আগামীর বাংলাদেশ আলেম-ওলামাদের নেতৃত্বের সমন্বয়ে গঠিত হবে : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন
২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম | আপডেট: ২১ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ এএম
শিক্ষার্থীদের যথাযথ মনিটরিংয়ের মাঝে রেখে আসন্ন নতুন বছরে সর্বোচ্চ সংখ্যক ভর্তি নিশ্চিত করার ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন দেশের মাদরাসা শিক্ষক-কর্মচারীদের পেশাজীবী অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোমতাজী। গতকাল শুক্রবার জমিয়াতুল মোদার্রেছীনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের ভার্চুয়াল মতবিনিময় সভায় অংশ নিয়ে নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী নতুন বছর সমাগত। এ বছরকে সামনে রেখে মাদরাসাকে ঢেলে সাজাতে হবে। মাদরাসার শিক্ষার্থী সংখ্যার আধিক্যতাই প্রতিষ্ঠানের চলিকাশক্তি। এ বিষয়টি মাথায় রেখে প্রতিটি শেণি যাতে ছাত্র-ছাত্রী দ্বারা পূর্ণ হয় সেদিকে লক্ষ্য রাখা জরুরি। আগামীর বাংলাদেশ আলেম-ওলামাদের নেতৃত্বের সমন্বয়ে গঠিত হবে ইনশাআল্লাহ। মাদরাসা শিক্ষায়ও ব্যাপক পরিবর্তন আসছে সুনিশ্চিৎ। যার জন্য এখনই প্রস্তুতি নিতে হবে। শিক্ষার্থী ও অভিভাবকদের মাদরাসা শিক্ষার গুরুত্ব অনুধাবনের উৎসাহ প্রদানের মাধ্যমে ইসলামী সমাজ ব্যবস্থা বিনির্মানে নিজ নিজ অবস্থানে থেকে কাজ করে যেতে হবে। আমরা কেবল বেতন-ভাতা ভোগ করার জন্য মাদরাসায় শিক্ষকতা করি এমনটি নয়। আল্লাহর তরফ থেকে আমাদের প্রতি যে দায়িত্ব ন্যস্ত করা হয়েছে, তা যথাযথ পালনে সচেষ্ট থাকা উচিত।
সভা থেকে নেতৃবৃন্দ সকল ইসলামী ভাবধারা সম্পন্ন দল, সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। নিজেদের মাঝের রেসারেসির কারণে অন্যরা যাতে সুবিধা নিয়ে ইসলামকে হেও প্রতিপন্ন না করতে পারে সেদিকে সজাগ দৃষ্টি রাখার অনুরোধ জানিয়ে সম্প্রতি তাবলীগের বিশ্ব ইজতেমা নিয়ে যে অযাচিত ও অনাকক্সিক্ষত ঘটনা ঘটেছে তার জন্য দুঃখ প্রকাশ করে বলেন, শান্তি প্রিয় ইসলাম ধর্মের মাঝে এরূপ আচরণ অশোভনীয়। নিজেদের মাঝে মতানৈক্যসমূহ ভুলে একিভূত হয়ে দ্বীনের খিদমতে আত্মনিয়োগ করুন। এর মাঝে দুনিয়া ও আখিরাতের কল্যাণ নিহিত। নিজেদের কলোহ ও বিশৃঙ্খলা যেন ইসলামকে কলুষিত না করে সেদিকে খেয়াল রাখবেন।
নেতৃবৃন্দ উভয় দলের মধ্যকার কোন্দল দূরীভূত করে ইজতেমার জন্য নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করে দেয়ার জন্য প্রধান উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান।
জমিয়াত মহাসচিব অধ্যক্ষ শাব্বীর আহমদ মোতাজীর সঞ্চালনায় আয়োজিত ভার্চুয়াল মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল-মারুফ, সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা মো. মাসুদ আলম (কিশোরগঞ্জ), অধ্যক্ষ মাওলানা মো. শোয়াইব (ময়মনসিংহ), অধ্যক্ষ ড. মাও. মো. আবুবকর সিদ্দিক (বরিশাল), অধ্যক্ষ মাও. আবু ইউসুফ (গাইবান্ধা), অধ্যক্ষ মাওলানা মীর মোশাররফ মো. মোস্তফা (নোয়াখালী), অধ্যক্ষ মাওলানা মো. রেজাউল হক (ঢাকা), শিক্ষা ও সাংস্কিৃতি সম্পাদক অধ্যক্ষ মাওলানা জহিরুল হক (মুন্সিগঞ্জ), অধ্যক্ষ মাওলানা আলতাফ হোসাইন (রংপুর), অধ্যক্ষ মাও. আবু নাঈম মো. নিজাম উদ্দীন (লক্ষ্মীপুর), অধ্যক্ষ মাও. আব্দুল কালাম শেখ (খুলনা) প্রমুখ।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
গাজা একটি ‘বিশাল ধ্বংসস্তূপ’, এর পুনর্নির্মাণ করা প্রয়োজন :ট্রাম্প
মধ্যপ্রাচ্যে শান্তির প্রথম পদক্ষেপ গাজায় যুদ্ধবিরতি চুক্তি: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের শপথ : যোগ দেন চীনের হ্যান ঝেং ভারতের জয়শঙ্কর
সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা
সত্যিই কি মারা গেছেন ম্যাশ? কি বলছে রিউমর স্ক্যানার?
সেই যুবকের বিরুদ্ধে ৯০০ টাকা চুরির মামলা
প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে আসার ঘোষণা ট্রাম্পের
সাফারি পার্কের দেয়াল টপকে পালিয়ে গেল নীলগাই
জোকোভিচ-আলকারাজ হাইভোল্টেজ লড়াই আজ
বড় জয়ে পয়েন্ট টেবিলে দুই নম্বরে চিটাগাং
সুবর্ণ সুযোগ শুরুর ঘোষণা ট্রাম্পের
যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প
ভোটের অধিকার রক্ষায় জনপ্রতিরোধ গড়ে তুলতে হবে : সিইসি
অস্ত্র মামলায় মামুন খালাস
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আলোচনা সভা
ইনু-মেনন-সালমান-আনিসদের রিমান্ড, নতুন করে গ্রেপ্তার মন্ত্রী-এমপিসহ ১৬ জন
দলীয় নেতাদের একযোগে কাজ করার আহ্বান এবি পার্টির
হত্যা মামলায় মোস্তফা জালাল মহিউদ্দিন ৫ দিনের রিমান্ডে
হজ ও ওমরাহ যাত্রীদের জন্য বিশেষ নির্দেশনা
আমদানি মূল্য পরিশোধের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক