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও আরো ১০ জন আহত হয়েছে। গত বৃহস্পতিবার থেকে গতকাল বিভিন্ন সময় এ দুর্ঘটনা ঘটে। এরমধ্যে চট্টগ্রামের মীরসরাই ঘুরতে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদনÑ

বরিশাল ব্যুরো জানায়, বরিশাল মহানগরীর পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছে। নিহতরা হলেন- ইাউনুস ও হাবীব। মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মেডিক্যাল কলেজের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ট্রাক ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা যায়নি। গাড়ির কাগজপত্র যাচাই করে মালিককে খবর দিয়ে চালককে খুঁজে বের করার চেষ্টা চলছে বলেও পুলিশ জানিয়েছেন।

স্টাফ রিপোর্টার, মাদারীপুর থেকে জানান, সদর উপজেলার তাঁতিবাড়ী এলাকায় বাসের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরের দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজ্জাক মোল্লা ওই উপজেলার ভদ্রখোলা এলাকার মৃত কাজেম মোল্লার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, তাঁতিবাড়ী এলাকা থেকে নিজ বাড়ি ভদ্রখোলা এলাকায় ফিরছিলেন রাজ্জাক। তিনি মহাসড়ক পার হওয়ার সময় যাত্রীবাহী একটি বাস তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এ সময় সে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মস্তফাপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ মারুফ রহমান জানান, এ ঘটনায় ঘাতক বাসটিকে জব্দ করলেও চালক পালিয়ে গেছে। থানায় মামলা হয়েছে।

নেত্রকোনা জেলা সংবাদদাতা জানান, নেত্রকোনা-কলমাকান্দা ইজিবাইকের ধাক্কায় চার বছরের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে সড়কের রামিসা ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। নিহত ফাতেমা কলমাকান্দা সদর ইউনিয়নের মনতলা গ্রামের রুবেল মিয়ার মেয়ে।

স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, ফাতেমা গতকাল সকাল ১০টার দিকে বাড়ির পাশে সড়ক পার হওয়ার সময় দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পরে গিয়ে মারাত্মক আহত হয়। আশপাশের লোকজন তাকে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

কলমাকান্দা থানার ওসি (তদন্ত) মো. জালাল উদ্দিন বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

মীরসরাই ও রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের মীরসরাই ও রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় পুলিশ পরিদর্শকসহ দুইজন নিহত হয়েছে। মীরসরাইয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা লেগে জাহিদ ইকবাল নামের এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছে। নিহত পুলিশ সদস্য ঠাকুরগাঁও জেলার রাণীসংকৈল থানার সদ্য বিদায়ী ওসি। সর্বশেষ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। একই ঘটনায় তার সন্তানরাসহ আরো ৭ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পাশে এ দুর্ঘটনা ঘটে। এতে আরো একটি প্রাইভেটকার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।

কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, প্রাইভেটকারে ৮ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে বান্দরবনের উদ্দেশ্যে যাচ্ছিল। নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সাথে ধাক্কা লাগে। এতে গাড়িতে থাকা এক পুলিশ সদস্য নিহতসহ গাড়িতে থাকা আরো ৭ যাত্রী গুরুতর আহত হয়। নিহত পুলিশ সদস্যের লাশ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হচ্ছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার দু’টি পুলিশের হেফাজতে রয়েছে।

এদিকে রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় মো. জামাল নামের এক বাবুর্চির মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টায় উপজেলার রাজানগর চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক ঠান্ডাছড়ি হাকিমনগর এলাকায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত জামাল সাড়ে ৮টার দিকে সিএনজি যোগে রানীরহাট ফাজিল মাদরাসায় যাচ্ছিলেন। হাকিমনগর ব্রিকস ফিল্ডের সামনে পৌঁছলে সিএনজির সামনে অজ্ঞাত মালিকানাধীন দুটি ঘোড়া সামনে পরে যায়। ড্রাইভার সিএনজি ব্রেক করলে সামনের সিটে বসে থাকা জামাল সিএনজি থেকে ছিটকে পড়ে যায় সড়কে। তাকে উদ্ধার করে স্থানীয়রা কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হরিরামপুর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, মানিকগঞ্জের হরিরামপুরে অসুস্থ নাতিকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে এক ব্যক্তি নিহত হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলার ঝিটকা-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের গোয়ালবাগ মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আজহার মোল্লা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যেপাড়া গ্রামের মৃত চুন্নু মোল্লার ছেলে।

জানা যায়, ঝিটকা-মানিকগঞ্জ আঞ্চলিক সড়কের গোয়ালবাগ মোড়ে নির্মাণাধীন ব্রিজে বুলডোজারের সঙ্গে সিএনজির ধাক্কা লেগে আহত হন আজাহার মোল্লা। স্বজনেরা মানিকগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরণ করেন। হরিরামপুর থানা ওসি জানান, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, সড়ক দুর্ঘটনায় বরিশাল জেলার চরকাউয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম সবুজ নিহত হয়েছেন। গত বুধবার রাতে বরিশাল পটুয়াখালী আঞ্চলিক মহাসহকের নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের কাঠেরঘর এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী মো. রিয়াজুল ইসলাম সবুজ বরিশাল জেলার চরআইচা এলাকার মৃত আছমত আলী মৃধার ছেলে।

পুলিশ জানায়, মোটরসাইকেল নিয়ে বাকেরগঞ্জ থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন বিএনপি নেতা রিয়াজুল ইসলাম সবুজ। রাত ১০টার দিকে কাঠেরঘর এলাকায় পৌঁছলে বিপরিত দিক থেকে আসা একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী রিয়াজুল গুরুত্বর আহত হলে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। সিনএনজিতে থাকা তিন যাত্রীও আহত হয়।

নলছিটি থানার পরিদর্শক মনোরঞ্জন মিস্ত্রি জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়। দুর্ঘটনার শিকার মোটরসাইকেল ও সিএনজি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আইন নিজের হাতে তুলে নেওয়া কাম্য নয় : ইউট্যাব

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

আগামী সংসদে সংখ্যানুপাতিক পদ্ধতিতে প্রতিনিধি নির্বাচনের দাবি চরমোনাই পীরের

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

কোন শৃঙ্খলা ভঙ্গকারী, চাঁদাবাজ, দখলবাজ ও অনুপ্রবেশকারীর দলে জায়গা হবে না-কেন্দ্রীয় যুব দলের সাধারণ সম্পাদক নুরল ইসলাম নয়ন।

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

চট্টগ্রামে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর

চট্টগ্রামে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর

বলিউডে কারিনা কাপুরের ২৫ বছর

বলিউডে কারিনা কাপুরের ২৫ বছর

মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ

মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর হামলা

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর হামলা

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর