৪৮ আসনে আওয়ামী লীগের ফরম বিক্রি ১৫৪৯
০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম
দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রির তিন দিনে গতকাল বৃহস্পতিবার মোট ১৫৪৯ ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। যার মধ্যে দিয়ে দলটির আয় মোট ৭ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা। সাধারণ আসনের মতো সংরক্ষিত আসনেও দলীয় ফরমের মূল্য ৫০ হাজার টাকা। গত মঙ্গলবার থেকে শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার ফরম বিক্রি ও জমা দেওয়ার সময় শেষ হয়। আওয়ামী লীগের নারী সংসদ সদস্য হতে মনোনয়ন ফরম কিনেছেন চলচ্চিত্র ও নাট্য অভিনেত্রীদের এক ঝাঁক তারকা। জানা গেছে, এবার ৫০টি আসনের মধ্যে ৪৮টি আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ।
৩৫০ আসনের জাতীয় সংসদে ৩০০ আসনে সরাসরি ভোট হয়, যা এবার হয়েছিল গত ৭ জানুয়ারি। এবার ৫০টি আসনের মধ্যে ৪৮টি আসনে মনোনয়ন দেবে আওয়ামী লীগ। সংরক্ষিত ৫০ নারী আসন বণ্টিত হয় সংখ্যানুপাতিক পদ্ধতিতে, সরাসরি ভোটে জয়ী দলগুলোর আসন সংখ্যার ভিত্তিতে। আওয়ামী লীগ ২২৩টি আসন পাওয়ার পাশাপাশি তাদের জোট শরিক দল জাসদ একটি এবং ওয়ার্কার্স পার্টি একটি আসনে জেতে। জাতীয় পার্টি পায় ১১টি আসন। স্বতন্ত্রদের ৬২ আসন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নারী আসনের ৫০টির মধ্যে আওয়ামী লীগ ৩৮টি, জাতীয় পার্টি ২টি ও স্বতন্ত্ররা ১০টি আসনের দাবিদার হয়। আইন অনুযায়ী, ৬২ জন স্বতন্ত্রদের নিজেরা জোট গঠন করে সংরক্ষিত আসনের ১০টি নেওয়ার সুযোগ ছিল। কিন্তু ওই স্বতন্ত্র সংসদ সদস্যরাও গত মাসে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে এক বৈঠকে নারী সংসদ সদস্যদের বিষয়টি শেখ হাসিনার ওপর অর্পণ করেন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে অবস্থিত দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ বিফ্রিংয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গত তিন দিনে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ১৫৪৯টি। আগামী ১৪ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১০টায় দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেই সভায় প্রার্থী চূড়ান্ত করা হবে। এ সময় প্রার্থী সংখ্যা অনেক বেশি হয়ে গেল কি না- এমন এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত নির্বাচনের সময় কত সংখ্যক প্রার্থী ছিল সেটা কি মনে আছে? চৌদ্দশর বেশি ছিল। তখন সিট ছিল ৪৩টা, এখন ৪৮টা। ৫টা বেশি আছে।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কমিটিতে থাকা নেত্রীদের পাশাপাশি অভিনেত্রীরাও মনোনয়ন ফরম কিনেছেন। যারা আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হতে যারা মনোনয়ন পত্র কিনেছেন তারা হলেন- অভিনেত্রী সুবর্ণা মুস্তাফা, তারিন জাহান, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, শিমলা, শাহনূর, তানভীন সুইটি, মেহের আফরোজ শাওন, শমী কায়সার, রোকেয়া প্রাচী, সোহানা সাবা, ঊর্মিলা শ্রাবন্তী কর ও শামিমা তুষ্টি। এদের মধ্যে প্রথম দিন মঙ্গলবারই মনোনয়ন ফরম কিনেছেন- অভিনেত্রী অপু বিশ্বাস, নিপুণ আক্তার, সৈয়দা কামরুন নাহার শাহনূর, ঊর্মিলা শ্রাবন্তী কর, সোহানা সাবা, তানভিন সুইটি, মেহের আফরোজ শাওন। এ ছাড়াও ফরম সংগ্রহ করাদের মধ্যে আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও ছাত্রলীগের সাবেক নেত্রীসহ অন্যান্য সংগঠনের পদধারীরা। এই তালিকায় মন্ত্রী-এমপিদের স্ত্রী, আইনজীবী, অভিনেত্রী, এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার নারীরাও আছেন।
গত বুধবার দ্বিতীয় দিন ৫২২টি ফরম বিক্রি করা হয়। এ থেকে মোট আয় হয় ২ কোটি ৬১ লাখ টাকা। এর মধ্যে ঢাকা বিভাগ থেকে ১৬৭টি, ময়মনসিংহ বিভাগ থেকে ৪৭টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৭৮টি, সিলেট বিভাগ থেকে ২২টি, বরিশাল বিভাগ থেকে ৩৬ টি, খুলনা বিভাগ থেকে ৬৮টি, রংপুর বিভাগ থেকে ৬০টি এবং রাজশাহী বিভাগ থেকে ৪৪টি মনোনয়ন ফরম বিক্রি হয়। এর আগে মনোনয়ন বিক্রির প্রথম দিন মঙ্গলবার ঢাকা বিভাগে ২৭৫টি ফরম বিক্রি করে ১ কোটি ৩৭ লাখ ৫০ হাজার টাকা। চট্টগ্রাম বিভাগে ১৪৯ টি ফরম বিক্রি করে ৭৪ লাখ ৫০ হাজার টাকা। রাজশাহীতে ৯০টি মনোনয়ন ফরম বিক্রি করে আয় হয় ৪৫ লাখ টাকা। খুলনা বিভাগে ৭৭টি ফরম বিক্রি করে দলটি আয় করে ৩৮ লাখ ৫০ হাজার টাকা। রংপুর বিভাগে ৭৫ টি ফরম বিক্রি করে ৩৭ লাখ ৫০ হাজার টাকা। ময়মনসিংহ বিভাগে ৬২ টি আসনে ফরম বিক্রি করে দলটির আয় ৩১ লাখ টাকা। বরিশাল বিভাগে ৫৬টি আসনে ফরম বিক্রি করে দলটি আয় করে ২৮ লাখ টাকা। সিলেটে ২৬ টি আসনে মনোনয়ন ফরম বিক্রি করে দলের আয হয়েছে ১৩ লাখ টাকা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ব্যাংকিং সেবা খাতে এখনো ভারতীয় আধিপত্য
পরিষ্কার বার্তা চায় জনগণ
অবশেষে টিউলিপ সিদ্দিকের পদত্যাগ
কারাগারে এস কে সুর
‘গ্রিনল্যান্ডকে সামরিক এলাকা বানাতে চান ট্রাম্প’
ছাত্রলীগ নেত্রী নিশি দুই দিনের রিমান্ডে
অভি খালাস! তাহলে খুনী কে?
জল্পনা উড়াল চীনা সংস্থা টিকটক কিনছেন না মাস্ক
ধামরাইয়ে খাদ্যদ্রব্য তৈরির কারখানায় ফের আবার ডাকাতির চেষ্টা
রাজউক জোনাল অফিস স্থানান্তর আদেশের প্রতিবাদে মানববন্ধন
দ্বিতীয় দিনের মতো অনশনে অব্যাহতি পাওয়া এসআইরা
বন্ধ বেক্সিমকো খুলে দেয়ার দাবিতে শ্রমিকদের মানববন্ধন
আধুনিক ডেটা ওয়্যারহাউজ স্থাপন করবে বিবিএস
পরিবারসহ জ্যাকব ও ছেলেসহ সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
প্রিন্স মামুনের বিরুদ্ধে চার্জগঠন শুনানির নতুন তারিখ
সামাজিক ও আচরণ পরিবর্তনের বিষয় পাঠ্যক্রমে অন্তর্ভুক্তির আহ্বান ইউজিসি’র
চুক্তিতে নিয়োগের দৌড়ে নওফেলের জালাল উদ্দিন চৌধুরী
পুলিশের চাকরি হারিয়ে ছিনতাইয়ে নামেন হাকিম
ভোটার তালিকা হালনাগাদে সহায়তা করবে ইউএনডিপি
সাকরাইনে মেতেছে পুরান ঢাকা