মতলব বাজারে দুই কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা
৩০ মার্চ ২০২৫, ০২:৩০ এএম | আপডেট: ৩০ মার্চ ২০২৫, ০২:৩০ এএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদর বাজারের কাপড় ব্যবসায়ী সফিকুল ইসলাম প্রধান (৬২) ও তার ভাই বাদল প্রধানকে (৪২) বাজার এলাকায় প্রকাশ্যে ধারালো দা দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে কতিপয় দুর্বৃত্তের বিরুদ্ধে। জায়গার বিরোধ ও পূর্ব শত্রুতারে জেরে গতকাল বেলা আড়াইটায় উপজেলা সদর বাজারের কাপড়পট্টি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ওই দুই ব্যবসায়ীর অবস্থা আশঙ্কাজনক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে। এ ঘটনায় থানায় হত্যাচেষ্টার মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
আহত সফিকুল ইসলাম প্রধান ও তার ভাই বাদল প্রধানের বাড়ি উপজেলার বাইশপুর গ্রামে। তারা উপজেলা সদর বাজারের কাপড়ের ব্যবসায়ী। সফিকুল ইসলাম প্রধান ওই বাজারের কাপড় ব্যবসায়ী সমিতির সভাপতি। হামলাকারী ব্যক্তিদের বাড়িও বাইশপুর গ্রামে। পুলিশ, প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী ব্যক্তিদের পরিবার ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার বাইশপুর গ্রামের বাসিন্দা কাপড় ব্যবসায়ী সফিকুল ইসলাম প্রধান ও তার ভাই বাদল প্রধানের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের গ্রামের হেলাল উদ্দিন ও তার লোকদের জায়গা নিয়ে বিরোধ চলছে। গতকাল সকালে বাইশপুর গ্রামে সফিকুল ইসলাম প্রধানের বাড়ির কাছে খালে একটি ট্রলার ভিড়াতে যান হেলাল উদ্দিন ও তার লোকজন। এতে বাধা দিলে ওই দুই পক্ষের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়।
সূত্রটি আরো জানায়, ওই ঘটনা এবং জায়গার বিরোধের জেরে গতকাল বেলা আড়াইটায় উপজেলা সদর বাজারে সফিকুল ও তার ভাই বাদলের কাপড়ের দোকানের সামনে এসে গালাগাল দেন তাদের প্রতিবেশী হেলাল উদ্দিন ও তার লোকজন। এ সময় দুই পক্ষের মধ্যে পুনরায় বাগবিত-া লেগে যায়। একপর্যায়ে হেলাল ও তার লোকেরা ধারালো দা দিয়ে সফিকুল ও তার ভাই বাদলকে এলোপাতাড়ি কোপাতে থাকেন। এতে তাদের হাত, মাথা, বুক ও পাসহ শরীরের বিভিন্ন অংশ রক্তাক্ত জখম হয়। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে ওই দুর্বৃত্তরা পালিয়ে যান। স্বজন ও আশপাশের ব্যবসায়ীরা সেখান থেকে উদ্ধার করে আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
পরিবার সূত্র জানায়, জায়গার বিরোধ ও পূর্ব শত্রুতারে জেরে হত্যার উদ্দেশ্যেই সফিকুল ও বাদলের ওপর এ হামলা চালানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে আহত ব্যক্তিদের পরিবার। অভিযোগের ব্যাপারে হেলাল উদ্দিনের সঙ্গে তার মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংযোগ বন্ধ পাওয়া যায়। এলাকাবাসী জানান, ঘটনার পর তারা গা-ঢাকা দিয়েছেন।
মতলব দক্ষিণ থানার ওসি মো. সালেহ আহাম্মদ বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। পূর্ব শত্রুতা ও জায়গার বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ বিষয়ে তার থানায় একটি হত্যাচেষ্টা মামলা প্রক্রিয়াধীন। অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
বিভাগ : বাংলাদেশ
মন্তব্য করুন
এই বিভাগের আরও






আরও পড়ুন

সাধারণ সাজে মুগ্ধতা ছড়িয়েছেন কিংবদন্তী রুনা লায়লা

রাজবাড়ীতে প্রবাসীর স্ত্রীর ঘরে ঢুকে হত্যা করে টাকা লুটের আসামী সুবর্ণচর থেকে গ্রেপ্তার

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের রাবার বুলেটে ভারতীয় চোরাকারবারি নিহত

দিনাজপুরে বিশ্বনবী (সা.)-কে নিয়ে কটুক্তি, এলাকাজুড়ে উত্তেজনা

টাঙ্গাইলে জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফেরার ম্যাচে মলিন মেসি,হারল মায়ামি

হাসপাতাল বেডেই কেটেছে যাদের ঈদ!

পাবনায় ছুরিকাঘাতে যুবক খুন

আমেরিকান প্রবাসী দেশে এসে ডাকাতের কবলে

সামাজিক বিরোধে প্রাণ গেল যুবকের

ধূ-ধূ বালুচরে পরিণত তিস্তাঃ চরম হুমকির মুখে নদী তীরবর্তী জীববৈচিত্র

কালীগঞ্জে বেদে পল্লীতে প্রতিপক্ষের হাতে যুবক খুন, আটক ১

মসজিদ গুলো শিরক ও বিদয়াত মুক্ত রাখা মুসলমানদের ঈমানী দায়িত্ব -নাসির উদ্দিন মজুমদার

দুর্নীতিবাজ টিউলিপের সাফাই দেয়ার চেষ্টা, কি বলছেন?

থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা, বিকালে ভাষণ

এবারও বিশ্বের ধনীদের তালিকার শীর্ষে ইলন মাস্ক

বিমসটেক সমুদ্র পরিবহন চুক্তি সই, মন্ত্রী পর্যায়ের বৈঠক

ট্রাম্পের শুল্ক আরোপের প্রতিক্রিয়ায় যা বলছেন বিশ্ব নেতারা

সিলেটে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ৭ নেতা গ্রেফতার

গাজীপুরে ট্রেনে আগুন, ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ