গুচ্ছ থেকে বেরিয়ে চার বছর পর স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিচ্ছে জবি
২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে পরীক্ষা নেয়ার প্রাথমিক সকল প্রস্তুতি স¤পন্ন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রাথমিকভাবে আবেদন জমা পড়েছে ১ লাখ ৯৩ হাজারের বেশি। সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষায় বসার সুযোগ থাকছে না। বিগত দিনে শিক্ষক-শিক্ষার্থীদের টানা আন্দোলনের ফসল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র ভর্তি পরীক্ষা। গুচ্ছ থেকে বের হতে শুরু থেকেই সম্মিলিত আন্দোলন করে আসছে তারা। কিন্তু সবশেষে প্রেসিডেন্টের আদেশে গুচ্ছে থাকতে বাধ্য হয়েছিল জবি প্রশাসন।
এবছর ফেব্রুয়ারিতে মানববন্ধনে শিক্ষার্থীরা সমন্বিত গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষা থেকে বের হয়ে নিজস্ব প্রক্রিয়ায় ফিরতে পাঁচদিনের আলটিমেটাম দেন। তারা বিশ্ববিদ্যালয়ের মান রক্ষা ও স্বকীয়তা ফিরিয়ে আনতে গুচ্ছ থেকে বেরিয়ে এসে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা ফিরিয়ে আনার পদক্ষেপ নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দেন। স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুব অল্প সময়ে সব ক্ষেত্রে সফলতা অর্জন করেছে, যা অনেকের কাছেই ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম লিখিত পদ্ধতির প্রশ্ন যুক্ত করে এবং ২০১৯-২০ শিক্ষাবর্ষে পুরোপুরি লিখিত প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর থেকে গুচ্ছ পদ্ধতিতে যুক্ত হয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আগের স্বকীয়তা হারিয়ে গেছে। শিক্ষার্থীরা আরও বলেন, আগামী ২৭ ফেব্রুয়ারির মধ্যেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে নিজস্ব পদ্ধতিতে স্বতন্ত্র ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় আমরা পরবর্তীতে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। এবছর ফেব্রুয়ারিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের নীল দলের নেতৃত্বে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এতে বলা হয়, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবের লক্ষ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বিগত ৩ বছর গুচ্ছ পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় যথাসময়ে আসন পূর্ণ করে একাডেমিক সেশন শুরু না হওয়াসহ নানাবিধ সমস্যার সম্মুখীন হচ্ছে। এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মান ক্রমাগত নিম্নগামী বলে শিক্ষক শিক্ষার্থীসহ সর্বমহলে প্রতীয়মান হচ্ছে। উপরন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দাবি অনুযায়ী গুচ্ছ ভর্তি পরীক্ষা পদ্ধতির সীমাবদ্ধতাগুলো অদ্যাবধি নিরসন হয়নি। বিগত বছরের ন্যায় ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষেও ভর্তি প্রক্রিয়া দীর্ঘসূত্রতা হবে বলে প্রতীয়মান হচ্ছে। এতে দেশের মেধাবী শিক্ষার্থীরা জগ্নন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হারাবে এবং ক্ষতিগ্রস্ত হবে বিশ্ববিদ্যালয়টির শিক্ষা কার্যক্রম। ২০২৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গুচ্ছ ভর্তি প্রক্রিয়া থেকে বের হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্তে অটল ছিল। যদিও শেষ পর্যায়ে প্রেসিডেন্টের অভিপ্রায়ে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষ হতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে নিয়ে একক ভর্তি প্রক্রিয়ার শর্তে জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় শেষবারের মতো অংশ নিয়েছিল।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, এবছর ‘এ’ ও ‘বি’ ইউনিট মিলিয়ে জমা পড়েছে সবচেয়ে বেশি আবেদন, যাদের মধ্য থেকে ৮০ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে ৭০০ টাকা ফি দিয়ে তাদের চূড়ান্ত আবেদন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রন্ত ওয়েবসাইটে চূড়ান্ত আবেদনকারীদের যোগ্যতা প্রকাশ করা হয়েছে। ‘এ’ ইউনিটে এইচএসসি ও এসএসসি’র মোট জিপিএ ৯ দশমিক ৮০ হলে চূড়ান্ত আবেদন করা যাবে। ‘বি’ ইউনিটে লাগবে ৮ দশমিক ৫০। আগামী ৩১ জানুয়ারি ‘ই’ ইউনিটের (চারুকলা অনুষদ) ভর্তি পরীক্ষা হবে। ১৪ ফেব্রুয়ারি হবে ‘ডি’ ইউনিটের (সামাজিক বিজ্ঞান অনুষদ) পরীক্ষা। পরদিন ১৫ ফেব্রুয়ারি নেওয়া হবে ‘বি’ ইউনিটের (কলা ও আইন অনুষদ) পরীক্ষা।এরপর ২২ ফেব্রুয়ারি ‘এ’ (বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদ) ও ২৮ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিটের (বিজনেস স্টাডিজ অনুষদ) ভর্তি পরীক্ষা হবে।
সবশেষ ২০১৯-২০ শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষার মাধ্যমে স্নাতক প্রথম বর্ষে ভর্তি নেয় শিক্ষার্থী নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। ওইবছর শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি সর্বমোট জিপিএ হিসাব করে প্রথম দফায় শিক্ষার্থী বাছাই করে। পরে তাদের মধ্যে লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এরপর টানা ৪ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নেয়। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত আবেদনকারীকে বহুনির্বাচনী ও লিখিত ভর্তি পরীক্ষা ফি বাবদ ৭০০ টাকা সার্ভিস চার্জসহ জমা দিতে হবে। ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বেলা ১২টা থেকে ৩০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জমা দেয়ার শেষ সময় ছিল। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে ‘অ্যাপ্লিকেন্ট লগইন’-এ ক্লিক করতে হবে। এরপর এইচএসসি ও এসএসসির রোল, মোবাইল ফোন নম্বর এবং মোবাইল নম্বরে প্রদত্ত পাসওয়ার্ড দিয়ে লগইন করে এ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। আবেদনকারীকে অগ্রাধিকার ভিত্তিতে ইউনিটভিত্তিক বিষয় পছন্দ দিতে হবে। ওয়েবসাইটে প্রদর্শিত তালিকার সবগুলো বিষয়কেই অগ্রাধিকার অনুযায়ী পছন্দ করতে হবে। অগ্রাধিকারের ভিত্তিতে বিষয় পছন্দ করা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তী সময়ে আবেদনকারীর প্রদত্ত বিষয় পছন্দক্রম কোনো অবস্থাতেই পরিবর্তন করা যাবে না।
‘ফাইনাল সাবমিট বাটন’-এ ক্লিক করার পর পূরণকৃত ফরমের কোন তথ্য পরিবর্তন করা যাবে না। তাই ‘ফাইনাল সাবমিট বাটন’-এ ক্লিক করার আগেই নিশ্চিত হতে হবে, ফরমটি যথাযথভাবে পূরণ করা হয়েছে। চেক করার পর সব তথ্য যথাযথ হলে ‘ফাইনাল সাবমিট বাটন’-এ ক্লিক করতে হবে। অতঃপর প্রবেশপত্র প্রিন্ট করে নিজের কাছে সংরক্ষণ করতে হবে এবং পরীক্ষার দিন অবশ্যই সঙ্গে নিয়ে আসতে হবে এবং পরীক্ষার হলে প্রত্যবেক্ষককে প্রদর্শন করতে হবে। এবারের ভর্তি পরীক্ষায় ২০২১-২২ সালে এসএসসি ও ২০২৪ সালে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরাই শুধু আবেদন করতে পারবে। অর্থাৎ সেকেন্ড টাইমারদের ভর্তি পরীক্ষায় বসার সুযোগ থাকছে না।
ভর্তি পরীক্ষার সদস্য সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর গিয়াস উদ্দিন বলেন, দেশের সকল স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের নিজেদের মতো সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা আছে। এবছর প্রাথমিক আবেদন পড়েছে ১ লাখ ৯৩ হাজার ৬৩৪টি। এর মধ্যে ‘এ’ ইউনিটে ৭৬ হাজার ৮৭৭টি, ‘বি’ ইউনিটে ৬০ হাজার ৯০৮টি, ‘সি’ ইউনিটে ২৩ হাজার ৩৩৫টি, ‘ডি’ ইউনিটে ৩০ হাজার ৩৫৫টি এবং ‘ই’ ইউনিটে ২ হাজার ১৪৯টি আবেদন জমা পড়েছে। ৪০ হাজার করে শিক্ষার্থী পরীক্ষা দিতে পারবে ‘এ’ ও ‘বি’ ইউনিটে। বাকি ইউনিটগুলোয় আবেদনকারীদের সবাই অংশগ্রহণের সুযোগ পাবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
মোরেলগঞ্জে স্থানীয় সরকার শক্তিশালী করনে ডরপ'এর মত বিনিময় সভা
কৃষক জামালের ক্ষেতে রঙিন ফুলকপি, উদ্বুদ্ধ হচ্ছে অন্য কৃষকরাও
জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়ার অধিকার বাতিল
কুয়াশা ও তাপমাত্রা নিয়ে নতুন তথ্য আবহাওয়া অধিদপ্তরের
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ