সক্রিয় জালিয়াতি চক্র
০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৪ এএম
দেশের সবগুলো সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে এমবিবিএস কোর্সে ভর্তির জন্য আগামী ৯ ফেব্রুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাস ও জালিয়াতির মাধ্যমে পরীক্ষার্থীদের সুযোগ দিচ্ছে একাধিক চক্র। আর এ বিষয়ে গোয়েন্দা তথ্য পাওয়ার পর ভর্তি পরীক্ষায় কেউ যাতে জালিয়াতির আশ্রয় নিতে না পারে, সে জন্য সক্রিয় কার্যক্রম শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ কর্মকর্তারা বলছেন, দেশে একটি সংঘবদ্ধ চক্র মেডিক্যালসহ বিশ্ববিদ্যালয় ও চাকরি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে। বিভিন্ন সময়ে এই চক্রের একাধিক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এবারও আগে থেকেই চক্রের সদস্যদের নজরদারি করা হচ্ছে। একইসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমেও নজরদারি চলছে। মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে কেউ অনৈতিক কোনও কর্মকা-ের চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হবে।
অন্যদিকে সম্প্রতি স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. মো. মহিউদ্দিন মাতুব্বর পুলিশের আইজির কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
চিঠিতে বলা হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারি দেশের সরকারি ১৮টি মেডিক্যাল কলেজ ও ঢাকা ডেন্টাল কলেজসহ মোট ১৯টি ভেন্যুতে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা স্বচ্ছতার সঙ্গে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতিমূলক কার্যক্রম নেয়া হয়েছে। তবে বিগত দিনে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কিছু কুচক্রীমহল, প্রতারক ও দুর্নীতিবাজ ব্যক্তি কোচিং সেন্টারের নামে বা ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে বা ব্যক্তিগতভাবে মেডিক্যাল কলেজে ভর্তির নিশ্চয়তা প্রদান করে। এই কুচক্রীমহল, প্রতারক ও দুর্নীতিবাজ ব্যক্তিরা অভিভাবকদের সঙ্গে মোটা অঙ্কের টাকা লেনদেনের মাধ্যমে স্বচ্ছ পরীক্ষাকে প্রশ্নবিদ্ধ করাসহ পরীক্ষার্থী ও অভিভাবকদের অহেতুক হয়রানি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ ছিল।
এতে আরও বলা হয়েছে, এমবিবিএস ভর্তি পরীক্ষা জাতীয়ভাবে অনুষ্ঠিত একটি সংবেদনশীল ও স্পর্শকাতর পরীক্ষা। এ জন্য সব কুচক্রী মহলের দিকে কড়া নজরদারি বৃদ্ধিসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠানের প্রয়োজনীয় সহায়তা প্রদানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
পুলিশ সদর দফতর সূত্রে জানা গেছে, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় জালিয়াতি বা প্রতারণা ঠেকাতে ইতোমধ্যে পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (অপারেশন্স) নাসিয়ান ওয়াজেদ পুলিশের সবগুলো ইউনিটকে চিঠি দিয়েছেন। চিঠিতে মেডিক্যাল ভর্তি পরীক্ষা নিয়ে কেউ জালিয়াতির চেষ্টা করলে বা অর্থের বিনিময়ে ভর্তি করানোর আশ্বাস দেওয়া ব্যক্তিদের আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন সময়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় একটি চক্র সক্রিয় ছিল। এই চক্রে একাধিক কোচিং সেন্টারসহ চিকিৎসকরাও যুক্ত ছিল। গত বছর পুলিশের অপরাধ তদন্ত বিভাগ- সিআইডি বিভিন্ন সময়ে মেডিক্যাল ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় অন্তত ৭ জন চিকিৎসকসহ বেশ কয়েকজনকে গ্রেফতার করে। মেডিক্যাল প্রশ্ন ফাঁস করা চক্রের সদস্যরা অবৈধভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলেও সিআইডির কর্মকর্তারা জানিয়েছেন।
সূত্র জানায়, বিভিন্ন সময়ে যেসব কোচিং সেন্টার মেডিক্যাল ভর্তি পরীক্ষায় জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত ছিল, সেগুলোর মধ্যে থ্রি-ডক্টরস কোচিং সেন্টার অন্যতম। এছাড়া প্রাইমেট কোচিং সেন্টার, ফেইম কোচিং সেন্টার, মেডিকো ভর্তি কোচিং, ই-হক কোচিং সেন্টারও বিভিন্ন সময় জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত ছিল। আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা জানান, চলতি বছরও এসব কোচিং সেন্টারের পাশাপাশি অন্যান্য মেডিক্যাল ভর্তি কোচিং সেন্টারগুলো নজরদারির মধ্যে রাখা হয়েছে।
ডিএমপির ডিসি (মিডিয়া) ফারুক হোসেন জানান, মেডিক্যাল ভর্তি পরীক্ষায় কেউ যাতে জালিয়াতির আশ্রয় নিতে না পারে সে জন্য প্রয়োজনীয় নজরদারি করা হচ্ছে। গোয়েন্দা পুলিশের পাশাপাশি ডিএমপির সাইবার ইউনিটগুলোও এ বিষয়ে কাজ করছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
টানা ৩৫ ঘণ্টা পর অনশন প্রত্যাহার জবি শিক্ষার্থীদের
খুশদিল ঝড়ে খুলনাকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল রংপুর
ভারতে পালানোর সময় ইডেন কলেজ ছাত্রলীগ নেত্রী সুস্মিতা পান্ডে গ্রেপ্তার
বাগেরহাটে আওয়ামী লীগ নেতা বাদশা মিয়া গ্রেফতার
লুকিয়ে পাথর লুঠে যেয়ে সিলেটে এক শ্রমিকের মৃত্যু !
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে দিয়ে তালা!
খুলনা-পাইকগাছা মহাসড়কে সড়ক দূর্ঘটনায় ২ জনের মৃত্যু
‘১০ দিনের ট্রেনিং করে ১ কোটি লোক যুদ্ধে যেতে প্রস্তুত’
বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য শেরপুর বিএনপির মিছিল
রায়পুরায় জমির আইল নিয়ে মারামারি, আহত ৪
স্ট্রেচারে মাঠ ছাড়লেন জেসুস
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামির সতর্কতা
‘আমার কি সর্বনাশ হইয়া গেল রে, আমার সোনা হারায় গেল রে'!
ভাঙ্গায় মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর
ভাঙ্গায় পুলিশের বিশেষ অভিযানে আ'লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার
কুষ্টিয়ায় বিএনপির সঙ্গে সংঘর্ষের ঘটনায় আহত জামায়াতকর্মীর মৃত্যু
ইনকিলাবে সংবাদ প্রকাশ সেই কৃষি কর্মকর্তাকে বদলী
ইসলামবিদ্বেষীদের মোকাবেলায় মুসলিম রাষ্ট্রপ্রধানদের ঐক্য খুবই জরুরি
না.গঞ্জে নির্বাচন কমিশনার ‘সৎ উদ্দেশ্য থাকলে নির্ভেজাল ভোটার লিস্ট করা সম্ভব’
আর্মি ডে’র কুচকাওয়াজে প্রথমবার অংশ নিচ্ছে রোবট সেনা