ব্যবসা বাড়াতে যুক্তরাষ্ট্রে অফিস খুলবে
১৮ জানুয়ারি ২০২৫, ০২:২৯ এএম | আপডেট: ১৮ জানুয়ারি ২০২৫, ০২:২৯ এএম
যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবসা বাড়াতে দেশটিতে একটি অফিস খোলার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলস লিমিটেডের পরিচালনা পরিষদ। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে টেক্সটাইল ডিস্ট্রিক্টে এ অফিস খোলা হবে। গত বৃহষ্পতিবার স্টক এক্সচেঞ্জের মাধ্যমে এ তথ্য জানিয়েছে কোম্পানিটি।
এনভয় টেক্সটাইলস সূত্রে জানা গেছে, তাদের উৎপাদিত পণ্যের মূল বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপ। বিদেশের বাজারে বিদ্যমান ক্রেতাদের পাশাপাশি নতুন ক্রেতাদের কাছে পৌঁছতে চাইছে কোম্পানিটি। এ কারণে যুক্তরাষ্ট্রে অফিস খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এক্ষেত্রে এনভয় টেক্সটাইলস ইনকরপোরেশন নামে একটি কোম্পানি নিবন্ধন করা হবে যুক্তরাষ্ট্রে এবং এর অধীনে নিউইয়র্কে অফিস খোলা হবে। যুক্তরাষ্ট্রে নিবন্ধিত কোম্পানিটি বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনভয় টেক্সটাইলসের শতভাগ মালিকানাধীন সাবসিডিয়ারি হিসেবে কার্যক্রম পরিচালনা করবে। যুক্তরাষ্ট্রে অফিসের আনুষঙ্গিক ব্যয় ও কর্মীদের বেতন-ভাতা বাংলাদেশ থেকে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে পাঠানো হবে। তবে যুক্তরাষ্ট্রে কোনো ইকুইটি বিনিয়োগ করবে না এনভয় টেক্সটাইলস।
গত বছরের নভেম্বরে এনভয় টেক্সটাইলসের পরিষদ সুতা উৎপাদন আরো বাড়াতে স্পিনিং প্রকল্প সম্প্রসারণ ইউনিট স্থাপনের সিদ্ধান্ত নেয়। প্রকল্পটি বাস্তবায়ন হলে কোম্পানিটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ৪ হাজার ৫৫০ টনে উন্নীত হবে। এ ইউনিটে কটন-পলিয়েস্টার-স্প্যান্ডেক্স কোর-স্পান সুতা উৎপাদন করা হবে। এতে মোট ৯৭ লাখ ৩০ হাজার টাকা ব্যয় হবে, যার ৩০ শতাংশ কোম্পানিটির সংরক্ষিত আয়ের ইকুইটি এবং বাকি ৭০ শতাংশ ব্যাংক থেকে ঋণ নেয়ার মাধ্যমে অর্থায়ন করা হবে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ হবে বলে প্রত্যাশা করছে এনভয় টেক্সটাইল। নতুন ইউনিট স্থাপনে ইউরোপীয় ও জাপানি যন্ত্রপাতি ব্যবহার করা হবে। যাতে অত্যাধুনিক রিং স্পিনিং উৎপাদন সুবিধা থাকবে। উৎপাদিত সুতার প্রায় ৬০ শতাংশ নিজেদের ডেনিম উৎপাদনের জন্য এবং বাকি ৪০ শতাংশ প্রচ্ছন্ন রফতানিতে ব্যবহার করা হবে। সাড়ে চার বছরের মধ্যে এ প্রকল্পের বিনিয়োগ ফেরত আসবে বলে আশা করছে কোম্পানিটি।
চলতি ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) এনভয় টেক্সটাইলসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৫১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬৫ পয়সা। গত বছরের ৩০ সেপ্টেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৫৩ টাকা ৪৪ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ৫৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ১ টাকা ৯৫ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৫১ টাকা ৯৩ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৯৯ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩৮ টাকা ৫৭ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৮ টাকা ২১ পয়সা। এনভয় টেক্সটাইলসের পরিষদ ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৯৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৬ পয়সা। ৩০ জুন ২০২২ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ৩৮ টাকা ২১ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৩৭ টাকা ৭৯ পয়সা।
এনভয় টেক্সটাইলসের সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘ডাবল এ ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত অনিরীক্ষিত প্রতিবেদন ও ব্যাংক দায় পরিস্থিতি এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
২০১২ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এনভয় টেক্সটাইলসের অনুমোদিত মূলধন ৪৭৫ কোটি ও পরিশোধিত মূলধন ১৬৭ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪০৪ কোটি ২১ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ১৬ কোটি ৭৭ লাখ ৩৪ হাজার ৭৬৭। এর মধ্যে ৬৫ দশমিক ১৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৬ দশমিক ২০, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৬ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৮ দশমিক ৫৬ শতাংশ শেয়ার রয়েছে।
ডিএসইতে গত বৃহষ্পতিবার কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর ছিল ৩৭ টাকা ৪০ পয়সা। গত এক বছরে শেয়ারটির সর্বনি¤œ ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ৩০ টাকা ৭০ ও ৫০ টাকা ১০ পয়সা।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
খুশদীলের অলরাউন্ড নৈপুণ্যে রংপুরের আটে আট
বন্ধ হয়ে যাচ্ছে অনেক দেশের ভিসা
মেডিকেল কলেজে শিক্ষক বাড়ানোর কথা ভাবছে সরকার
ছাত্রদলের ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি আজ
গাজার স্বাস্থ্য ব্যবস্থা পুনর্গঠনে ১০ বিলিয়ন ডলার প্রয়োজন
অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে ইইউ
ভারতের উদ্বেগের মধ্যে হাসিনা পরবর্তী বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান
সান্ত¡না খুঁজে পাচ্ছেন না, দুই দেশে কলঙ্কিত টিউলিপ
দুর্নীতির মামলায় ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড
বিদেশে টাকা পাচারের রাজনীতি মানুষ চায় না : পীর সাহেব চরমোনাই
শেখ পরিবারের রক্তের জন্যই দুর্নীতিতে জড়িয়েছেন টিউলিপ -রিজভী
নামাজ মু’মিনের জন্য মেরাজস্বরূপ
ক্রেডিট কার্ডে বিদেশে বাংলাদেশিদের লেনদেন কমেছে
স্বনির্ভর অর্থনীতির পথে দেশ
বগুড়ার বিমানবন্দর দ্রুত চালুর দাবি
আন্তর্জাতিক মানদণ্ডে বাংলাদেশকে মানবাধিকার লংঘন বন্ধ করতে হবে : হিউম্যান রাইটস ওয়াচ
হাজারীবাগের ট্যানারির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জুলাই বিপ্লব ঘোষণাপত্র দেওয়া জরুরি : নুরুল হক নুর
গণঅভ্যুত্থানের ইশতেহারে বিএনপির ভূমিকা লিখতে হবে : জয়নুল আবদিন
নির্বাচনে রাজনৈতিক নেতাদের পরিবেশ রক্ষায় প্রতিশ্রুতি দিতে হবে