ঢাকা   মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ | ৯ আশ্বিন ১৪৩১

ঢাবির জগন্নাথ হলে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষে আহত ১৫

Daily Inqilab বিশ্ববিদ্যালয় রিপোর্টার

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০০ এএম

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলে সরস্বতী পূজা উপলক্ষে আয়োজিত কনসার্টে ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ও ঢাবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীদের মাঝে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাত ১টা থেকে শুরু হয়ে ৪টা পর্যন্ত জগন্নাথ হল মাঠে এ ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, রাত দেড়টার দিকে কনসার্টে মমতাজের গান শেষ হওয়ার পর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত চলে যাওয়ার সময় হলের ক্যান্ডিডেট ও ইনানের অনুসারী গণেষ ঘোষের সঙ্গে ধাক্কা লাগে। পরে এ বিষয়ে সৈকতের কাছে ক্ষমা চায় গণেষ। কিন্তু ছাত্রলীগের নেতারা চলে যাওয়ার পর হল মাঠে ইনানের গ্রুপ ও সৈকতের গ্রুপের সঙ্গে সংঘর্ষ হয়। এ সংঘর্ষ দফায় দফায় একাধিকবার হয়। রাত ৪ টা পর্যন্ত সংঘর্ষ চলতে থাকে। এ ঘটনায় উভয়পক্ষের ১৫ জনের মত আহত হয়। তবে সৈকতের অনুসারী হল শাখা ছাত্রলীগের শীর্ষ পদপ্রার্থী অপূর্ব চক্রবর্তী মারাত্মক আহত হয়। গতকাল শুক্রবার সন্ধ্যা পর্যন্ত শেষ খবর অনুযায়ী তাকে আইসিইউতে নেওয়া হয়।
বৃহস্পতিবার রাতের সংঘর্ষের রেশ কাটেনি গতকাল শুক্রবার সারাদিন। এদিন দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নিকট অভিযোগ জানাতে আসলে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারী ও ইনানের অনুসারীদের মাঝে উচ্চবাচ্য বিনিময় হয়। একপর্যায় দুই পক্ষের মাঝে হাতাহাতির ঘটনাও ঘটে। এসময় ইনানের অনুসারী ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ আহত হয়।
সংঘর্ষে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতের অনুসারীদের মধ্যে আহতরা হলেন— অপূর্ব চক্রবর্তী, পলাশ রায়, পল্লব মন্ডল, অর্পন কুমার বাপ্পি, বিপ্লব পাল, বর্ষণ রায়, কার্তিক কুমার। ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের অনুসারী অপুর্ব, ধ্রুব, চিন্ময়, রিদ্ধি, অভি ও প্রিতমসহ উভয়পক্ষের ১৫ জন আহত হন। আহতরা ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী মোহাম্মদ মোর্তজা মেডিকেল সেন্টার থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। তবে অপূর্ব চক্রবর্তীর মাথায় ৮টি সেলাই লেগেছে। সে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলের ওয়ার্ডে রয়েছেন।
ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী ফয়সাল বলেন, পূজা উপলক্ষে আয়োজিত কনসার্টে ছাত্রলীগের কেন্দ্রীয় সব নেতা উপস্থিত ছিলেন। মধ্য রাতে মমতাজের গান শেষ হওয়ার পর শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত কনসার্ট থেকে বের হওয়ার সময় কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইনানের অনুসারীরা সৈকতের স্বাভাবিক প্রস্থানে ব্যাঘাত ঘটায়। কিন্তু প্রথমাবস্থায় সৈকত নেতাকর্মীদের সাথে কথা বলে সেখান থেকে বের হয়ে যায়। কিন্তু পরবর্তীতে সৈকতের অনুসারীরা কনসার্টে চেয়ার ভাঙচুর করে। শুরু হয় দুই গ্রুপের সংঘর্ষ।
প্রত্যক্ষদর্শী সূত্রে আরো জানা যায়, সৈকত চলে যাওয়ার পর জুনিয়র কর্মীদের মধ্যে হট্টগোল তৈরি হয়। রাত আনুমানিক আড়াইটার সময়ে হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক অতনু বর্মণ এক হয়ে সেক্রেটারি ব্লকের তিনতলায় হামলা চালায়। এক পর্যায়ে হলে ইনানের গ্রুপ ও সাদ্দামের গ্রুপ এক হয়ে সৈকতের গ্রুপের উপর হামলা চালায়। হামলার সময় উভয় গ্রুপের হাতে হকিস্টিক, পাইপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দেখা যায়। এসময় গোলাগুলির শব্দও শুনতে পাওয়া যায় বলে জানান হলের শিক্ষার্থীরা।
হামলার বিষয়ে জানতে কাজল দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়। অতনু বর্মণ বলেন, কনসার্ট শেষে আমরা জানতে পারি জুনিয়রদের মধ্যে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। প্রভোস্ট স্যারের সাথে কথা বলে আমরা ঝামেলা মিটিয়ে ফেলি।
সংঘর্ষে আহত হওয়া অপূর্ব চক্রবর্তী বলেন, ব্যক্তিগত ক্ষোভ থেকে পরিকল্পিতভাবে আমার উপর এ হামলা করা হয়েছে। ইনান ভাই ও সাদ্দাম ভাইয়ের গ্রুপ এক হয়ে আমাদের উপর হামলা করেছে। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি। ইনানের গ্রুপের অন্যতম নেতৃত্বদানকারী ও হলের শীর্ষপদ প্রত্যাশী রাজীব বিশ্বাস বলেন, কনসার্ট থেকে বের হওয়ার সময় সৈকত ভাইয়ের সঙ্গে গণেশের ধাক্কা লাগে। এজন্য গণেশ কয়েকবার ক্ষমা চায়। পরে সৈকত ভাই চলে যাওয়ার পর আবারও ঝামেলা হয়।
হামলার বিষয়ে তানভীর হাসান সৈকত বলেন, বহিরাগত এনে জগন্নাথ হলে ঝামেলা তৈরি করতে চেয়েছিল একটি পক্ষ। তবে পারেনি, এ ঘটনার মীমাংসা হয়েছে। শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, হামলা মারামারি হয়েছে এমনটি শুনিনি। তবে জানতে পেরেছি কিছু শিক্ষার্থীদের মধ্যে সামান্য বিষয় নিয়ে সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়েছিল। বিষয়টি নজরে রাখছি।
সার্বিক বিষয়ে জগন্নাথ হলের প্রভোস্ট প্রফেসর ড.মিহির লাল সাহা ইনকিলাবকে বলেন, পূজা উপলক্ষে আয়োজিত কনসার্টে একটা বিগ গ্যাদারিং হয়েছে। এখানে ছোট একটা বিষয় নিয়ে শিক্ষার্থীদের মাঝে একটা ভুল বুঝাবুঝি তৈরি হয়েছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন এবং আমরা তাদের ট্রিটমেন্টেরও ব্যবস্থা করছি। সাময়িকভাবে আমরা শিক্ষার্থীদের ডেকে শান্ত করার চেষ্টা করেছি। পরবর্তীতে বিষয়টি নিয়ে তদন্ত হবে। আমরা একটি তদন্ত কমিটি গঠন করে বিষয়টির সুরাহা করব।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

সাকিবকে ৫০ লাখ টাকা জরিমানা

জয়ের খোঁজে নারী দলের বিশ্বকাপ যাত্রা

জয়ের খোঁজে নারী দলের বিশ্বকাপ যাত্রা

গ্রিসের কাছে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু

গ্রিসের কাছে নৌকা ডুবে চার অভিবাসীর মৃত্যু

যুক্তরাষ্ট্রে জেলেনস্কির সঙ্গে বৈঠক মোদীর

যুক্তরাষ্ট্রে জেলেনস্কির সঙ্গে বৈঠক মোদীর

সাজেক ভ্যালিতে ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা

সাজেক ভ্যালিতে ভ্রমণে তিনদিনের নিষেধাজ্ঞা

যশোরের সাবেক এসপি ও ওসির বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড

যশোরের সাবেক এসপি ও ওসির বিরুদ্ধে থানায় মামলা রেকর্ড

রাতেও বিমান হামলা, লেবাননে সহস্রাধিক মানুষ হারিয়েছে আশ্রয়

রাতেও বিমান হামলা, লেবাননে সহস্রাধিক মানুষ হারিয়েছে আশ্রয়

তিন সংস্করণ মিলিয়ে বুমরাহ-ই সেরা: স্মিথ

তিন সংস্করণ মিলিয়ে বুমরাহ-ই সেরা: স্মিথ

ড. তাহমিদ আহমেদ গেটস ফাউন্ডেশনের গোলকিপারস চ্যাম্পিয়ন স্বীকৃতি অর্জন

ড. তাহমিদ আহমেদ গেটস ফাউন্ডেশনের গোলকিপারস চ্যাম্পিয়ন স্বীকৃতি অর্জন

কুলাউড়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

কুলাউড়ায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গ্রেফতার

'দেশে ফিরলে সাকিবকে হেনস্তা করা হবে না'

'দেশে ফিরলে সাকিবকে হেনস্তা করা হবে না'

যবিপ্রবিসহ চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

যবিপ্রবিসহ চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ ৩ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

যশোর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারসহ ৩ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত দুদকের

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি অভিযান

অধিবেশনে যোগ দেয়ায় ড. ইউনূসকে জাতিসঙ্ঘের শুভেচ্ছা

অধিবেশনে যোগ দেয়ায় ড. ইউনূসকে জাতিসঙ্ঘের শুভেচ্ছা

বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি

বিএসএফ জওয়ানকে আটক করেছে বিজিবি

আশুলিয়ায় আজও বন্ধ ৫৫ কারখানা

আশুলিয়ায় আজও বন্ধ ৫৫ কারখানা

লুটপাট-দুর্নীতিই নওফেলের ‘নীতি’ : বিশ্ববিদ্যালয় দখল, নিয়োগ বাণিজ্যে সম্পদ বেড়ে দশগুণ

লুটপাট-দুর্নীতিই নওফেলের ‘নীতি’ : বিশ্ববিদ্যালয় দখল, নিয়োগ বাণিজ্যে সম্পদ বেড়ে দশগুণ

টাকা না ছাপিয়ে, ডলার বিক্রি না করে আর্থিক খাত ঠিক করা হচ্ছে -গোলটেবিল বৈঠকে গভর্নর

টাকা না ছাপিয়ে, ডলার বিক্রি না করে আর্থিক খাত ঠিক করা হচ্ছে -গোলটেবিল বৈঠকে গভর্নর

পৃথিবীর সব স্বৈরাচারকে হাসিনার মত গণঅভ্যুত্থানে পালাতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে কিছুতেই ব্যার্থ হতে দেয়া যাবেনা - কক্সবাজারে সালাহউদ্দিন আহমদ

পৃথিবীর সব স্বৈরাচারকে হাসিনার মত গণঅভ্যুত্থানে পালাতে হয়েছে অন্তর্বর্তী সরকারকে কিছুতেই ব্যার্থ হতে দেয়া যাবেনা - কক্সবাজারে সালাহউদ্দিন আহমদ