জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
২১ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ এএম | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫, ০৭:০৯ এএম
অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে আজ মুখোমুখি হবেন সার্বিয়ান তারকা নোভাক জকোভিচ ও স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ। যদিও বর্তমানে বিশ্ব র্যাঙ্কিংয়ে ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী জকোভিচের চেয়ে এগিয়ে মাত্র ৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী আলকারাজ। ৩৭ বছর বয়সি এই সার্বিয়ান সাতে থাকলেও তিনে আছেন ২১ বছরের এই স্প্যানিশ তরুণ। ক্যারিয়ারের শেষ সময়ে আছেন অস্ট্রেলিয়ান ওপেনের ১০ বারের চ্যাম্পিয়ন জকোভিচ।
প্রি-কোয়ার্টার ফাইনালের গণ্ডি জকোভিচ পাড়ি দিয়েছেন সরাসরি সেট জিতে। জিরি লেহেচকার বিরুদ্ধে সার্বিয়ান সুপারস্টারের জয় ৩-০ সেটে। সামগ্রিক ফল ৬-৩, ৬-৪, ৭-৬ (৭-৪) গেমে। প্রথম দুই সেট সহজে জিতলেও তৃতীয়টি জিততে টাইব্রেকারে যেতে হয় জকোভিচকে। নিজের সার্ভিস ধরে রাখছিলেন তিনি এবং লেহেচকা। শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়ে ম্যাচ জেতেন জোকোভিচ। মীমাংসা হয় দুই ঘণ্টা ৩৯ মিনিটের লড়াইয়ের। এই জয়ে সুইস মহাতারকা রজার ফেদেরারকে ছুঁয়ে ফেললেন জকোভিচ। বছরের প্রথম গ্র্যান্ড স্লাম টেনিসে দুজনই সমান ১৫ বার শেষ আটের টিকিট কাটলেন। মেলবোর্নের হার্ডকোর্টে আর কোনো খেলোয়াড়ের এতবার কোয়ার্টার ফাইনালে ওঠার নজির নেই। রেকর্ডটি এখন যৌথভাবে জকো ও ফেডেক্সের।
কোয়ার্টার ফাইনালে উঠতে অবশ্য পুরো ম্যাচ খেলতে হয়নি আলকারাজকে। জ্যাক ড্রেপার দুই সেটের পর ম্যাচ ছেড়ে দেন। চোটে পড়েছিলেন ড্রেপার। ওই সময় ম্যাচে ৭-৫, ৬-১ গেমে এগিয়ে ছিলেন স্প্যানিশ তারকা। শেষ আটে বড় পরীক্ষাই দিতে হবে তাকে। শিরোপা প্রত্যাশী জকোভিচের মুখোমুখি হচ্ছেন জকোভিচ। এর আগে সাতবার দেখা হয়েছে দুজনের। চারবার জিতেছেন জকো। একবার কম জিতেছেন আলকারাজ। মজার বিষয় হচ্ছে সেমিফাইনালের আগে কখনোই দেখা হয়নি দুজনের। এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শেষ আটে পরস্পরকে মোকাবিলা করবেন তারা।
গত বছর উইম্বলডনের ফাইনালে জকোভিচকে হারিয়ে দেন আলকারাজ। ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে সেই হারের প্রতিশোধ নেন জকো। অবশ্য সর্বোচ্চ গ্র্যান্ড স্লামের মালিক হলেও অনেক দিন ধরেই মৌলিক কোনো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হতে পারেননি তিনি। এর মধ্যে স্বস্তির খবর হচ্ছে প্যারিস অলিম্পিকের সোনা জিতেছেন জকো। তাও আবার এই আলকারাজকে হারিয়েই।
বিভাগ : খেলাধুলা
মন্তব্য করুন
আরও পড়ুন
কলকাতায় প্রকাশ্যে মুরগির মাংস বিক্রি নিয়ে নতুন সিদ্ধান্ত
ভারত থেকে অনুপ্রবেশের সময় ফেনীতে সুদানের নাগরিক আটক
ক্ষমতা গ্রহণ করেই বাইডেন আমলের ৭৮ নির্বাহী আদেশ বাতিল ট্রাম্পের
পেকুয়ায় প্রাচীন খাল উদ্ধারে পদক্ষেপ জনমনে স্বস্তি
ঢাকার বাতাস ২৪৬ স্কোর নিয়ে আজ ‘খুব অস্বাস্থ্যকর’
ট্রাম্প ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িত ১৫০০ জনকে ক্ষমা করলেন
মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ভারতীয় বংশোদ্ভূত ‘সেকেন্ড লেডি’
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, পুনর্নির্মাণ করা প্রয়োজন: ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস