টঙ্গীতে কারখানার ঝুট নিয়ে দুই পক্ষে উত্তেজনা
১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ১৭ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম
গাজীপুর মহানগরীর টঙ্গীতে বিভিন্ন কারখানার ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ধাওয়া পাল্টা ধাওয়া এবং অস্ত্রের মহড়ায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকাল বৃহস্পতিবার টঙ্গী ফাইসন্স রোডে এবং গত বুধবার টঙ্গী বিসিক সংলগ্ন পাগাড় সোসাইটি মাঠ এলাকায় এসব ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীও স্থানীয় সূত্রে জানা গেছে, পাগাড় সোসাইটি মাঠ এলাকায় উইন্ডি গ্রুপের প্রতিষ্ঠান উইন্ডি অ্যাপারেলস লিমিটেড কারখানার নির্ধারিত ক্রেতাপক্ষ বুধবার সকালে গাড়িতে ঝুট লোড করে গন্তব্যে রওনা দেয়।
এর আগে থেকেই টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্যসচিব নাজমুল হোসেন মন্ডল ঝুটের গাড়ি আটকাতে দলবল নিয়ে ওই এলাকায় মহড়া দিচ্ছিলেন। ঝুট বোঝাই গাড়িটি কারখানা থেকে বেরিয়ে কিছু দূর যেতেই যুবদল নেতা নাজমুল গাড়ি থামিয়ে ঝুট ছিনিয়ে নেয়ার চেষ্টা করেন। এসময় ক্রেতাপক্ষের লোকজন এগিয়ে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। একপর্যায়ে যুবদল নেতা নাজমুল ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। এতে ক্রেতাপক্ষের সাথে স্থানীয়রা যোগ দিয়ে ধাওয়া দিলে যুবদল নেতা নাজমুল দলবলসহ পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ও র্যাব সদস্যরা এলাকায় টহল দেয়। সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হলে তারা টঙ্গী সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন। যুবদল নেতা নাজমুল এলাকায় মাদককারবারেও জড়িত বলে স্থানীয়দের অভিযোগ। সরকার পরিবর্তনের পর নাজমুল চাঁদাবাজি ও মাদকের টাকায় গাড়ি কিনেছেন এবং নতুন বাড়ি নির্মাণ করছেন বলেও স্থানীয়রা জানান।
এ বিষয়ে যুবদল নেতা নাজমুল অভিযোগ অস্বীকার করে বলেন, ‘স্থানীয় বিএনপির কর্মী হিসেবে আমার এলাকার লোকজন প্রতিষ্ঠানের ঝুট কিনতে গেলে এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী তাদের ওপর হামলা করে। এদের সঙ্গে বিএনপির কিছু কর্মীও ছিল।’
এদিকে কারখানাটির ঝুটের ক্রেতা কিবরিয়া খান জনি বলেন, ‘কারখানার সাথে আমার ব্যবসায়িক চুক্তি হয়েছে, আমি কারখানাটির ওয়েস্ট্রেজ মালের বৈধ ক্রেতা। কারখানায় অতিরিক্ত ওয়েস্ট্রেজ জমে যাওয়ায় মালিকপক্ষের অনুরোধে আমার ক্রেতাপক্ষ (দ্বিতীয় পার্টি) বুধবার কারখানা থেকে মাল নিয়ে ফেরার পথে যুবদল নেতা নাজমুল দলবল নিয়ে বাধা দেয়। এসময় তারা গুলি ও কয়েকটি ককটেল বিষ্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী তাদেরকে ধাওয়া দিলে নাজমুল তদলবল নিয়ে পালিয়ে যায়।’
উইন্ডি অ্যাপারেলস লিমিটেডের প্রশাসনিক কর্মকর্তা কামরুল ইসলাম বলেন, ‘আমাদের ক্রেতাপক্ষ এসে গেটপাস নিয়ে যথারীতি মাল নিয়ে গেছেন। বাহিরে কী হয়েছে তা আমরা জানি না।’
এদিকে বৃহস্পতিবার টঙ্গী ফাইসন্স রোডের পপুলার ফার্মার ওয়েস্টেজ মাল নিয়েও দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
ক্রেতাপক্ষ কারখানা থেকে মাল বের করছে এমন সংবাদ পেয়ে গাজীপুর মহাননগর বিএনপির সাবেক আহ্বায়ক সালাউদ্দিন সরকারের লোকজন লাঠিসোটা নিয়ে কারখানার সামনে মহড়া দেয়। এসময় তারা ‘এই মুহূর্তে দরকার, সালাহ উদ্দিন সরকার’ সেøাগান দেয়। মিছিলে অংশগ্রহণকারীদের বেশির ভাগই ছিল কিশোর বয়সী। তাদের মহড়া চলাকালে পপুলার কারখানা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে শিল্প পুলিশ মোতায়েন করা হয়েছে।
টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল ইসলাম বলেন, ‘পাগাড় ও ফাইসন্স রোড এলাকায় ঝুট নিয়ে জামেলা সৃষ্টি হলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছিল। তবে তাতে সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি।’ গুলি ও ককটেল বিস্ফোরণের বিষয়ে তিনি বলেন, ‘আমরা এ ধরণের কোনো খবর পাইনি, তবুও বিষয়টি খতিয়ে দেখছি।’
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও
আরও পড়ুন
জুলাই গণঅভ্যুত্থানের শহীদরাই আজকের বাংলাদেশ- কক্সবাজারে শিল্প উপদেষ্টা
অতিরিক্ত সময়ে এন্দ্রিকের জোড়া গোলে জিতে শেষ আটে রিয়াল
গ্রিক সাইপ্রিয়ট প্রশাসনকে অস্ত্র বিক্রয়ের মার্কিন সিদ্ধান্তে টিআরএনসি-এর ক্ষোভ ও উদ্বেগ
নরসিংদীতে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮
পাবনায় জনজীবনে ভয়াবহ হচ্ছে ভার্চুয়াল আসক্তি
মাঝ আকাশে ভেঙে টুকরো ইলন মাস্কের ‘স্টারশিপ’
বাংলাদেশ-ভারতকে অতীত কবর দিয়ে নতুন করে শুরু করতে হবে: সুনন্দা কে দত্ত রায়
সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশের খসড়া অনুমোদন
সাইফ ইস্যুতে কেজরিওয়ালের বিস্ফোরক মন্তব্য, পাল্টা প্রতিক্রিয়া বিজেপি নেতার
ট্রাম্পের শুল্ক ছাড়াও চীনের অর্থনৈতিক সংকটে তিনটি বড় চ্যালেঞ্জ !
খেজুরের রস খেতে গিয়ে গাড়িচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত
দিয়ালোর দুর্দান্ত হ্যাটট্রিকে ইউনাইটেডের নাটকীয় জয়
আজারবাইজান-জর্জিয়া সম্পর্ক শক্তিশালীকরণে উচ্চপর্যায়ের বৈঠক
আসাদগেটে সিএনজি-ট্রাক সংঘর্ষ, একজনের মৃত্যু
মরক্কোতে নৌকা ডুবে ৪৪ পাকিস্তানির মৃত্যু
'বন্ধী মুক্তির চুক্তি' চূড়ান্ত জানিয়েছে নেতানিয়াহুর দপ্তর
সুদানের সেনাপ্রধানের ওপর নিষেধাজ্ঞা আরোপ যুক্তরাষ্ট্রের
উ. কোরিয়ার ইউক্রেনে সামরিক অংশগ্রহণ একটি কৌশলগত ভুল : রব বাউয়ার
সাইফ তো লিস্টে ছিল না,হঠাৎ হামলা হয়ে গেছেঃ মমতা
ঘণকুয়াশায় সাড়ে ৫ ঘন্টা আরিচা-কাজিরহাট এবং ৪ ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে