ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১

সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী পালিত

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম | আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ এএম

যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে গত বৃহস্পতিবার সারা দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন মসজিদে বাদ জোহর দিনটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে’র প্রতিবেদন-

বরিশাল ব্যুরো জানায়, বরিশাল সহ দক্ষিণাঞ্চলের বিভিন্নস্থানে এ উপলক্ষে সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ অনুষ্ঠিত হয় বিশ^ জাকের মঞ্জিলে। এ দরবার শরিফে রাতভর নফল নামাজ, কোরআন তেলাওয়াত, মিলাদ, জিকির এবং ফাতেহা শরিফ ও খতম শরিফে অংশ নিতে দেশ বিদেশের বিপুল সংখ্যক জাকেবরান ও আশেকান সমবেত হন। ঐতিহ্যবাহী জামে এবাদুল্লাহ মসজিদেও তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল শেষে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হয় বুধবার রাতে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা জানান, ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় নেতা ও জেলার প্রধান উপদেষ্টা আল্লামা সুফী আহমদ শাহ মোরশেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শেখ হানিফ, কেন্দ্রীয় নেতা মাঈনউদ্দিন টিটু, আহলে সুন্নাত ওলামা ফেডারশনের জেলা সংগঠক আল্লামা মুফতী ফোয়েত উল্লাহ মাহমুদী, জেলা আহ্বায়ক মেহেদী হাসান আনিস, আঞ্জুমানে মারফত ট্রাষ্টের জেলা সভাপতি আজিজুর রহমান বাচ্চুসহ জেলা ও উপজেলার শাখার নেতৃবৃন্দসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ জেলা সংবাদদাতা জানান, দিনটি উপলক্ষে ঐতিহ্যবাহী রাজাপুরা দরবার শরীফের আধ্যাত্মিক সংগঠন হোসাইনীয়া কমিটি সুনামগঞ্জ জেলা শাখার ব্যবস্থাপনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের শহিদ আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সদারত করেন রাজাপুরা দরবার শরীফ এর পীর আল্লামা শাহ মোহাম্মদ নাদিমুর রশিদ আল ক্বাদেরী (মা.জি.), প্র অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলি।

ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠিতে শহরের কলেজ মোড়ের কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম। অতিথি ছিলেন পুলিম সুপার আফরুজুল হক টুটুল। আলোচক ছিলেন মোহাম্মদপুর (বি.আর) আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আলী হায়দার নিজামী।

নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরে আলাইপুরস্থ অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আবু নাছের ভূঞাঁর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল।

ইবি সংবাদদাতা জানান, সিরাতুন নবী (সা.) ও বাস্তবিক জীবনে তার প্রয়োগ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি ছিলেন সৈয়দ মাকসুদুর রহমান। সভা শেষে মোনাজাত পরিচালনা করেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের প্রফেসর ড. কাউসার মো. বাকী বিল্লাহ।

ব্রাহ্মনপাড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মাওলানা আব্দুল মুবিন আখন্দের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক ছৈয়দ মাওলানা মোবারক হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মনপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব জাহাঙ্গীর খান চৌধুরী। অতিথি ছিলেন সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জহিরুল হক সহ প্রমুখ।

গোয়ালন্দ (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা জানান, এসময় মিছিলে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ইমাম বাড়া শরীফের সভাপতি মাহাজুস আলী চেধুরী নাসিম, সাধারণ সম্পাদক গোলাম মাহাবুব, কোষাধ্যক্ষ সুমন মোল্লা, দৌলতদিয়া আঞ্জুমান-ই কাদেরীয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারীসহ বিপুল সংখ্যক ভক্ত ও মুরিদান মিছিলে অংশগ্রহণ করেন।

হরিরামপুর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, দিনটি উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে র‌্যালি ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে দরবার-এ-লোকমানিয়া ঝিটকা দরবার শরীফের আয়োজনে দরবার প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলার ঝিটকা বাজার প্রদক্ষিণ করে দরবারে এসে শেষ হয়। এতে দরবারে লোকমানিয়ার ভক্তবৃন্দ, আশেকান ও এলাকাবাসী অংশগ্রহণ করেন।

কোটালীপাড়া (গোপালগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা আ. লীগের সহ-সভাপতি নাদের আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ ও বিশ্বনবীর জিবনী নিয়ে আলোচনা করে দোয়া ও মোনাজাত করেন কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মো. ইলিয়াছুর রহমান।

সিংগাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা জানান, সিংগাইরে যুবলীগের আয়োজনে সায়েস্তা ইউনিয়নের সাহরাইল বাজার ঈদগাহ মাঠ সংলগ্ন এতিমখানায় এ মিলাদ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মো. তমিজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. রমিজ উদ্দিন, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. জসিমউদ্দিন, সায়েস্তা ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সায়েম, সাংগঠনিক আব্দুল হালিম ও আব্দুল মান্নানসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী।

বড়াইগ্রাম (নাটোর) উপজেলা সংবাদদাতা জানান, বড়াইগ্রামে মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা আ. লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাড. মিজানুর রহমান, সহ-সভাপতি অ্যাড. আরিফ উদ্দিন সরকার, সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু বক্তব্য রাখেন।

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা জানান, ধামরাই উপজেলার ইসলামাবাদ নান্দেশ্বরী ও ডাউটিয়া মাদরাসা এবং পৌরসভার ঈদগাহ মাঠে উদযাপন করা হয় দিনটি।

গফরগাঁও (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, পৌরসভাসহ উপজেলার ১৫টি ইউনিয়নের প্রতিটি মসজিদ, বিভিন্ন দাখিল ,আলিম .ফাজিল, কামিল মাদরাসা ,স্কুল ও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পালিত হয় দিনটি।

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, বারইয়ারহাটে সমাবেশে সংগঠনের প্রতিষ্ঠাতা আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় সভাপতিত্ব করেন সংগঠনের মীরসরাই উপজেলা শাখার আহ্বায়ক রেজাউল করিম, এসময় উপস্থিত ছিলেন, মাওলানা জামশেদ আলম, মাওলানা বোরহান উদ্দিন, মাওলানা সিরাজ মিয়াজি, আব্দুর রহমান সুমন, নাসির উদ্দিন, সাইদুল ইসলাম সজিব, আব্দুল আওয়াল, শরীফুল আলম, হানিফ মিয়া, ছাইফুর রহমান আজাদ, নাসির উদ্দিন, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, আশ্রাফুল আলম, মোস্তফা আলী প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, মুরাদনগরে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছেন উপজেলার শাখার তরিকত ঐক্য পরিষদ। এসময় বক্তব্য রাখেন, উপজেলা শাখার তরিকত ঐক্য পরিষদের সভাপতি মো. হানিফ মিয়া, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, মুরাদনগর সদর ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আক্তার হোসেন, নবীপুর পশ্চিম ইউপি সদস্য কাউছার ভূইয়া, শামীম সরকার জিতু।

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা জানান, ছাগলনাইয়ায় উদযাপন কমিটির আহবায়ক মাওলানা আলমগীর ফরায়েজির সভাপতিত্বে ও জেলা শাখার সহ-সভাপতি মাওলানা নুরুল ইসলাম জেহাদীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, গাউছিয়া কমিটি বাংলাদেশ ফেনী জেলা শাখার সভাপতি মাওলানা নুরুন নবী রহমানী ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএসএফ’র ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক ও দৈনিক ডিজিটাল সময়ের সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি পীরজাদা মাওলানা রিয়াজুল করিম আলকাদরীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা কাজী আতাউর রহমান গিলমানের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি।

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জানান, নাসিরনগরে ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের উদ্যোগে এ উপলক্ষে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসুল্লিদের অংশগ্রহণে আনন্দ র‌্যালী বের করা হয়। এতে নেতৃত্ব দেন ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের বর্তমান পীর আলহাজ্ব মাওলানা মুফতী সৈয়দ সালেহ আহমদ মামুন আল-হোসাইনী এবং পীরজাদা মাওঃ মুফতী সৈয়দ মঈনুদ্দিন আহমদ আল- হোসাইনী।

রাউজান (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, রাউজান এ উপলক্ষে ১২ দিনব্যাপী ১২তম আজিমুশশান নূরানি মাহফিল পহেলা রবিউল আওয়াল থেকে ১২ রবিউল আওয়াল পর্যন্ত কলেজের একে এম ফজলুল কবির চৌধুরী হলরুমে সম্পন্ন হয়। আলহাজ্জ এন এম বদরুদ্দীন মাইজভান্ডারীর সার্বিক তত্ত্বাবধানে ও বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্জ আল্লামা বাহাউদ্দিন মোহাম্মদ ওমর ও মাওলানা শহিদুল্লাহ ভান্ডারীর যৌথ সঞ্চালনায় প্রথম দিবসে ত্বকরির করেন সহ-সুপার মাওলানা কাজী ওমর ফারুক আজমি।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

পার্বত্য চট্টগ্রামে বাঙালিদের ওপর হামলার প্রতিবাদে ঢাবিতে সমাবেশ

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

বিগত ৫৩ বছরের জঞ্জাল দূর করে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সময়ের দাবি

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

তোফাজ্জল হত্যাকাণ্ডের ঘটনায় আটক ছয়জনের পাঁচজনই ছাত্রলীগের

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সংঘর্ষে নিহত ১, থমথমে পরিস্থিতিতে ১৪৪ ধারা জারি, ৭২ ঘন্টার অবরোধের ডাক

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

নিরাপদ ও নির্ভয়ে উদযাপন হবে শারদীয় দূর্গোদসব এবং দূর্গাপূজা- এসএমপি কমিশনার রেজাউল করিম

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

মব কিলিং সরকার সমর্থন করে না: উপদেষ্টা নাহিদ

চট্টগ্রামে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর

চট্টগ্রামে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর

বলিউডে কারিনা কাপুরের ২৫ বছর

বলিউডে কারিনা কাপুরের ২৫ বছর

মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ

মব জাস্টিসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ঢাবি কর্তৃপক্ষ

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর হামলা

রাজশাহীতে ট্রেনে বরযাত্রীদের ওপর হামলা

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

চিহ্নিত গোষ্ঠী আবার দখলদারি ও চাঁদাবাজি শুরু করেছে : সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম চরমোনাই

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

গায়িকা রুকসানার রহস্যজনক মৃত্যু!

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

যে কোনো মূল্যে লাহোর কর্মসূচি সফল করুন: ইমরান খান

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালকসহ নিহত ২

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের একটি আদালত ভবনে বিচারককে গুলি করে হত্যা

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

ডিবির সাবেক ডিসি ৭ দিনের রিমান্ডে দলীয় বিবেচনায় শুদ্ধাচার পুরস্কার পান মশিউর

খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘর্ষ: তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

খাগড়াছড়ি-রাঙামাটিতে সংঘর্ষ: তিন জেলার মানুষকে শান্ত থাকার আহ্বান সরকারের

গরমে যেন শেষ সিলেট !

গরমে যেন শেষ সিলেট !

গল টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা

গল টেস্টে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা