ব্যবসায়ীদের ‘আউট অব দ্য বক্স’ চিন্তা করতে হবে
১১ অক্টোবর ২০২৩, ১২:০৭ এএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৩, ১২:০৭ এএম

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেছেন, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপটে দেশের প্রবৃদ্ধির গতি বজায় রাখতে ব্যবসায়ীদের ‘আউট অব দ্য বক্স’ চিন্তা করতে হবে। একই সঙ্গে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের এগিয়ে নিতে এফবিসিসিআইকে ভূমিকা রাখার আহ্বান জানান। গত সোমবার রাজধানীর গুলশান-১ এ টাওয়ার অব আকাশে এফবিসিসিআইয়ের গুলশান শাখা কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি। এসময় এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, মীর নাসির হোসেন, কাজী আকরাম উদ্দিন, মো. জসিম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। সালমান এফ রহমান বলেন, শীর্ষ বাণিজ্য সংগঠন হিসেবে এফবিসিসিআই দেশের ব্যবসা, বাণিজ্য এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এফবিসিসিআইয়ের যেকোনো প্রস্তাব বা দাবি সরকারও গুরুত্বের সঙ্গে মূল্যায়ন করে থাকে।
গুলশানে নতুন এই শাখা অফিস চালুর মাধ্যমে এফবিসিসিআইয়ের কার্যক্রম আরও বেগবান হবে উল্লেখ করে তিনি বলেন, ব্যবসায়ীদের দোরগোড়ায় এফবিসিসিআইয়ের সেবা পৌঁছে দেয়ার জন্য এই অফিস কার্যকরী ভূমিকা পালন করবে। এই উদ্যোগ উদ্যোক্তাদের সহায়তা এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, গুলশানে শাখা অফিস চালুর মাধ্যমে এফবিসিসিআইয়ের কার্যক্রম আরও বেগবান হবে। এর ফলে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, বিদেশি বিনিয়োগকারী ও অতিথিদের সঙ্গে বৈঠক অনেক সময় সাশ্রয়ী ও সহজতর হবে। পাশাপাশি এফবিসিসিআইয়ের অনুষ্ঠান ও ছোট পরিসরের সভা করার ক্ষেত্রে এই অফিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন তিনি।
এফবিসিসিআই সচিবালয়ের কার্যক্রমকে ব্যবসায়ীদের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে বর্তমান বোর্ড প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে মাহবুবুল আলম বলেন, ব্যবসায়ীরা যেন সহজেই এফবিসিসিআই থেকে সহযোগিতা পেতে পারেন। এজন্য গুলশান শাখা অফিসের পাশাপাশি পুরান ঢাকা, চট্টগ্রামেও শাখা অফিস চালুর উদ্যোগ নিয়েছি আমরা। এরই মধ্যে রাজধানীর হাটখোলায় এফবিসিসিআই ইনোভেশন অ্যান্ড রিসার্চ সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে। দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, টেকসই শিল্পায়ন এবং চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলার সক্ষমতা অর্জনে এফবিসিসিআই ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আমার বিশ্বাস।
মাহবুবুল আলম বলেন, প্রধানমন্ত্রীর ভিশন ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র কার্যক্রমকে সমন্বয় করা অত্যন্ত জরুরি। সে লক্ষ্যে প্রধান শাখার সঙ্গে সঙ্গে এফবিসিসিআইয়ের সম্প্রসারিত অফিসেও একযোগে কাজ করলে দেশের অর্থনৈতিক কার্যক্রমে ব্যবসায়ী নেতৃবৃন্দের অংশগ্রহণ ক্রমশ বৃদ্ধি পাবে বলেও মন্তব্য করেন তিনি।
গুলশান-১ এর টাওয়ার অব আকাশে অবস্থিত এফবিসিসিআইয়ের এই শাখা কার্যালয়ে একটি সভা কক্ষ, পরিচালনা পরিষদের সদস্যদের জন্য একটি লাউঞ্জ, বিদেশি বিনিয়োগকারী ও বিভিন্ন দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের জন্য একটি কার্টেসি মিটিং রুম, সভাপতির কক্ষসহ কর্মকর্তাদের জন্য অফিস কক্ষের ব্যবস্থা রাখা হয়েছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও





আরও পড়ুন

হার এড়ালেও শিরোপার দৌড়ে পিছিয়ে গেল আর্সেনাল

সংগ্রামী সাংবাদিক ও ক্রীড়াবিদ মোহাম্মদ সাদেকুর রহমান সাদেক এর বিরুদ্ধে অপপ্রচার বন্ধ হোক

মাহমুদুর রহমানকে হত্যাচেষ্টা মামলায় ইনু কারাগারে

নারায়ণগঞ্জে বিএনপি নেতা টিপুর বিচারের দাবিতে সড়ক অবরোধ

এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের ভুখা মিছিল

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট ১৪ মার্চ ফিরতি টিকিট ২৪ মার্চ বিক্রি শুরু

ফেব্রুয়ারি মাসে অর্থনীতি সামান্য সংকুচিত হয়েছে

পাসপোর্টের সেই তৌফিকুল ইসলাম সাময়িক বরখাস্ত

সাভার ও আশুলিয়ার পানিবদ্ধতা দূর করতে ১৪টি খাল ও ১টি বিল খননের দাবি এলাকাবাসীর

সিদ্ধিরগঞ্জে অগ্নিকাণ্ডের ঘটনায় আরো এক নারীর মৃত্যু

প্রতিশোধ নিয়ে চ্যাম্পিয়ন ভারত

সিরিয়ার সদস্যপদ ১২ বছর পুনর্বহাল করল ওআইসি

ইউরোপ জানে না কীভাবে ইউক্রেন সংকট সমাধান করতে হবে : ট্রাম্প

ছিনতাইকারীর আঘাতে মৃত্যুর সঙ্গে লড়ছেন পূবালী ব্যাংক কর্মকর্তা

ভারতীয় সীমান্তে হত্যা : জাতিসংঘের অধীনে তদন্ত ও বিচার চাইলো জামায়াত

নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকসহ আটক ২

বহিষ্কৃত যুবদল নেতা ষড়যন্ত্রের শিকার দাবি করে সাবেক ছাত্র নেতাদের সংবাদ সম্মেলন

ছিনতাই প্রতিরোধ বড় চ্যালেঞ্জ পুলিশ কমিশনার বললেন ‘আমরা প্রস্তুত’

চাঁদপুরে গুঁড়িয়ে দেয়া হচ্ছে অবৈধ ইটভাটা

গফরগাঁওয়ে ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে ট্রেন অবরোধ