ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলে কঠোর ব্যবস্থা নেয়া হবে : সাইফুল আলম
২৫ মার্চ ২০২৫, ০৩:০০ এএম | আপডেট: ২৫ মার্চ ২০২৫, ০৩:০০ এএম

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব সাইফুল আলম বলেছেন, যারা ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ঈদকে ঘিরে কোনো বাস কাউন্টার বা সংশ্লিষ্ট কেউ ঈদ বকশিস বা অন্য যেকোনো নামে টাকা আদায় করলে যাত্রীদের অভিযোগের ভিত্তিতে তাৎক্ষণিক ব্যবস্থাও নেয়া হবে। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে ঈদুল ফিতর উপলক্ষে যাত্রীদের ঈদযাত্রা নির্বিঘœ, নিরাপদ, যাত্রী হয়রানীমুক্ত টিকেট কালোবাজারী বন্ধ, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ ও সড়ক পথে চাঁদাবাজি বন্ধ করার লক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের যৌথভাবে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সিনিয়স সহ-সভাপতি ও ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এম, এ, বাতেন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবির খান।
এ সময় সাইফুল আলম বলেন, বিগত আওয়ামী সরকারের আমলের কিছু স্বার্থান্বেষী মহল পরিবহন সেক্টরকে অস্থিতিশীল করার জন্য কাজ করে যাচ্ছে। এখনো তারা গোপনে গোপনে এসব কাজ করছে। তবে আমরা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের উদ্যোগে যারা অস্তিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রতিহত করবো।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ঈদ যাত্রায় আমরা লক্ষ্য করি মোটরসাইকেলে একটা বিরাট সংখ্যক মানুষ দূরপাল্লার গন্তব্যে যাতায়াত করেন। এতে প্রতি বছরই দুর্ঘটনার কবলে পড়েন অনেকে। বেশিরভাগ ক্ষেত্রেই কিশোর বয়সের ছেলেরা দুর্ঘটনায় নিহত হচ্ছে। আহত হচ্ছেন অনেকে। ঈদ যাত্রায় মোটরসাইকেলে যাতায়াতকে নিরোৎসাহিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী ও বিআরটিএ গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানাই।
সাইফুল আলম বলেন, বিগত ১৬ বৎসর স্বৈরাচার আওয়ামী সরকার সড়ক পরিবহন সেক্টরকে দলীয়করনসহ চাঁদাবাজীর স্বর্গরাজ্যে পরিনত করেছিল এবং সকল ক্ষেত্রে একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করেছে। গত ৫ আগস্ট এর পর ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নামে সকল প্রকার চাঁদা বন্ধ ঘোষণা করা হয়েছে। যা এখন পর্যন্ত বহাল আছে। শুধুমাত্র স্ব-স্ব পরিবহন কোম্পানী/কাউন্টার মালিকেরা তাহাদের নিজ নিজ পরিবহন পরিচালনার প্রয়োজনে মালিকদের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালনা ব্যয় নিতে পারবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় মালিক সমিতি বা কেন্দ্রীয় শ্রমিক ফেডারেশন কোনভাবেই সংশ্লিষ্ট বা জড়িত নয়।
এসময় লিখিত বক্তব্য পাঠ করে সাইফুল আলম বলেন, ঈদকে সামনে রেখে ঢাকা থেকে যে পরিমান যাত্রী সড়ক পথে যাত্রা করবেন নির্দিষ্ট সংখ্যক গাড়ী দিয়ে কম সময়ে সে পরিমাণ যাত্রীকে নিরাপদ গন্তব্যে পৌছানো কষ্টদায়ক কাজ। ঈদ যাত্রাকে নির্বিঘœ, নিরাপদ, যানজটমুক্ত এবং সড়ক পথে চাঁদাবাজিমুক্ত রাখার লক্ষ্যে ইতিমধ্যে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন-শৃঙ্খলা বাহিনী, যৌথবাহিনী এবং মালিক-শ্রমিক প্রতিনিধিসহ দেশের সকল জায়গায় যৌথসভা করা হয়েছে। আমরা ঢাকাস্থ টার্মিনালগুলোতে যাত্রীদের যাত্রাপথে সার্বিক সহযোগিতায় এবং নিম্নোক্ত বিষয়ে কার্য্যকরী ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও প্রশাসনের নিকট সবিনয়ে আহবান জানাচ্ছি।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

মোংলায় সন্ত্রাসী জিয়ার শেখসহ তার বাহিনী কে গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী

পুরস্কারসহ অক্সিলিয়ারি ফোর্সে নিয়োগ পাচ্ছেন ডাকাত ধরা ৫ শ্রমিক

যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে এলএনজি আমদানিসহ ৭ ক্রয় প্রস্তাব অনুমোদন

গাজায় ইহুদী হামলায় হামাসের মুখপাত্রসহ শহীদ ৯

‘শ্রমিকদের যৌক্তিক দাবিসমূহ বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে’: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আখাউড়া ত্রিবেনী স্নান ও মেলা, এলাকায় উৎসবের আমেজ

২৫৯ কোটি টাকায় ভারত থেকে আরও ৫০ হাজার টন চাল কিনবে সরকার

কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্কে রাস্তা ও ব্রিজ নির্মাণের অনুমোদন

৭১ ও ২৪ ভিন্ন , কোনোটিকে খাটো করে দেখার সুযোগ নাই - প্রিন্স

বন্যহাতি নিরসনে প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ প্রশাসন আবারও এলাকাবাসী সড়ক অবরোধ

ট্রাইব্যুনালের বিচার বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র চলছে: চিফ প্রসিকিউটর

গণতন্ত্রের সুষ্ঠু উত্তরণে বান কি মুনের সমর্থন চেয়েছেন ড. ইউনূস

মহাসড়কে অটোরিকশা উঠলেই ব্যবস্থা, ছিনতাইয়ের ব্যাপারে জিরো টলারেন্স

বগুড়ায় জুলাই অভ্যুত্থানে আহত ৩৫জন যোদ্ধার পাশে বগুড়ার ডিসি

ঈদের খুশি সার্বজনীন করতে এতিম অসহায়ের জন্য সমাজের বৃত্তবানরা এগিয়ে আসতে হবে : মান্না

ডিমোলা উপজেলা খাদ্যনিয়ন্ত্রক রুহুল মোছাদ্দেক এর অপসারণের দাবিতে মানববন্ধন

সিলেটে এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার

পর্যাপ্ত যাত্রী না পেয়ে খালি বাস নিয়ে অপেক্ষায় পরিবহন শ্রমিকরা

ঈদে পর্যটক বরণে প্রস্তুত বান্দরবান

মিনহাজ এক ভয়ঙ্কর বহুরূপী, হাসিনা যার কাছে ফোন করে ৩০ মিনিট কেঁদেছিলেন!