হার এড়ালেও শিরোপার দৌড়ে পিছিয়ে গেল আর্সেনাল
১০ মার্চ ২০২৫, ০৩:৫২ এএম | আপডেট: ১০ মার্চ ২০২৫, ০৩:৫২ এএম

ইংলিশ প্রিমিয়ার লিগে সময়টা ভালো কাটছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। রবিবার আর্সেনালের বিপক্ষে লিড নিয়ে নিশ্চয় জয়ের ধারায় ফেরার স্বপ্ন দেখছিল রেড ডেভিলসরা। কিন্তু ওল্ড ট্রাফোর্ডে শেষ দিকে গোল হজম করে এক পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দলটিকে। ম্যাচ শেষ হয় ১-১ গোলের ড্রয়ে, যা হতাশ করেছে দুই দলকেই।
হার এড়ালেও এই ড্রয়ে শিরোপার মিশনে বড় ধাক্কা খেয়েছে গানার্সরা। শীর্ষে থাকা লিভারপুলের চেয়ে এক ম্যাচ কম খেলে তারা ১৫ পয়েন্ট পেছনে থেকে দুই নম্বরে। আর ৩৪ পয়েন্ট নিয়ে ম্যানইউ ১৪তম।
ম্যাচের প্রথমার্ধ ছিল নিষ্প্রাণ। পিএসভির বিপক্ষে ৭-১ গোলের দাপুটে জয়ের পর আত্মবিশ্বাসী আর্সেনাল বলের নিয়ন্ত্রণ ধরে রাখলেও, গোলের জন্য খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি।
তবে বিরতির ঠিক আগে ওল্ড ট্র্যাফোর্ডকে উজ্জীবিত করেন ব্রুনো ফার্নান্দেজ। ইউনাইটেড অধিনায়কের নিখুঁত ফ্রি-কিক কোনো বাধাই পেল না, ডেভিড রায়ার লাফিয়ে চেষ্টা করলেও বল চলে যায় জালের ঠিক কোণায়। ডিসেম্বরের পর প্রথমবার প্রিমিয়ার লিগে বিরতিতে লিড নিয়ে গেল ইউনাইটেড।
দুই দলই আক্রমণের ধার বাড়ালে দ্বিতীয়ার্ধে ম্যাচ জমে ওঠে। একের পর এক আক্রমণে রোমাঞ্চ ছড়ায় দুই দল। ৭৪তম মিনিটে জুরিয়েন টিম্বারের পাস থেকে দুর্দান্ত এক গোল করে সমতা ফেরান ডেক্লান রাইস। ডি-বক্সের বাইরে থেকে তার বজ্রগতির শট আন্দ্রে ওনানাকে কোনো সুযোগই দেয়নি। এরপর ইউনাইটেড ভক্তদের দিকে তাকিয়ে ঠোঁটে আঙুল রেখে ‘শান্ত’ থাকার বার্তা দেন রাইস—ম্যাচে নতুন উত্তেজনা যোগ হয়।
দুই দলই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে। ইউনাইটেডের মরোক্কান ডিফেন্ডার নুসাইর মাজরাউই নিশ্চিত গোলের সুযোগ মিস করলে মাথা নিচু করে হতাশায় বসে পড়েন। অন্যদিকে, মার্টিন ওডেগার্ডের একটি ভয়ঙ্কর শট দুর্দান্ত দক্ষতায় বারপারের ওপর দিয়ে ঠেলে দেন ওনানা।
কিন্তু আসল নাটকীয়তা জমে ম্যাচের শেষ মুহূর্তে। ফার্নান্দেজের আরেকটি শট কোনোভাবে আটকালেও বল প্রায় গোললাইন পেরিয়ে যাচ্ছিল, তখনই রায়া অতিমানবীয় দক্ষতায় বল ফিরিয়ে নিশ্চিত গোল বাঁচান।
শেষ পর্যন্ত স্কোরলাইন আর বদলায়নি। পরিসংখ্যানেও প্রতিদ্বন্দ্বিতা স্পষ্ট—দুই দলই সমান ৬টি শট রেখেছে লক্ষ্যে।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন

সড়ক বিহীন সেতু,কাজে আসছেনা এলাকাবাসীর

দুর্নীতির অভিযোগে নওগাঁ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান

কলাপাড়ায় একটি ছাগলকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষে, আহত-৪

ফ্যাসিস্টের পতন হয়েছে কিন্তু বিএনপি নিয়ে ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে -মিজান চৌধুরী

উইন্ডিজকে হারালেই বিশ্বকাপে বাংলাদেশ

গাজায় মানবিক সহায়তা নিষিদ্ধ ঘোষণা ইসরায়েলের, সংকট তীব্র

টাইম ম্যাগাজিনের ১০০ প্রভাবশালীর তালিকায় ড. ইউনূস

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নামে প্রজ্ঞাপন জারি

সুন্নত নামাজে ভুল করে নামাজ শেষ করে ফেলা প্রসঙ্গে?

কূট-কৌশলে ভিআইপিদের টার্গেট করতেন মেঘনা আলম চক্র

সুন্দরবন রক্ষায় সচেতনতা বৃদ্ধি করা হোক

ইউনূস-মোদি বৈঠক : একটি পর্যালোচনা

উইন্ডিজের বিপক্ষে সেরাটা দিতে প্রস্তুত বাংলাদেশ: নিগার

গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশে সংক্ষুব্ধ ‘আমরা’ কারা?

জেনারেল এসির নামে প্রতারণা

ইমরান খান-বুশরা বিবির বিয়ের অজানা অধ্যায় প্রকাশ

নোয়াখালীতে ব্রান্ডের নকল বস্তায় চাউল প্যাকেট করে বিক্রি ;ভোক্তা অধিকারের ১ লক্ষ টাকা জরিমানা

মঞ্চে অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট

মুক্তির অপেক্ষায় মিজানুর রহমান লাবুর সিনেমা আতরবিবিলেন

সোস্যাল মিডিয়া থেকে দূরে থাকা আমাকে শান্তি দিয়েছে :বাঁধন