রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড : শতাধিক দোকান পুড়ে ছাই
২৫ মার্চ ২০২৪, ১২:০৫ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৪, ১২:০৫ এএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গোলাকান্দাইল এলাকায় অবস্থিত গাউছিয়া কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের চেষ্টায় ৩ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে প্রায় শতাধিক দোকানসহ দোকানে থাকা মুদি মনোহরি মালামাল থেকে শুরু করে গাড়ির পার্টস, টিনসহ বিভিন্ন খাদ্য সামগ্রী মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল রোববার ভোর পৌনে তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়ক ঘেষা গাউছিয়া কাঁচা বাজারে ভয়াবহ এ অগ্নিকা-ের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, গাউছিয়া কাঁচাবাজারে প্রায় শতাধিক দোকান রয়েছে। এসব দোকানে মুদি মনোহরী, সবজি, বিভিন্ন যানবাহনের পার্টস, কনফেকশনারী, গোশত, দই, মিষ্টি, বিভিন্ন প্রকার ফলসহ নানা ধরনের মালামাল বিক্রি করা হয়। প্রতিদিনের মতো গত শনিবার রাতেও সারাদিন বেচাকেনার পর রাতে দোকানপাট বন্ধ করে ব্যবসায়ীরা বাড়ি চলে যান। রোববার ভোর পৌনে তিনটার দিকে ব্যবসায়ীরা জানতে পারেন গাউছিয়া কাঁচা বাজারে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো বাজার জুড়ে ছড়িয়ে পড়ে। এ সময় আগুনের লেলিয়ান শিখা প্রায় ৪০ থেকে ৫০ ফুট পর্যন্ত উঁচুতে উঠে যায়। রাতে বিকট শব্দে বজ্রপাত ও ঝড় বৃষ্টি হচ্ছিল। বজ্রপাত ও বৈদ্যুতিক শর্ট-সার্ট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করছেন ব্যবসায়ীরা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পূর্বাচল, ডেমরা, আদমজী, কাঞ্চন ও আড়াইহাজার ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে শতাধিক দোকানে থাকা বিভিন্ন প্রকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল।
ভাই ভাই মোটরস এর মালিক ক্ষতিগ্রস্ত আব্দুল খালেক বলেন, এ বাজারে তার মালিকানাধীন ভাই ভাই মোটরস ও টিপু শিকদারের মালিকানাধীন ভূইয়া মোটরস নামের দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এ দুটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন গাড়ির পার্টস জাতীয় প্রায় ১২ কোটি টাকার মালামাল ছিল। সবগুলো মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। কোটি কোটি টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মালামাল তোলা হয়েছিল। এখন আমাদের পথে বসা ছাড়া আর উপায় নেই।
হলুদমরিচের দোকানদার জহিরুল হক বলেন, ঈদকে সামনে রেখে ধার দেনা করে বেশি করে মালামাল ক্রয় করেছি বেচার জন্য। আগুনে সব মালামাল পড়ে ছাই হয়ে গেছে। টিন ব্যবসায়ী মোমেন মিয়া বলেন, আগুনে দোকানে থাকা দিনগুলো পুড়ে আঙ্গার হয়ে গেছে। যেভাবে ক্ষতি হয়েছে ভাষায় প্রকাশ করার মতো না।
মুদিমনোহরি ব্যবসায়ী মো. হাসান বলেন, ঋণ নিয়ে ঈদের মালামাল দোকানে উঠিয়েছি। বিক্রি করে ঋণ পরিশোধ করব এবং লাভবান হব এই আশায় ছিলাম। আগুনে সেই আশা ভেস্তে গেছে।
হার্ডওয়ার্ড ব্যবসায়ী মোহাম্মদ হোসেন বলেন, বাজারে আমার সাতটি দোকানে হার্ডওয়ার্ডের ব্যবসা। আগুনে সাতটি দোকানে থাকা হার্ডওয়ার্ডের মালামাল পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। এখন আমি পথে বসে গেছি। সরকারের কাছে সহযোগিতা চাই। শুটকি ব্যবসায়ী ঝন্টু দাস বলেন, নানা ধরনের শুটকি বিক্রি করে আমার সংসার চলে। আগুনে শুটকি পুড়ে ছাই হয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। এখন আমি কিভাবে আমার সংসার চালাবো ভেবে পাচ্ছিনা।
ব্যবসায়ীদের অভিযোগ, রূপগঞ্জ একটি শিল্প এলাকা। এখানে ছোট বড় সব মিলিয়ে প্রায় দুই হাজার শিল্প প্রতিষ্ঠান ও হাট বাজার রয়েছে। অথচ এই অঞ্চলে ফায়ার সার্ভিসের স্টেশন নাই। কোন অগ্নিকা-ের ঘটনা ঘটলে বাহিরের এলাকা থেকে ফায়ার স্টেশনের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ করেন। সেখান থেকে ফায়ার স্টেশন কর্মীর আসতে আসতে আগুনে অর্ধেক ক্ষয়ক্ষতি হয়ে যায়।
ফায়ার সার্ভিসের ইন্সিডেন্ট কমান্ডার ঢাকা বিভাগের উপ-পরিচালক ছালেহ উদ্দিন জানান, খবর পেয়ে আমাদের কাঞ্চন, আড়াইহাজার, আদমজী, ডেমরা ও পূর্বাচল মোট ৪টি স্টেশনের ৮টি ইউনিটের ৩ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে সূত্রপাত জানা যায়নি। তদন্ত করে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ বিস্তারিত জানাতে পারবো।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
জকিগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু
সালথা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির উদ্দিন বহিষ্কার
হোক না সবার সুপারনিউমেরারি পদোন্নতি, কর্মক্ষেত্রে আসুক গতি
জামিনে এসে হত্যা মামলার সাক্ষীসহ ৫ জনকে কুপিয়েছে প্রধান আসামি
সীমান্তে ভারত উত্তেজনা সৃষ্টির পাঁয়তারা করছে: ইসলামী আন্দোলন
কলম্বিয়ায় বিদ্রোহী গোষ্ঠীগুলির সংঘর্ষে নিহত বেড়ে ৬০
প্রতিযোগিতায় যারা টিকে থাকবে তারাই গ্রহণযোগ্য সাংবাদিক হবে
কাঁটাতার পেরিয়ে প্রেমিকের সঙ্গে কুড়িগ্রামে ভারতীয় গৃহবধূ
জাতির সংকট উত্তরণে সর্বদা মানুষের আস্থা ও ভরসাস্থল জিয়া পরিবার : মীর হেলাল
স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক
গুলি করা পুলিশের শাস্তি নয়, চিকিৎসকের গ্রেফতার ফ্যাসিবাদের উদাহরণ - ডা. রফিকুল
ফেনীতে সিক্সার্স ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে ছাগলনাইয়া উপজেলা দল চ্যাম্পিয়ন
দৌলতপুর সরকারি প্রমোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
গোপালগঞ্জে সরকারি কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত করণে জেলা প্রশাসকের ব্যতিক্রম আয়োজন
সৈয়দপুরে শহিদ জিয়াউর রহমানের জন্মদিন পালন
বিশ্বনাথের চাউলধনী হাওরে সীমানা নির্ধারণের সিদ্ধান্ত
স্বভাবী চোরের শাস্তি ইসলামেই নির্ধারিত - পীর সাহেব চরমোনাই
‘সীমান্তে গন্ডগোল শুরু হয়েছে, জীবন বিপন্ন হলেও দেশের সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো’
তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী: সরকারের নতুন পদক্ষেপে তামাকমুক্ত বাংলাদেশ সম্ভাবনাময়
আলজেরিয়ায় কুরআন প্রতিযোগিতায় হাফেজ তাওহিদুলের দেশত্যাগ