মাদারীপুরে হত্যার দায়ে ৫ জনের যাবজ্জীবন
২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫, ১২:০৭ এএম
মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামে পূর্ব শত্রুতার জেরে ছেলের সামনে পিতাকে হত্যার দায়ে ৫ জনকে যাবজ্জীবন কারাদ- দিয়ে আদালত। গতকাল বুধবার মাদারীপুর জেলা ও দায়রা জজ আদালতের জ্যেষ্ঠ হাকিম নুর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ রায় দেয়। এ মামলায় ১৯ জনকে খালাস প্রদান করা হয়।
দ-প্রাপ্তরা হলেন- জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামের মৃত আফেউদ্দিন মন্সির ছেলে সাহেবালী মুন্সি (৫৫), একই গ্রামের জয়নাল মুন্সির ছেলে খোকন মুন্সি (৩৫), একই গ্রামের মৃত আমজেদ মন্সির ছেলে শাহাবুদ্দিন মুন্সি (৪৫), মৃত ছালাম মুন্সির ছেলে হান্নান মুন্সি (৪৮) ও একই এলাকার মৃত তাজেল মুন্সির ছেলে লাবলু মুন্সি (৪৮)।
মামলার এজাহার ও বাদীপক্ষের আইনজীবী বয়ানে জানা যায়, গেল ২০১৫ সালের ৪ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের শাখারপাড় গ্রামের বাবুল হাওলাদার (৫৫) আত্মীয় বাড়ি থেকে দাওয়াত খেয়ে ফিরছিলেন। এসময় কালিবাড়ী দক্ষিণ খেয়া ঘাটের স্থানীয় আজিজুল হাওলাদারের দোকানের সামলে পৌঁছালে পূর্ব শত্রুতার জেরে একই এলাকার সাহেবালী মুন্সিসহ অন্তত ৩০ থেকে ৪০ জন লোকজনকে নিয়ে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে বাবুল হাওলাদারের ওপর আক্রমণ চালায়।
এসময় বাবুল হাওলাদারের চিৎকারে তার ছেলে ইমরান হাওলাদারসহ স্থানীয়রা এগিয়ে আসে। এরপরেও বাবুলকে মারাত্মকভাবে কুপিয়ে মুর্মুষ অবস্থায় ফেলে রেখে যায়। পরে তাকে উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল হাসপাতালে নেয়ার পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় পরের দিন একই বছরের ৫ জানুয়ারি রাজৈর থানায় ৪২ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।
এ মামলায় ২০১৬ সালের ২৪ মে ২৭ জনকে দোষী করে চাজর্শীট দেয়া হয়। যার মধ্যে ৩ জন আসামি এরই মধ্যে মারা গেছেন। দীর্ঘ শুনানী শেষে আদালত বুধবার বিকেলে রায় প্রদান করেন। রায়ে ১৯ জনকে বেকসুর খালাস দেয়। বাকি ৫ জনকে যাবজ্জীবন কারাদ- প্রদাণ করেন। সেই সাথে সাজাপ্রাপ্তদের এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছর কারাদ- প্রদান করা হয়। এ রায়ে আসামি ও বাদীপক্ষে অসন্তোষ প্রকাশ করেন। দুপক্ষেই উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে দাবি করেন। রায় প্রদাণ কালে ২২ জন আসামি উপস্থিত ছিলেন। একজন পলাতক রয়েছে।
রাষ্ট্রপক্ষের কৌশলী অ্যাডভোকেট এমারাত হোসেন খান বলেন, রায়ে আমরা সংক্ষুদ্ধ হয়েছি। অধিকাংশ আসামিকে খালাস দেয়ায় বাদীর সাথে আলাপ করে আপীল করা হবে।
অন্যদিকে আসামীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জালালুর রহমান বলেন, ‘আমরা আশা করেছিলাম সব আসামি খালাস পাবেন, কিন্তু পাঁচজনকে যাবজ্জীবন কারাদ- দেয়ায় আমরা সংক্ষুব্ধ। উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
আরও পড়ুন
ভারতকে ছেড়ে কেন চীনের ঘনিষ্ঠ হচ্ছে শ্রীলঙ্কা?
রাজনৈতিক উত্তরণে অন্তর্বর্তী সরকারকে সমর্থন করবে জাপান
প্রবাসী উপদেষ্টার আশ্বাসে মালয়েশিয়া গমনেচ্ছুদের আন্দোলন স্থগিত
মহার্ঘভাতার সঙ্গে ভ্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই: অর্থ উপদেষ্টা
পুরো বইমেলা মনিটরিং হবে ড্রোনে-ডিএমপি কমিশনার
যানবাহন চালক-পথচারীদের জন্য ডিএমপির বিশেষ নির্দেশনা
মাস্ক বা অন্য কেউ টিকটক কিনলে বিনিয়োগ করবে প্রিন্স তালালের কোম্পানি
মৃত বাবার রেখে যাওয়া ঋণ পাওনাদার নিতে না চাওয়া প্রসঙ্গে?
খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকশিত হয় -ডিসি তৌফিকুর রহমান
চাঁপাইনবাবগঞ্জে বিজিবি বিএসএফ বৈঠক
জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের শিক্ষাবৃত্তি প্রদান
অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তে সিলেটজুড়ে স্বস্তি
৪ দিনের রিমান্ডে সাবেক এমপি আবু রেজা নদভী
মাদারীপুরে জলবায়ু পরিবর্তন ও মানবপাচারের আন্তঃসম্পর্কবিষয়ক কর্মশালা
রাজশাহীতে ছাত্রাবাসে ঢুকে সমন্বয়ককে মারধর
এক বছরে উখিয়া-টেকনাফে ১৯২ জন অপহরণ
‘সমন্বয়ক মরার জন্য প্রস্তুত হ’ দেয়ালে লিখে হত্যার হুমকি
বিমানের এই কর্মকা- সহ্য করার মতো নয় -সিলেট সুধীজন
বাণিজ্যমেলায় শেষ মুহূর্তে নিত্যপণ্য কেনাকাটার ধুম
পঞ্চগড়ে চার বিচারক অপসারণে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম