ঢাকা   সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪ | ৮ আশ্বিন ১৪৩১

সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Daily Inqilab ইনকিলাব ডেস্ক

১৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম | আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৩, ১২:০৩ এএম

সারা দেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনের মাধ্যমে শিশুদের ক্যাপসুল খাওয়ানো কর্মসূচি শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার থেকে আগামী শুক্রবার বিকাল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে। একযোগে দেশের সব জেলায় শুরু হয়েছে এ কার্যক্রম। এ বছর ২ কোটি ৫৮ লাখের বেশি শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়েছে বাংলাদেশের সরকার। ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের এই ভিটামিন খাওয়ানো হবে।

জানা গেছে, ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ লাখ ৮৭ হাজার ৫০০ জন শিশুকে নীল রঙের ‘এ প্লাস’ এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ কোটি ৩০ লাখ ২ হাজার শিশুকে লাল রঙের একটি করে ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দিনব্যাপী কর্মসূচিতে দেশের সব সরকারি স্বাস্থ্য কেন্দ্র এবং ভ্রাম্যমাণ স্বাস্থ্য কেন্দ্রে শিশুদের এই ক্যাপসুল খাওয়ানো হবে। যশোর, মাগুরা, টাঙ্গাইল, ঝালকাঠি, নাটোর, চট্টগ্রাম, দিনাজপুর, কুমিল্লা ও ফরিদপুর থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো তথ্যে প্রতিবেদন-

যশোর ব্যুরো জানায়, যশোর শিশু হাসপাতালে গতকাল সকালে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন কার্যক্রম উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাসান মজুমদার। এসময় তিনি শিশুদের লাল ও নীল রং এর ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন নাজমুস সাদিক রাসেল, সদর হাসপাতালের সাবেক তত্বাবাধয়ক ডা. আক্তারুজ্জামান, যশোর শিশু হাসপাতালের সহকারি পরিচালক ডা. নূর-ই-হামিম প্রমুখ।

ক্যাম্পেইনের আওয়াতায় যশোর জেলায় (৬-১১) মাস বয়সী ৩৯ হাজার ৯১১ শিশুকে নীল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল ও (১২- ৫৯) মাস বয়সী ২ লাখ ৯৩ হাজার ২৯০ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। এই জেলায় ৩ লাখ ৩৩ হাজার ২০১ শিশু জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।

স্টাফ রিপোর্টার, মাগুরা থেকে জানান, মাগুরায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। মাগুরার সিভিল সার্জন ডা. মো. শামীম কবির জানান, মাগুরা জেলায় একযোগে ১ লাখ ১৮ হাজার ৩ ৪৮ জন শিশুকে এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে মাগুরা সদরে ৩২ হাজার ২২৪, মহম্মদপুর উপজেলায় ৩১ হাজার ১৯ জন, শালিখা উপজেলায় ২২ হাজার ১১০ জন, শ্রীপুর উপজেলায় ২০ হাজার ৬৪৫ জন এবং পৌর এলাকায় ১২ হাজার ৩৫০ জন শিশুকে ৯৩৯ কেন্দ্রের মাধ্যমে খাওয়ানো হচ্ছে। এ কাজে ২ হাজার ২৬৭ জন কর্মী নিয়োজিত রয়েছে।

টাঙ্গাইল জেলা সংবাদদাতা জানান, টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ঠ জেনারেল হাসপাতাল প্রাঙ্গনে গতকাল সকালে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাফিজা আক্তার। এসময় টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. সাদিকুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, সকাল ৮টা থেকে বিকেলে ৪টা পর্যন্ত দিনব্যাপী ৩ হাজার ১০টি কেন্দ্রে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়। জেলায় ৬-১১ মাস বয়সী ৫৬ হাজার ১৪৯ শিশুর মধ্যে একটি করে নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী ৪ লাখ ৩৭ হাজার ৫৫১ শিশুর মাঝে লাল রঙের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো লক্ষ্যমাত্রা নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঝালকাঠি জেলা সংবাদদাতা জানান, ঝালকাঠি আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রে সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় অন্যান্যের মধ্যে সিভিল সার্জন অফিসের এমও ডা. মোস্তাফিজুর রহমানসহ ঝালকাঠি স্বাস্থ্য বিভাগ ও আশা সমন্বিত স্বাস্থ্যকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন।

ঝালকাঠিতে গতকাল ৮৯০৩৭ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এদের মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী দশ হাজার ৩২৬ জন শিশুকে নীল রংয়ের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী আটাত্তর হাজার ৭১১ জন শিশুকে লাল রংয়ের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরে শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শহরের ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নাছের ভুঁঞা। এ সময় আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মশিউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান ও শিশুসহ অভিভাবকবৃন্দ।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, জেলায় মোট ১,৩৮৮টি কেন্দ্রের মাধ্যমে ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ হাজার ৫৬২ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২ লক্ষ ২৩ হাজার ৩৩ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সাতকানিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, চট্টগ্রামের সাতকানিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান।

এ সময় সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আঞ্জুমান আরা বেগম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. কে. এম. আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের শাপলা চত্বরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান সাইফুল ইসলাম জানান, উপজেলায় ৬৮টি অস্থায়ী কেন্দ্রে এবং একটি স্থায়ী কেন্দ্রে ১৩ হাজার ২০০ জন শিশুকে (১-৫ বছর বয়সি) লাল রঙের ক্যাপসুল এবং (৬-১১ মাস বয়সি) ২ হাজার শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়। এর মধ্যে পৌর এলাকায় ৯টি ওয়ার্ডে ২৭টি কেন্দ্রে ৫ হাজার জন শিশুকে (১-৫ বছর বয়সি) লাল রঙের ক্যাপসুল এবং ৫০০ শিশুকে (৬-১১ মাস বয়সি) নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়।

ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গতকাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্থায়ী কেন্দ্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অস্থায়ী আরো ১৯২টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫ বছর বয়সী শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।

জানা গেছে, উপজেলার আটটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী ১৯২ সেন্টারে এবং স্থায়ীভাবে স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে গতকাল সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৯৭৮ শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩২ হাজার ১৯৩ শিশুকে একটি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হয়েছে। এই ক্যাম্পেইনের আওতায় এ উপজেলায় মোট ৩৬ হাজার ১৭১ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর হয়।

মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা জানান, মীরসরাইয়ে ৫৬ হাজার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়েছে। গতকাল সকালে মীরসরাই সদরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াছ চৌধুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই কার্যক্রম উদ্বোধন করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, এই উপজেলার ১৬টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ৬মাস থেকে ৫বছর বয়সী শিশুকে স্থায়ী-অস্থায়ী ৩৯৪টি কেন্দ্রে এই ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিনহাজ উদ্দিন প্রমুখ।

মধুখালী (ফরিদপুর) উপজেলা সংবাদদাতা জানান, ফরিদপুরের মধুখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইউসুফ আলী ভিটামিন এ প্লাস ক্যাম্পইনের উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন আবাসিক চিকিৎসক ডা. মো. কবির সরদার, মেডিকেল অফিসার ডা. মুনিম হোসেন ও মেডিকেল টেকনেশিয়ান সুজাতা দাস প্রমুখ।

৬ মাস থেকে ৫৯ মাস বয়সীদের উপজেলার ১টি পৌর সভাসহ ১১টি ইউনিয়নের ২১৭টি কেন্দ্রে একযোগে ৩২ হাজার ৮০০ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ান হবে।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

চৌগাছায় প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা

চৌগাছায় প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছেন কারিগরেরা

মজিব সভাপতি, সাইফুল সম্পাদক নাঙ্গলকোট প্রেসক্লাবের কমিটি গঠন

মজিব সভাপতি, সাইফুল সম্পাদক নাঙ্গলকোট প্রেসক্লাবের কমিটি গঠন

রাজধানীতে ট্রাফিক আইনে একদিনে ৮৭০ মামলা, জরিমানা ৩৫ লাখ ৮০ হাজার

রাজধানীতে ট্রাফিক আইনে একদিনে ৮৭০ মামলা, জরিমানা ৩৫ লাখ ৮০ হাজার

তারাকান্দায় বিদ্যুৎপৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

তারাকান্দায় বিদ্যুৎপৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

দর্শনায় সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে বিক্ষোভ মিছিল মহাসড়ক অবরোধ

দর্শনায় সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে বিক্ষোভ মিছিল মহাসড়ক অবরোধ

কেপিএম নতুন এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ যোগদন

কেপিএম নতুন এমডি মোহাম্মদ শহীদ উল্লাহ যোগদন

কালীগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত লাশ

কালীগঞ্জে রাস্তার পাশে পড়ে ছিল অজ্ঞাত লাশ

চীনের মধ্যাঞ্চলের সেতুতে দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ৭

চীনের মধ্যাঞ্চলের সেতুতে দুর্ঘটনায় ৬ জন নিহত, আহত ৭

শপথ নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকে

শপথ নিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট দিশানায়েকে

নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণ পরীক্ষায় কমিটি

নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণ পরীক্ষায় কমিটি

সিলেটের সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি সাবেক ওসি মঈন গ্রেপ্তার

সিলেটের সাংবাদিক তুরাব হত্যা মামলার আসামি সাবেক ওসি মঈন গ্রেপ্তার

‘নতুন বাংলাদেশকে’ জাতিসংঘে উপস্থাপন করবেন ড. ইউনূস

‘নতুন বাংলাদেশকে’ জাতিসংঘে উপস্থাপন করবেন ড. ইউনূস

দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর-উপদেষ্টা বি:.জে:.(অব:) ড.এম সাখাওয়াত হোসেন

দেশের অর্থনীতির জন্য পায়রা একটি গুরুত্বপূর্ণ বন্দর-উপদেষ্টা বি:.জে:.(অব:) ড.এম সাখাওয়াত হোসেন

শ্রীনগরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আটক, হত্যা মালা দায়ের।

শ্রীনগরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আটক, হত্যা মালা দায়ের।

কারখানা ভাঙচুর চেষ্টার অভিযোগে গাজীপুরে ৬ জন আটক

কারখানা ভাঙচুর চেষ্টার অভিযোগে গাজীপুরে ৬ জন আটক

কিশোরগঞ্জে তীব্র তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

কিশোরগঞ্জে তীব্র তাপদাহ, হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

খাগড়াছড়ি-রাঙামাটিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আ.লীগ

খাগড়াছড়ি-রাঙামাটিকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত আ.লীগ

শ্যামল দত্তকে, কারাগারে প্রেরণ

শ্যামল দত্তকে, কারাগারে প্রেরণ

আরও দুই হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবির

আরও দুই হত্যা মামলায় গ্রেপ্তার শাহরিয়ার কবির

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন: জেলেনস্কি

দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারে অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র ও ব্রিটেন: জেলেনস্কি