ঢাকা   বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ | ১০ আশ্বিন ১৪৩১

চট্টগ্রামে মোবাইলের আইএমইআই নম্বর পাল্টানো হয় ইন্দোনেশিয়ায়

Daily Inqilab চট্টগ্রাম ব্যুরো

০২ মার্চ ২০২৪, ১২:০২ এএম | আপডেট: ০২ মার্চ ২০২৪, ১২:০২ এএম

চুরি-ছিনতাই করা মোবাইল সেটের শনাক্তকরণ (আইএমইআই) নম্বর দ্রুত পরিবর্তনে দক্ষ চট্টগ্রামের এক উচ্চশিক্ষিত যুবককে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (বন্দর-পশ্চিম) মোহাম্মদ আলী হোসেন জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে ইন্দোনেশিয়া ও পাকিস্তানের দুই নাগরিকের যোগাযোগের তথ্য মিলেছে, যারা আইটি এক্সপার্ট। কোনো মোবাইল সেটের আইএমইআই নম্বর পরিবর্তন করতে না পারলে বাংলাদেশি ওই যুবক তার বিদেশি বন্ধুদের সহযোগিতা নেন। তারা নিজেদের দেশে বসে স্বতন্ত্র সফটওয়্যার অ্যাপ্লিকেশন ব্যবহার করে সেটা পাল্টে দেন। দেশি-বিদেশি এ চক্রের এমন কারসাজির কারণে চট্টগ্রামে চুরি-ছিনতাই হওয়া অধিকাংশ মোবাইল সেট উদ্ধার করা সম্ভব হচ্ছে না বলে তিনি জানান।
বুধবার রাতে নগরীর পাহাড়তলী থানার মৌসুমি আবাসিক এলাকায় বাসায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে। মো. সাইফুল ইসলাম সুজন নামে ওই যুবকের বাড়ি নোয়াখালী জেলার সেনবাগ উপজেলায়। নগরীর অলঙ্কার মোড়ে অলঙ্কার শপিং কমপ্লেক্সে তার একটি নতুন-পুরনো মোবাইল কেনা-বেচা এবং মেরামতের দোকান আছে। ডিবি’র কর্মকর্তা মোহাম্মদ আলী হোসেন জানান, গ্রেফতারের সময় সুজনের বাসায় ৫২টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল পাওয়া গেছে। সেগুলোর পাশাপাশি আইএমইআই নম্বর পাল্টাতে ব্যবহৃত তার ব্যক্তিগত দুটি ল্যাপটপও জব্দ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ডিবি (বন্দর-পশ্চিম) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) আব্দুল মান্নান মিয়া বলেন, গ্রেফতার সাইফুল ইসলাম সুজনের তথ্যপ্রযুক্তি বিষয়ে উচ্চতর ডিগ্রি আছে। কম্পিউটার প্রোগ্রামিং, সফটওয়্যার বিষয়ে সে খুবই এক্সপার্ট। তার আবার বিদেশি এক্সপার্ট পার্টনারও আছে। ল্যাপটপ সুজনের, অথচ টিম ভিউয়ার সফটওয়্যার অ্যাপ্লিকেশন দিয়ে সেটা পরিচালনা করতো তার বিদেশি পার্টনাররা এবং এর মাধ্যমেই মোবাইলের আইএমইআই নম্বর পাল্টানো হতো। এ জন্য সুজনকে মার্কিন ডলারের মাধ্যমে তাদের পে করতে হতো।
আইএমইআই বা ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি নম্বর সাধারণত একটি ১৫ ডিজিটের নম্বর। মোবাইল হ্যান্ডসেট তৈরির সময়ই এটি সেখানে দেওয়া হয়, যার মাধ্যমে সেটটির পরিচয় নিশ্চিত হয়। সাধারণত হ্যান্ডসেট হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে এই আইএমইআই নম্বরের মাধ্যমে হ্যান্ডসেটটির অবস্থান খুঁজে বের করা সম্ভব হয়।
অভিযানে অংশ নেওয়া অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার নগর গোয়েন্দা পুলিশের সহকারি কমিশনার (পশ্চিম) কাজী মো. তারেক আজিজ জানান, গ্রেফতার সুজন বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউআইটিএস থেকে ২০১৯ সালে তথ্যপ্রযুক্তি বিষয়ে স্নাতক সম্পন্ন করেন। এরপর কিছুদিন শিক্ষকতাসহ আরো বিভিন্ন চাকরি করেন।
শিক্ষকতা করতে গিয়েই মূলত তার সঙ্গে ইন্দোনেশিয়ার একজন আইটি এক্সপার্টের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়, যিনি যে কোনো মোবাইলের আইএমইআই নম্বর পাল্টানোসহ কম্পিউটার প্রোগ্রামিংয়ে খুবই দক্ষ।
সুজন ইন্দোনেশিয়ার ওই ব্যক্তির কাছ থেকে আইএমইআই নম্বর পাল্টানোর বিষয়টি শিখতে আগ্রহী হন। ইন্দোনেশিয়ান ব্যক্তি তাকে একটি ডঙ্গল মডেম কেনার কথা বলেন। কিন্তু সুজন অনেক খুঁজেও দেশে সেটি পাননি। এরপর ওই ব্যক্তি পাঁচশ মার্কিন ডলারের বিনিময়ে তার ল্যাপটপে আইএমইআই নম্বর পাল্টানোর জন্য ব্যবহৃত সফটওয়্যার ইনস্টল করে দেন। ইন্দোনেশিয়ায় বসেই টিম ভিউয়ার সফটওয়্যার অ্যাপ্লিকেশনের মাধ্যমে সুজনের ল্যাপটপে প্রবেশ করেন ওই ব্যক্তি।
গোয়েন্দা কর্মকর্তা কাজী মো. তারেক আজিজ বলেন, দামি ব্র্যান্ডের মোবাইল সেটের আইএমইআই নম্বর পাল্টানো এখনো পুরোপুরি রপ্ত করতে পারেননি সুজন। তবে কম দামিগুলো বাসা কিংবা দোকানে বসেই দুই মিনিটে করে ফেলতে পারেন। সেগুলোর জন্য সেটপ্রতি তিনি নেন মাত্র ৫০০ টাকা। আর দামি ব্র্যান্ডেরগুলোর জন্য নেন ১৫ হাজার টাকা। কারণ, সেগুলোর অ্যাপ্লিকেশন তার ল্যাপটপে ডাউনলোডের পর টিম ভিইউয়ারের মাধ্যমে সেখানে প্রবেশ করে ইন্দোনেশিয়া অথবা পাকিস্তানের নাগরিককে সেটা পাল্টাতে হয়। তাদের পে করতে হয় বিধায়, সেগুলোর খরচ বেশি নেন সুজন। বিদেশি দুজন অপ্পো, ভিবো, রিদমি, স্যামসাং সেট, এমনকি আইফোনের পর্যন্ত আইএমইআই নম্বর বদলে দিতে পারেন বলে সুজন আমাদের জানিয়েছেন।
ডিবি’র উপ কমিশনার মোহাম্মদ আলী হোসেন বলেন, একবার আইএমইআই নম্বর পাল্টে ফেললে মোবাইল সেট উদ্ধার প্রায় অসম্ভব হয়ে পড়ে। আগে নম্বর পাল্টানোর জন্য চট্টগ্রামে তেমন দক্ষ কেউ ছিল না। এ জন্য আমরা মোবাইল সেট সহজেই উদ্ধার করতে পারতাম। কিন্তু এখন সুজনের মতো উচ্চশিক্ষিত, দক্ষ লোক এ ধরনের অপরাধে জড়িত হয়ে পড়েছে। এর সঙ্গে আবার যুক্ত হয়েছে বিদেশি নাগরিকও। এ জন্য এখন মোবাইল সেট চুরি বা ছিনতাই হলে উদ্ধারে আমাদের বেগ পেতে হয়।


বিভাগ : বাংলাদেশ


মন্তব্য করুন

HTML Comment Box is loading comments...

আরও পড়ুন

দুদকের জালে সাবেক প্রধান মাসুদ বিশ্বাস

দুদকের জালে সাবেক প্রধান মাসুদ বিশ্বাস

আর্নল্ডের প্রশংসায় স্লট

আর্নল্ডের প্রশংসায় স্লট

প্রবল কাজের চাপ! অফিসেই মৃত্যু ব্যাঙ্ককর্মীর, ঘনাচ্ছে রহস্য

প্রবল কাজের চাপ! অফিসেই মৃত্যু ব্যাঙ্ককর্মীর, ঘনাচ্ছে রহস্য

মুসলিম অধ্যুষিত এলাকাকে ‘পাকিস্তান’ বলে উল্লেখ! বিচারপতিকে ভর্ৎসনা

মুসলিম অধ্যুষিত এলাকাকে ‘পাকিস্তান’ বলে উল্লেখ! বিচারপতিকে ভর্ৎসনা

নিহত লেফটেন্যান্ট তানজিমের পরিবারকে সমবেদনা জানাতে টাঙ্গাইলে সাবেক সেনা কর্মকর্তাদের দল

নিহত লেফটেন্যান্ট তানজিমের পরিবারকে সমবেদনা জানাতে টাঙ্গাইলে সাবেক সেনা কর্মকর্তাদের দল

চট্টগ্রামে গান গেয়ে ‘হত্যা’: গ্রেপ্তার ৩

চট্টগ্রামে গান গেয়ে ‘হত্যা’: গ্রেপ্তার ৩

ট্রাম্পের পর এবার বুলেটের নিশানায় কমলা হ্যারিস!

ট্রাম্পের পর এবার বুলেটের নিশানায় কমলা হ্যারিস!

নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে ছবি তোলার হিড়িক

নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে ছবি তোলার হিড়িক

নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসছেন মমতা

নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠকে বসছেন মমতা

কেন বাংলাদেশিদের নিয়মিত টার্গেট করেন বিজেপি নেতারা?

কেন বাংলাদেশিদের নিয়মিত টার্গেট করেন বিজেপি নেতারা?

ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল: লেবাননের স্বাস্থ্যমন্ত্রী

ব্যাপক হত্যাযজ্ঞ চালাচ্ছে ইসরাইল: লেবাননের স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিক হত্যার আসামি ওসি গ্রেপ্তার হলো বিজিবি’র অভিযানে, ছেড়ে দিলো পুলিশ

সাংবাদিক হত্যার আসামি ওসি গ্রেপ্তার হলো বিজিবি’র অভিযানে, ছেড়ে দিলো পুলিশ

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৯৬২ মামলা, জরিমানা প্রায় ৩৯ লাখ

ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে ৯৬২ মামলা, জরিমানা প্রায় ৩৯ লাখ

শেরপুরে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া রিমান্ডের আসামি গ্রেফতার

শেরপুরে আদালতের হাজতখানা থেকে পালিয়ে যাওয়া রিমান্ডের আসামি গ্রেফতার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি  বিরোধীদলের আন্দোলনকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বলে বিবৃতি দিয়েছিলেন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসি বিরোধীদলের আন্দোলনকে ‘নির্বাচন বানচালের ষড়যন্ত্র’ বলে বিবৃতি দিয়েছিলেন

৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ

৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে জব্দ

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শোক

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর ইন্তেকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর শোক

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের ২ কর্মকর্তার সঙ্গে উপদেষ্টার বৈঠক

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘের ২ কর্মকর্তার সঙ্গে উপদেষ্টার বৈঠক

পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে শিগগিরই ভারতের সঙ্গে বৈঠক : রিজওয়ানা হাসান

পানির ন্যায্য হিস্যা নিশ্চিতে শিগগিরই ভারতের সঙ্গে বৈঠক : রিজওয়ানা হাসান

কটিয়াদীতে বৃদ্ধের আত্মহত্যা

কটিয়াদীতে বৃদ্ধের আত্মহত্যা