যুক্তরাজ্য ও সিঙ্গাপুর থেকে দুই কার্গো এলএনজি আমদানিসহ ৭টি ক্রয় প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত উপদষ্টা পরিষদ কমিটি। এতে মোট ব্যয় হবে ২ হাজার ৬৯৭ কোটি ৮৯ লাখ টাকা।
এছাড়া ইতোপূর্বে ক্রয় কমিটিতে অনুমোদিত চারটি ক্রয় প্রস্তাবের মূল্য সংশোধন বা ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ চারটি প্রস্তাবে ব্যয় বেড়েছে ৭৯ কোটি ১০ লাখ টাকা।
বৃহস্পতিবার (২৭ মার্চ) সচিবালয়ে অনুষ্ঠিত ক্রয় কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
বৈঠক শেষে জানানো হয়, বৈঠকে আগামী এপ্রিলের জন্য স্পট মার্কেট থেকে দুই কার্গো (চলতি বছরের ১৫ ও ১৬ তম) এলএনজি আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে ১৫তম কার্গোটি সরবরাহ করবে সিঙ্গাপুর ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স গানভর সিঙ্গাপুর পিটিই লিমিটেড’। প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৪ দশমিক ০৮ ডলার দরে ট্যাক্স ও ভ্যাটসহ এতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৬৭৫ কোটি ২৮ লাখ ৫৮ হাজার টাকা।
দ্বিতীয় (১৬ তম) কার্গোটি সরবরাহ করবে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ‘মেসার্স টোটাল এনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড’। প্রতি এমএমবিটিইউ এলএনজি ১৪ দশমিক ৪২ ডলার দরে ট্যাক্স ও ভ্যাটসহ এতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৬৯১ কোটি ৫৯ লাখ ২৪ হাজার টাকা।
আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে প্যাকেজ-১০ এর আওতায় ৫০ হাজার মেট্রিক টন নন বাসমতি সিদ্ধ চাল আমদানির একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে এটি সরবরাহ করবে ভারতীয় প্রতিষ্ঠান ‘মেসার্স বাগাদিয়া ব্রাদার্স প্রাইভেট লিমিটেড’। প্রতি মেট্রিক টন চাল ৪২৪ দশমিক ৭৭ ডলার দরে বাংলাদেশি টাকায় এতে ব্যয় হবে ২৫৯ কোটি ১০ লাখ ৯৭ হাজার টাকা।
বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় সৌদি আরব ও রাশিয়া থেকে সার আমদানির দুটি পৃথক প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে প্রতি মেট্রিক টন ৬২৭ দশমিক ৫০ ডলার দরে সৌদি আরবের মা’এডেন থেকে চতুর্থ লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানিতে বাংলাদেশি মুদ্রায় ব্যয় হবে ৩০৬ কোটি ২২ লাখ টাকা।
অপর প্রস্তাবে রাশিয়ার ‘জেএসসি ফরেন ট্রেড ইকোনমিক কর্পোরেশন (প্রুডিনটর্গ)’ থেকে ৯ম লটে ৩০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ৩০৬ দশমিক ৩৭ ডলার দরে বাংলাদেশি মুদ্রায় এতে ব্যয় হবে ১১২ কোটি ১৩ লাখ ১৪ হাজার টাকা।
বৈঠকে মুন্সীগঞ্জে বাস্তবায়নাধীন ‘বিসিক কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক (২য় সংশোধিত)’ প্রকেল্পের পূর্ত পাকেজ-৫ এর (লট-১ ও লট-৩) এর আওতায় রাস্তা, ব্রীজ ও অন্যান্য কাজ সম্পাদনে ঠিকাদার নিয়োগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। যৌথভাবে এ কাজটি করবে- আরএবি-আরসি (প্রাইভেট) লিমিটেড ও বিডিই লিমিটেড। এতে ব্যয় হবে ১৩৭ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার টাকা।
বৈঠকে ‘আরবান বিল্ডিং সেইফটি প্রজেক্ট’ এর আওতায় রাজধানীর মিরপুরে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স এর ১০ তলা বিশিষ্ট প্রধান কার্যালয় ভবন নির্মাণে ঠিকাদার নিয়েগের একটি প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এ কাজটি পেয়েছে ‘টোয়া কর্পোরেশন’। এতে ব্যয় হবে ৫১৫ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার টাকা।
উল্লেখিত ক্রয় প্রস্তাবগুলো ছাড়াও বৈঠকে ইতোপূর্বে ক্রয় কমিটিতে অনুমোদিত চারটি ক্রয় প্রস্তাবের মূল্য সংশোধন বা ভেরিয়েশন প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। চারটি প্রস্তাবেই ব্যয় বেড়েছে এবং মোট ব্যয় বেড়েছে ৭৯ কোটি ১০ লাখ টাকা।
এছাড়া অর্থ উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত ‘অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি’র বৈঠকে মালয়েশিয়ার সরকারি প্রতিষ্ঠান ‘ফেলক্রা নিয়াগা এসডিএন বিএইচডি’ থেকে চুক্তির মাধ্যমে টিএসপি ও ডিএপি সার আমদানির একটি প্রস্তাব নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।