ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর
২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:১৬ পিএম
দুর্নীতিবাজ ও বিএনপিপন্থী ব্যবসায়ী-দলীয় নেতাকর্মীকে হয়রানিতে সিদ্ধহস্ত ডিবির সাবেক ডিসি মশিউর রহমানকে অবশেষে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাতে গোয়েন্দা পুলিশের একটি টিম তাকে রাজধানী থেকে গ্রেফতার করে। পরে গতকাল বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিউমার্কেট এলাকায় নিহত ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় মশিউর রহমানের সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন এ রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক জাহাঙ্গীর আরিফ তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলপূর্বক জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন।
জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে রাজধানীর নিউমার্কেট থানা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালালে মাথায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন প্রিয়াঙ্গন শপিং সেন্টারের ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক বাদী হয়ে শেখ হাসিনাসহ ১৩১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, দুর্নীতিবাজ ও বিএনপিপন্থী ব্যবসায়ী-দলীয় নেতাকর্মীকে হয়রানিতে সিদ্ধহস্ত ডিবির সাবেক ডিসি মশিউর রহমান গত ১০ বছর এত বেপরোয়া ছিলেন যে তিনি কাউকেই পরোয়া করতেন না। এমনকি পুলিশ বাহিনীর পেশাদার সৎ কর্মকর্তাদের সাথেও খারাপ ব্যবহার করতে তিনি। তিনি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ঘনিষ্ট লোক হিসেবে পরিচিত। এমনকি নিজেকে সাবেক ছাত্রলীগ নেতা হিসেবেও জাহির করতেন এই মশিউর। ডিবির গুলশান ও লালবাগ জোনের দায়িত্ব পালনের সময় বিএনপিপন্থী ব্যবসায়ীদের ধরে এনে মোটা অংকের টাকা আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। মশিউর রহমান দীর্ঘ সময় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগে কর্মরত ছিলেন। সবশেষ লালবাগ জোনের উপকমিশনার (ডিসি) ছিলেন তিনি। এরপর অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিও পান তিনি। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর গত ১৩ আগস্ট তাকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়। আলোচিত এই পুলিশ কর্মকর্তা ২০১৩ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম), ২০১৫ ও ২০১৯ সালে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) অর্জন করেন। এছাড়া, তাকে চারবার ‘আইজিপি এক্সাম্প্লারী গুড সার্ভিসেস ব্যাচ’ দেয়া হয়। সবশেষ গত ২৯ জুন ২০২২-২৩ সালের জন্য শুদ্ধাচার পুরস্কারও পান তিনি। দলীয় বিবেচনায় পুলিশ বাহিনীতে এসব পদক অর্জন করে মশিউর রহমান।
বিভাগ : মহানগর
মন্তব্য করুন
আরও পড়ুন
মেসির সঙ্গে প্রেমের গুঞ্জন উড়িয়ে দিলেন সেই সাংবাদিক
দেশের মানুষ হাসিনার ফাঁসি চায় :ভোলায় সারজিস আলম
জীবনযাত্রা ব্যয় আরো বাড়তে পারে
সাবেক ওসি শাহ আলমকে ধরতে সারা দেশে রেড অ্যালার্ট
মনে হচ্ছে পারমাণবিক বোমা ফেলা হয়েছে লস অ্যাঞ্জেলেসে
খালেদা জিয়ার চিকিৎসা ভালোভাবেই হচ্ছে
চাল ও মুরগির বাজার অস্থিতিশীল
সামরিক খাতে বাংলাদেশকে সহায়তা করতে চায় তুরস্ক
মানুষ জবাই করা আর হাত-পা ভেঙে দেয়ার নাম তাবলিগ নয় :জুমার খুৎবা-পূর্ব বয়ান
মুজিব কোট এখন ‘বাচ্চাদের পটি’
সীমান্তে প্রতিরোধ ব্যূহ
গণঅভ্যুত্থানে শহীদ আরও ৬ জনের লাশ ঢামেক মর্গে
মালয়েশিয়ায় এনআইডি ও স্মার্ট কার্ড সেবা কার্যক্রম চালু হচ্ছে
সাংবাদিক মিজানুর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ শনিবার
ক্র্যাবের সভাপতি তমাল, সাধারণ সম্পাদক বাদশাহ্
মুকসুদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপে সংঘর্ষ : আহত ২৫
ভারতকে গুরুত্বপূর্ণ আঞ্চলিক সহযোগী মনে করে তালেবান
মাইনাস টু ফর্মুলার আশা কখনো পূরণ হবে না : আমীর খসরু মাহমুদ চৌধুরী
গাজীপুর কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু
ট্রাম্পের শপথ অনুষ্ঠানে শীর্ষ পর্যায়ের দূত পাঠাবে চীন