ঢাকা   শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪ | ৫ আশ্বিন ১৪৩১
থানায় তিন ছাত্রলীগ নেতাকে নির্যাতন

তদন্তে ধোঁয়াশা তৈরি

Daily Inqilab স্টাফ রিপোর্টার

২১ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম | আপডেট: ২১ অক্টোবর ২০২৩, ১২:০১ এএম

দেশজুড়ে ব্যাপক আলোচিত ছাত্রলীগের তিন নেতাকে শাহবাগ থানা হেফাজতে নিয়ে মারধরের ঘটনায় তদন্তে একাধিক তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু দেড় মাস পেরিয়ে গেলেও কোনো কমিটিই তদন্ত প্রতিবেদন দাখিল করেনি। এরই মধ্যে দফায় দফায় প্রতিবেদন দাখিলের সময় বাড়ানো হয়েছে। প্রতিবেদন দাখিলে বিলম্ব নিয়েও রয়েছে প্রশ্ন। তবে তদন্ত কমিটির সদস্যরা বলছেন, কোনো নির্দিষ্ট তারিখ নয়, তদন্তকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যতটা সময় দরকার ততটাই দেয়া হয়েছে। অন্যদিকে ডিএমপি শীর্ষ কর্মকর্তারা বলছেন, আগামী ২৩ অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখের পরই ব্যবস্থা নেয়া হবে। গত ৯ সেপ্টেম্বর রাজধানীর শাহবাগ থানার এ ঘটনায় অন্যতম অভিযুক্ত হিসেবে সামনে আসে ডিএমপির রমনা জোনের সাবেক এডিসি হারুন অর রশিদের নাম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা তদন্ত কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে, তদন্তকাজ চলমান। তবে তা শেষ হতে সময় লাগবে। খুব শিগগির প্রতিবেদন তৈরি করা যাবে তেমনটি এখনই বলা যাচ্ছে না। এ অবস্থায় ঠিক কবে নাগাদ প্রতিবেদন দাখিল হবে তা নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। আর প্রতিবেদন তৈরিতে বিলম্ব বা দীর্ঘসূত্রতায় ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিতে পারেন। সহসা প্রতিবেদন দাখিলের কোনো আলামত না থাকায় এরই মধ্যে মারধরের শিকার ছাত্রলীগের ভুক্তভোগী একজন নেতা সাবেক এডিসি হারুন-অর-রশীদের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম, ছাত্রলীগের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলের সাধারণ সম্পাদক শরীফ আহমেদ মুনিম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি মাহবুবুর রহমানকে মারধরের ঘটনার সূত্রপাতের বিষয়ে প্রেসিডেন্টের এপিএস আজিজুল হকের স্ত্রী ডিএমপির এডিসি সানজিদা আফরিন এক সাক্ষাৎকারে দাবি করেন, ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি চিকিৎসা নিতে বারডেম হাসপাতালে গিয়েছিলেন। চিকিৎসকের সাক্ষাৎ পেতে সহকর্মী হিসেবে এডিসি হারুনের সহায়তা নেন। এসময় কয়েকজনকে সঙ্গে নিয়ে হাসপাতালে এসে এডিসি হারুনকে মারধর করেন তার স্বামী আজিজুল।

এদিকে রাজধানীর শাহবাগ থানায় পুলিশের হাতে মারধরের শিকার তিন ছাত্রলীগ নেতার মধ্যে গুরুতর আহত আনোয়ার হোসেন নাঈম সাংবাদিকদের কাছে ঘটনার বর্ণনা দিয়ে সেসময় দাবি করেন, আজিজুল হকের বাড়ি তার এলাকায় হওয়ায় তার ফোন পেয়ে বারডেম জেনারেল হাসপাতালের চারতলায় যান। সেখানে গিয়ে আজিজুল হক ও হারুনের মধ্যে বাগবিত-া দেখতে পান। তাদের নিবৃত্ত করার চেষ্টার একপর্যায়ে শাহবাগ থানার ওসিকে (তদন্ত) ফোন করে হাসপাতালে ডেকে নেন এডিসি হারুন। পুলিশ গিয়ে আজিজুল, ছাত্রলীগের শরীফ আহমেদ মুনিম এবং মাহবুবুর রহমানকে মারধর করে। পরে হাসপাতাল থেকে পুলিশ জোর করে আজিজুলসহ তিন-চারজনকে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়।

থানায় মারধরের বিষয়ে এই ছাত্রলীগ নেতা বলেন, আমি শাহবাগ থানায় গিয়ে দেখি ওসির (তদন্ত) কক্ষে সবাইকে আটকে রেখে মারধর করা হচ্ছে। ওসির কক্ষের দরজা টেনে ভেতরে ঢুকতেই ১০ থেকে ১৫ জন আমার ওপর হামলা করেন। আমার মুখে কিলঘুষি মারেন। একপর্যায়ে আমাকে নিচে ফেলে পা দিয়ে লাথি মারেন। এডিসি হারুন এবং ওসিও মারধর করেন। ছাত্রলীগ নেতাদের থানা হেফাজতে নির্যাতনের ঘটনার পরদিন পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনেল ম্যানেজমেন্ট-১) আনোয়ার হোসেন সই করা এক প্রজ্ঞাপনে এডিসি হারুন অর রশিদকে ডিএমপির রমনা জোন থেকে বদলি করে ডিএমপির দাঙ্গা দমন বা পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে সংযুক্ত করা হয়। পরে পৃথক এক আদেশে তাকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সংযুক্ত করা হয়। কিন্তু তার বিতর্কিত কর্মকা-ে তুমুল সমালোচনার জেরে ১১ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ- শাখা) সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান সই করা এক প্রজ্ঞাপনে হারুনকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়। এর ২৪ ঘণ্টা না পেরোতেই ১২ সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের (পুলিশ- শাখা) সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ সই করা পৃথক প্রজ্ঞাপনে হারুনকে রংপুর রেঞ্জের ডিআইজি কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার পদে সংযুক্ত করা হয়। অন্যদিকে এ ঘটনায় শাহবাগ থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. গোলাম মোস্তফাকে ডিএমপির কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরের লাইনওআর পদে বদলি করা হয়।

ছাত্রলীগের তিন নেতাকে শাহবাগ থানায় মারধরের ঘটনার একদিন পরই ১০ সেপ্টেম্বর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে ডিএমপি। সাবেক পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক এ কমিটি করেন। কমিটির সভাপতি করা হয় ডিএমপির ডিসি (অপারেশনস) মো. আবু ইউসুফকে। আর সদস্য করা হয় এডিসি (নিউমার্কেট জোন) শাহেন শাহ্ ও এডিসি (ডিবি-মতিঝিল) মো. রফিকুল ইসলামকে। কমিটিকে দুদিনের মধ্যে ডিএমপি কমিশনার বরাবর প্রতিবেদন দাখিল করতে বলা হয়। সে মোতাবেক ১২ সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় নির্ধারিত থাকলেও নির্দিষ্ট তারিখে তা জমা দিতে পারেনি তদন্ত কামিটি। ১৩ সেপ্টেম্বর সময় বাড়িয়ে পাঁচ কার্যদিবসে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়। ১৯ সেপ্টেম্বর সময়সীমা শেষ হলেও তখনো প্রতিবেদন জমা দিতে পারেনি তদন্ত কমিটি। ২৪ সেপ্টেম্বর দ্বিতীয় দফায় সময় বাড়িয়ে তিন কার্যদিবস পর ২৭ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দিতে বলা হলেও সেবারও ব্যর্থ হয় তদন্ত কমিটি।

আলোচিত এ ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পৃথক তদন্ত কমিটি গঠন করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব (পুলিশ-১ অধিশাখা) আবুল ফজল মীর বাদলকে আহ্বায়ক করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যসচিব করা হয় জননিরাপত্তা বিভাগের উপসচিব (পুলিশ-৩ শাখা) নূর-এ-মাহবুবা জয়াকে আর সদস্য হন ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস) মোহাম্মদ জায়েদুল আলম।

তদন্তের বিষয়ে কমিটির আহ্বায়ক আবুল ফজল মীর বাদল বলেন, তদন্ত চলছে। আমাদের সময় লাগবে। খুব শিগগির প্রতিবেদন তৈরি হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, এটা বলা যাচ্ছে না।

পরে তদন্ত কমিটির সদস্য শাহেন শাহ্ বলেন, ২৭ সেপ্টেম্বরের পর তদন্ত কমিটির সময় আরও বাড়ানো হয়েছে। তৃতীয় দফায় কতদিন সময় বাড়ানো হয়েছে জানতে চাইলে তিনি বলেন, কোনো নির্দিষ্ট তারিখ নেই। তদন্তকাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে যতটুকু সময় প্রয়োজন ততটুকুই বাড়ানো হয়েছে। আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি।

শাহবাগ থানায় মারধরের শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল শাখা ছাত্রলীগের সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন নাঈম আগের থেকে অনেকটাই সুস্থ এখন। গত ৩০ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। এরপর বেশ কয়েকদিন বাড়িতেই ছিলেন। বর্তমানে ক্যাম্পাসের হলে থাকলেও এখনো দাঁতের চিকিৎসা নিতে হচ্ছে তাকে। ঘটনার তদন্তের বিষয়ে জানতে চাইলে নাঈম সাংবাদিকদের বলেন, পুলিশের তদন্ত কমিটি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির কাছে গত মাসেই আমি আমার বক্তব্য দিয়েছি। কিন্তু এখন পর্যন্ত আর কোনো কিছু জানি না। তদন্ত কমিটি এখনো কোনো রিপোর্ট দেয়নি। আমি বিষয়টি নিয়ে খুব হতাশ। আমি তো প্রতিবেদনের জন্য অপেক্ষা করছিলাম। আশা করছিলাম, সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তিমূলক সিদ্ধান্ত আসবে। কিন্তু এখন পর্যন্ত তদন্তের অগ্রগতি বিষয়ে কিছুই জানতে পারিনি।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

এবার রাবির শেরে-বাংলা হল থেকে লাঠিসোঁটা-হকিস্টিক উদ্ধার

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ড. ইউনূস

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

লেবাননে এক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান হামলা ইসরায়েলের

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

সাংবাদিকদের কাছে সহযোগিতা চাইলেন পঞ্চগড়ের নতুন জেলা প্রশাসক

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

ইনস্টাগ্রামের মতো ফিচার এবার আসছে হোয়াটসঅ্যাপেও!

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রে কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে গুলি করে হত্যা

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

তাপপ্রবাহ নিয়ে যা জানা গেল

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির বিরুদ্ধে মানহানির মামলা

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

‘ভারতীয় খাবার জঘন্য’, অস্ট্রেলিয়ান ইউটিউবারের পোস্ট ঘিরে বিতর্ক তুঙ্গে

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

ট্রাম্পের তথ্য চুরি করে বাইডেন শিবিরে পাঠিয়েছিল ইরান! দাবি গোয়েন্দা সংস্থার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

সুনামগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রী এম.এ মান্নান গ্রেফতার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

আর্সেনালের স্বস্তির ড্র,অ্যাটলেটিকোর দারুণ জয়

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

হেডের বিধংসী শতকে লন্ডভন্ড  ইংল্যান্ড

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

পয়েন্ট হারিয়েও শীর্ষে আর্জেন্টিনা,অবনতি বাংলাদেশের

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

বিদেশে সাবেক ভুমিমন্ত্রীর আট হাজার কোটি টাকার সম্পত্তি

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

ইউনূস গুড উইলের প্রতিফলন দেখতে চায় জনগণ: রিজভী

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

সময় থাকতে হাসিনাকে ফেরত পাঠান : ভারতকে দুদু

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

রুশ সেনা কুরস্কের দুটি শহরের নিয়ন্ত্রণ নিয়েছে

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত

বিমানবন্দর এলাকা হবে শব্দদূষণ মুক্ত