ইয়ামালের মাইলফলকের রাতে হারের তেতো স্বাদ বার্সার
২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৫ এএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৩৫ এএম
লা লিগায় টানা পাঁচ ম্যাচ জেতার আত্মবিশ্বাস নিয়ে চ্যাম্পিয়নস লিগ খেলতে এসেছিল বার্সেলোনা।তবে লীগের ফর্ম টেনে আনতে পারলন হ্যান্সি ফ্লিক। বড মঞ্চে শুরুতেই ধাক্কা খেল কাতালানরা।
বৃহস্পতিবার চ্যাম্পিয়নস লীগে দ্বিতীয় লুইস স্টেডিয়ামে বার্সার বিপক্ষে ২-১ গোলে জিতেছে মোনাকো।দ্বিতীয় লুইস স্টেডিয়ামে তাদেরর বিপক্ষে ২-১ গোলে জিতেছে মোনাকো।
চলতি মৌসুমে বার্সেলোনার প্রথম হার এটি। লা লিগায় প্রথম পাঁচ ম্যাচে জয়ের পর এলো এই হার।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার বিপক্ষে তিন ম্যাচে মোনাকোর প্রথম জয় এটিই। এর আগে ১৯৯৩-৯৪ মৌসুমে গ্রুপ পর্বের দুই দেখায় বার্সেলোনা জিতেছিল যথাক্রমে ২-০ ও ১-০ গোলে।
এ ম্যাচে অবশ্য শুরুতেই বার্সারকে চাপে ফেলে দেয় এরিক গার্সিয়ার লাল কার্ড। এরপর গোলও খেয়ে ফেলে তারা। পরে রেকর্ড গড়ে যা শোধ করেন লামিনে ইয়ামাল। তাতেও অবশ্য শেষ রক্ষা হয়নি। দ্বিতীয়ার্ধে করা গোলেই জয় পায় মোনাকো। চ্যাম্পিয়নস লিগের শুরুতেই এমন হারে খানিকটা যেন চাপেই পড়ে গেল বার্সা।
মোনাকোর মাঠে শুরু থেকে বলের দখল রেখে আক্রমণে মনোযোগ দেয় বার্সেলোনা। এ সময় মাঝমাঠের নিয়ন্ত্রণ রাখাই ছিল কাতালান ক্লাবটির মূল লক্ষ্য। তবে বার্সা বড় ধাক্কা খায় ম্যাচের ১০ মিনিটে। বক্সের বাইরে বিপজ্জনকভাবে মোনাকোর তাকুমি মিনামিনোকে ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সা ডিফেন্ডার এরিক গার্সিয়া। ১০ জনের বার্সাকে পেয়েছে মুহূর্তের মধ্যে পাশার দান উল্টে দেয় মোনাকো একের পর এক আক্রমণে চাপে ফেলে দেয় বার্সাকে।
একজন কম নিয়ে খেলার মাশুল বার্সা দেয় ছয় মিনিট পরই। ভ্যান্ডারসনের কাছ থেকে বল পেয়ে বক্সে ঢুকে বার্সার চার খেলোয়াড়ের চ্যালেঞ্জ সামলে বাঁ পায়ে জাল কাঁপান মাঘনেস আকলিউচে।
আধঘণ্টা না হতেই বার্সা সমতা ফেরায়। মার্ক কাসাদোর পাসে বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে পান লামিনে ইয়ামাল। স্প্যানিশ তারকা ২৮তম মিনিটে করেন প্রথম চ্যাম্পিয়নস লিগ গোল।
২৭তম মিনিটে ব্রিল এমবোলোর শট ঠেকিয়ে ব্যবধান বাড়তে দেননি টের স্টেগেন। পরের মিনিটেই ইয়ামালের চমৎকার গোলে সমতায় ফেরে সফরকারীরা।
আধঘণ্টা না হতেই বার্সা সমতা ফেরায়। মার্ক কাসাদোর পাসে বক্সের ঠিক বাইরে থেকে বাঁ পায়ের শটে জাল খুঁজে পান লামিনে ইয়ামাল। স্প্যানিশ তারকা ২৮তম মিনিটে করেন প্রথম চ্যাম্পিয়নস লিগ গোল।
এটি ছিল চ্যাম্পিয়নস লিগে ইয়ামালের প্রথম গোল। যা তাঁকে চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় কনিষ্ঠ গোলদাতার খেতাবও এনে দিয়েছে। ইয়ামাল করেছেন ১৭ বছর ৬৮ দিনে। শীর্ষে থাকা সাবেক বার্সা থাকা আনসু ফাতি গোল করছিলেন ১৭ বছর ৪০ দিনে।
বিরতি থেকে ফিরে মুহুর্মুহু আক্রমণ করে মোনাকো। ফরাসি ক্লাব তার পুরস্কার পেয়ে যায় ৭১ মিনিটে। ফাস্ট ব্রেক থেকে ভ্যান্ডারসের বাতাসে ভাসানো বল নিয়ন্ত্রণে নেওয়ার পর বক্সে ঢুকে টের স্টেগেনকে একা পান জর্জ ইলেনিকেনা। তার শট বার্সা কিপারের হাতে লাগলেও জালে জড়ায়।
বাকি সময়ে আর বার্সা গোল শোধ দিতে পারেনি। তাতে হার দিয়ে ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতা শুরু করতে হলো হ্যান্সি ফ্লিকের দলকে।
লা লিগায় টানা পাঁচ ম্যাচে জিতে শীর্ষে থাকা বার্সেলোনা চলতি মৌসুমে প্রথমবার হারের মুখ দেখলো।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
চাঁদপুরে জাহাজে সেভেন মার্ডারের ঘটনায় মামলা
গাজায় বড়দিনে শান্তির জন্য প্রার্থনা,নিহতের সংখ্যা ছাড়লো ৪৫ হাজার
স্ত্রী-সন্তানসহ শাহরিয়ার আলমের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মোজাম্বিকে বাংলাদেশিদের ৩শ' ব্যবসাপ্রতিষ্ঠান লুটপাট ও ভাঙচুর
অতিসত্বর নির্বাচন হওয়ার দরকার : আমীর খসরু
দুর্নীতিগ্রস্ত লুটেরা মাফিয়াদল যাতে বাংলাদেশে আর ফেরত না আসতে পারে : মেজর হাফিজ
বঞ্চিত ৭৬৪ কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিচ্ছে সরকার
ক্যাডার বর্হিভূত রাখার সুপারিশ প্রত্যাখ্যান শিক্ষা ক্যাডারের
শেখ হাসিনাসহ ৬৩ জনের নামে মামলা
অভিযানের খবরে পালাল শ্রাবণধারা কারখানার পরিচালক-ম্যানেজার
সর্বজনীন পেনশন স্কিমে নেই আশানুরূপ সাড়া
একতাই পারবে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে
তিতাস গ্যাস টি.এন্ড ডি. পিএলসি’র ৫% নগদ লভ্যাংশ অনুমোদিত
ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা সাজিদুর নির্বাহী সভাপতি মাওলানা জুনায়েদ
‘আপনারা আমার খালেদকে ফেরত এনে দেন’ : নিখোঁজ সহ-সমন্বয়কের বাবা লুৎফর
২৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে খেলাফত মজলিসের অধিবেশন প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
ইনসেপ্টার বিক্রয় প্রতিনিধির ২২টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
পিকে হালদারের পাঁচ সহযোগীর ব্যাংক হিসাব ফ্রিজের নির্দেশ
ভূমধ্যসাগরে ৮ বাংলাদেশি নিহত